কলকাতা, 22 জানুয়ারি : সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিশ্বভারতীতে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে । পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া থেকে শুরু করে অধ্যাপক-পড়ুয়াদের সাসপেনশন । একাধিক অভিযোগে কলকাতায় প্রতিবাদে সোচ্চার শিক্ষক ও ছাত্র মহল । একদিকে কলকাতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান এবিইউটিএ-র শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিভিন্ন সংগঠন । তেমনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব হয় বাম ছাত্র সংগঠন এসএফআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ।
আজ অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (এবিইউটিএ) সঙ্গে অন্যান্য সংগঠন যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে । এবিইউটিএ-র সঙ্গে অধ্যাপক সংহতি মঞ্চ, এসটিইএ, বিপিটিএ-র মতো বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে । দুপুর 2 টো নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতার কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ ও সভা করেন তাঁরা । পোড়ানো হয় বিশ্বভারতীর উপাচার্যের জারি করা অগণতান্ত্রিক সার্কুলারের প্রতিলিপিও । এবিইউটিএ-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন, "রবীন্দ্রনাথের স্বপ্নের, আমাদের গর্বের বিশ্বভারতী আজ চরম সংকটের সম্মুখীন । উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত, বহিরাগত, রাজনৈতিক ও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ডেকে আনছেন । ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিকতাকে বিনষ্ট করার লক্ষ্যে তিনি বেপরোয়া হয়ে উঠছেন । ছাত্ররা প্রতিবাদ করলে তাঁদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে । এর ফলে বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্পূর্ণ বিলুপ্ত । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষাস্বার্থ বিরোধী এবং শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রদের উপর এহেন লাগাতার অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদে নেমেছি ।"
বিক্ষোভ শেষে বিশ্বভারতী প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপের প্রতিবাদে একটি স্মারকলিপি বিশ্বভারতীর উপাচার্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালের কাছে পাঠানো হয় বলে জানাচ্ছেন গৌতম মাইতি । এদিন দুপুর 2টো নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখান এসএফআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা । তাঁদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চাই । অবিলম্বে অনায্য সমস্ত সাসপেনশন প্রত্যাহার করতে হবে । এই দাবিতে স্লোগান তুলে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখান এসএফআই-এর সদস্যরা ।