কলকাতা, 5 জানুয়ারি: শূন্য পদ রয়েছে, চাকরিপ্রার্থীও অসংখ্য, তবুও বিশ বাঁও জলে নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ ! কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে ? তার জবাব শুনে যে কেউ অবাক হতে পারেন ! কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) বা এসএসসির (SSC) পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক পদে নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থীই নাকি তাদের হাতে নেই ! এমনকী, তালিকায় যে প্রার্থীদের নাম রয়েছে, তাঁরাও যোগ্য নন ! অন্যদিকে, চাকরির জন্য হত্যে দিয়ে পড়ে থাকা মামলাকারীদের দাবি, তাঁদের কাছ থেকে শূন্য পদ সংক্রান্ত তথ্য গোপন করতে চাইছে কমিশন ! সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ আরও জটিল হয়ে উঠছে ৷
উল্লেখ্য, ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে আদালতে অসংখ্যা মামলা চলছে ৷ তেমনই একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন, দ্রুত নবম ও দশম শ্রেণির জন্য 102টি শূন্য পদে শিক্ষকদের নিয়োগ করতে হবে ৷ গত বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তার জন্য কাউন্সেলিং সেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ৷ যদিও সেই কাউন্সেলিং হবে শুক্রবার (6 জানুয়ারি, 2023) ৷ এমন প্রেক্ষাপটে যোগ্য প্রার্থী না থাকার তত্ত্ব সামনে আসায় সমস্যা আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
আরও পড়ুন: ফের কঠোর বিচারপতি গঙ্গোপাধ্যায় , চাকরি খোয়ালেন 200 জন
এসএসসির পক্ষ থেকে এই তথ্য আদালতে পেশ করার পরই বিষয়টি নিয়ে আরও তথ্য পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তিনি এসএসসির আইনজীবী ও প্রতিনিধিদের নির্দেশ দেন, সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানিতে ওয়েটিং লিস্ট-সহ চাকরিপ্রার্থীদের নামের সমস্ত তালিকা আদালতে পেশ করতে হবে ৷ আগামী 17 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
এদিনের মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীর কাছে প্রশ্ন করেন, "102 জন যোগ্য প্রার্থী নেই ?" জবাবে কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, "আপাতত 65টি পদে কাউন্সেলিং করা হবে । বাকি 37টি পদের জন্য কাউন্সেলিং বাকি থাকবে ৷ প্রার্থী পাওয়া যাচ্ছে না ! ওয়েটিং লিস্টেও প্রার্থী নেই !"
এরপরই বিচারপতি বলেন, শুক্রবার যে কাউন্সেলিং হবে, সেখানে কী কী ঘটল, তার বিস্তারিত রিপোর্ট আদালতকে পেশ করবে স্কুল সার্ভিস কমিশন ৷ একইসঙ্গে, ওয়েটিং লিস্টে কতজন প্রার্থী রয়েছেন, তাও জানাতে হবে আদালতকে ৷ সংশ্লিষ্ট সমস্ত তথ্য-সহ কমিশনকে আদালতে হলফনামা পেশ করতে হবে ৷ এর পাশাপাশি, অন্য একটি নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আরও 59 জনকে প্রাথমিক শিক্ষকদের পদ থেকে বরখাস্ত করেছেন ৷ এই 59 জন আর স্কুলে যেতে পারবেন না ৷ পাবেন না কোনও বেতন ৷