কলকাতা, 20 জানুয়ারি : শিক্ষক বদলির ক্ষেত্রে এবার বয়স ও স্কুল থেকে বাড়ির দূরত্ব অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে ধরা হবে (Teacher Transfer Amendment)। গেজেটের মাধ্যমে রাজ্য স্কুলশিক্ষা দফতর বুধবার এমনই জানিয়েছে। দূরত্বের ক্ষেত্রে যদি কোনও শিক্ষক বা শিক্ষিকার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 200 থেকে 500 কিমির মধ্যে হয় তবে তিনি আবেদনের ক্ষেত্রে পাবেন 3 নম্বর। পাশাপাশি 500 কিমির বেশি হলে তিনি পাবেন 5 নম্বর।
বয়সের ক্ষেত্রে যদি কোনও শিক্ষকের বয়স 40 বছর হয় তবে বদলির আবেদনে তিনি পাবেন 1 নম্বর। 41-50 বছরের মধ্যে বয়স হলে তিনি পাবেন 2 নম্বর। 51 বছর বা তার বেশি হলে তিনি পাবেন 3 নম্বর। গেজেট অনুসারে যদি কোনও স্কুলে কোনও বিষয় শুধুমাত্র একজন শিক্ষক থাকেন সেক্ষেত্রে সেই 'সিঙ্গল টিচার' বদলির আবেদন করলে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি আটকাতে পারবে না।
আরও পড়ুন: গেট থেকে হ্যান্ডেল, আয় বাড়াতে মেট্রো রেলে ব্র্যান্ডিং সর্বত্র
শারীরিক অসুস্থতার ভিত্তিতে বদলির আবেদন করলে অনুমোদিত চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এই বিষয়ে গেজেটে আরও বলা হয়েছে যে যদি কোনও শিক্ষকের সন্তান বা স্বামী অথবা স্ত্রীর হৃদরোগ, কিডনি, থ্যালাসেমিয়া, অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুতর সমস্যা হয় সেক্ষেত্রে বদলির বিষয় তিনিই সুবিধা পাবেন। এছাড়াও শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে 40 শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা থাকলে তিনি বদলিতে সুবিধা পেতেন। তবে এখন তা পরিবর্তন করে 60 শতাংশ করা হয়েছে।