ETV Bharat / state

Metro Station: মেট্রো স্টেশনে চায়ের স্টল; মিলবে ভিন্ন স্বাদের চা ও কফি

দিনেদিনে নর্থ সাউথ করিডোরের মেট্রোর স্টেশন আরও আধুনিক ও যাত্রী বান্ধব হয়েছে উঠেছে। আর এবার সেই পথে হেঁটেই মেট্রো স্টেশন চত্বরে বসছে চায়ের স্টল। মঙ্গলবার ময়দান স্টেশনে উদ্বোধন করা হল সেই চায়ের স্টল (Tea Stall Started at Metro Station)।

Metro Station
মেট্রো স্টেশনে বসল চায়ের দোকান
author img

By

Published : Jul 26, 2022, 9:30 PM IST

কলকাতা, 26 জুলাই: ধরুন ট্রেনের অপেক্ষায় রয়েছেন বা মেট্রো থেকে নেমে চা-খাওয়ার ইচ্ছে হচ্ছে ৷ এবার সেই ইচ্ছেও পূরণ হবে মেট্রোযাত্রীদের ৷ তেমনই উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ ৷ স্টেশন চত্বর থেকে বেরিয়ে না-এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই চা-এ চমুক দিতে পারবেন যাত্রীরা। এদিন ময়দান স্টেশনে উদ্বোধন করা হল চায়ের স্টল (Tea Stall Started at Metro Station)।

এটিই প্রথম। এরপর যাত্রীদের মধ্যে কতটা সফলতা পাবে তা দেখেই ধাপে ধাপে বাকি 25টি স্টেশনে এই দোকান দেওয়া হবে। ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়া হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলির ক্ষেত্রেও। মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ মেট্রো নেটওয়ার্কের স্টেশনগুলিতে বসানো হচ্ছে এই চায়ের দোকান। শুধু চা-ই নয় এখানে পাওয়া যাবে কফিও। পাশপাশি এই দোকানে বিভিন্ন স্বাদের দুধও পাওয়া যাবে। এখানে টি-ব্যাগের ব্যবস্থাও থাকবে। খেয়ে ভালো লাগলে যাত্রীরা টি ব্যাগ এবং চা পাতাও কিনতে পারবেন এই স্টল থেকেই।

মেট্রো স্টেশনে বসল চায়ের দোকান

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হল শিয়ালদা মেট্রোর যাত্রী পরিষেবা

প্রসঙ্গত, করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই বিকল্প উপায় রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো। কো-ব্র্যান্ডিং থেকে শুরু করে নানান অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে। তাই এই বেসরকারি সংস্থা তাদের জনসংযোগ বাড়াতে এই মাধ্যম ব্যবহার করতে পারবে।

কলকাতা, 26 জুলাই: ধরুন ট্রেনের অপেক্ষায় রয়েছেন বা মেট্রো থেকে নেমে চা-খাওয়ার ইচ্ছে হচ্ছে ৷ এবার সেই ইচ্ছেও পূরণ হবে মেট্রোযাত্রীদের ৷ তেমনই উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ ৷ স্টেশন চত্বর থেকে বেরিয়ে না-এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই চা-এ চমুক দিতে পারবেন যাত্রীরা। এদিন ময়দান স্টেশনে উদ্বোধন করা হল চায়ের স্টল (Tea Stall Started at Metro Station)।

এটিই প্রথম। এরপর যাত্রীদের মধ্যে কতটা সফলতা পাবে তা দেখেই ধাপে ধাপে বাকি 25টি স্টেশনে এই দোকান দেওয়া হবে। ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়া হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলির ক্ষেত্রেও। মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ মেট্রো নেটওয়ার্কের স্টেশনগুলিতে বসানো হচ্ছে এই চায়ের দোকান। শুধু চা-ই নয় এখানে পাওয়া যাবে কফিও। পাশপাশি এই দোকানে বিভিন্ন স্বাদের দুধও পাওয়া যাবে। এখানে টি-ব্যাগের ব্যবস্থাও থাকবে। খেয়ে ভালো লাগলে যাত্রীরা টি ব্যাগ এবং চা পাতাও কিনতে পারবেন এই স্টল থেকেই।

মেট্রো স্টেশনে বসল চায়ের দোকান

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হল শিয়ালদা মেট্রোর যাত্রী পরিষেবা

প্রসঙ্গত, করোনাকালে যাত্রীভাড়া একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তাই বিকল্প উপায় রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো। কো-ব্র্যান্ডিং থেকে শুরু করে নানান অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে। তাই এই বেসরকারি সংস্থা তাদের জনসংযোগ বাড়াতে এই মাধ্যম ব্যবহার করতে পারবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.