কলকাতা, 17 নভেম্বর : পঞ্চসায়র গণধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । নাম উত্তম রাম । পেশায় ট্যাক্সিচালক । গড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, দোষ স্বীকার করেছে উত্তম । তবে বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় । এখনও জারি জিজ্ঞাসাবাদ ।
জিজ্ঞাসাবাদে উত্তম জানিয়েছে, বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে নির্যাতিতাকে ট্যাক্সিতে তুলেছিল সে । নিজেই হাত দেখিয়ে ট্যাক্সি থামিয়েছিলেন নির্যাতিতা । উত্তম সেখান থেকে তাঁকে নরেন্দ্রপুর নিয়ে যায় । সেখানে ধর্ষণ করতে উদ্যত হয় । ধস্তাধস্তিও হয় দু'জনের মধ্যে । পরে গোপালপুরের খতিপোতার কাছে নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থাতেই গাড়ি ঠেলে থেকে ফেলে দেয় ।
সোমবার রাতে গড়িয়ার পঞ্চসায়র আবাসিক হোমের এক মৃগী রোগী তালা ভেঙে বাইরে চলে এসেছিলেন । হোমের সামনে থেকেই কয়েকজন ওই মহিলাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । মঙ্গলবার ভোরে সোনারপুর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । স্থানীয়রা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ট্রেনে তুলে দেন । ওই মহিলা বালিগঞ্জে নেমে কোনওরকমে গড়িয়াহাটে এক আত্মীয়ের বাড়ি যান । পরে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই হোমের CCTV ফুটেজ ।
উত্তমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।