ETV Bharat / state

পঞ্চসায়র গণধর্ষণে গ্রেপ্তার ট্যাক্সিচালক - বাইপাসের হাইল্যান্ড পার্ক

পঞ্চসায়র গণধর্ষণে এক ট্যাক্সিচালককে গ্রেপ্তার করল পুলিশ । নাম উত্তম রাম । তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 1:05 AM IST

Updated : Nov 17, 2019, 9:59 AM IST

কলকাতা, 17 নভেম্বর : পঞ্চসায়র গণধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । নাম উত্তম রাম । পেশায় ট্যাক্সিচালক । গড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, দোষ স্বীকার করেছে উত্তম । তবে বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় । এখনও জারি জিজ্ঞাসাবাদ ।

জিজ্ঞাসাবাদে উত্তম জানিয়েছে, বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে নির্যাতিতাকে ট্যাক্সিতে তুলেছিল সে । নিজেই হাত দেখিয়ে ট্যাক্সি থামিয়েছিলেন নির্যাতিতা । উত্তম সেখান থেকে তাঁকে নরেন্দ্রপুর নিয়ে যায় । সেখানে ধর্ষণ করতে উদ্যত হয় । ধস্তাধস্তিও হয় দু'জনের মধ্যে । পরে গোপালপুরের খতিপোতার কাছে নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থাতেই গাড়ি ঠেলে থেকে ফেলে দেয় ।

সোমবার রাতে গড়িয়ার পঞ্চসায়র আবাসিক হোমের এক মৃগী রোগী তালা ভেঙে বাইরে চলে এসেছিলেন । হোমের সামনে থেকেই কয়েকজন ওই মহিলাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । মঙ্গলবার ভোরে সোনারপুর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । স্থানীয়রা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ট্রেনে তুলে দেন । ওই মহিলা বালিগঞ্জে নেমে কোনওরকমে গড়িয়াহাটে এক আত্মীয়ের বাড়ি যান । পরে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই হোমের CCTV ফুটেজ ।

উত্তমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

কলকাতা, 17 নভেম্বর : পঞ্চসায়র গণধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ । নাম উত্তম রাম । পেশায় ট্যাক্সিচালক । গড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, দোষ স্বীকার করেছে উত্তম । তবে বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয় । এখনও জারি জিজ্ঞাসাবাদ ।

জিজ্ঞাসাবাদে উত্তম জানিয়েছে, বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে নির্যাতিতাকে ট্যাক্সিতে তুলেছিল সে । নিজেই হাত দেখিয়ে ট্যাক্সি থামিয়েছিলেন নির্যাতিতা । উত্তম সেখান থেকে তাঁকে নরেন্দ্রপুর নিয়ে যায় । সেখানে ধর্ষণ করতে উদ্যত হয় । ধস্তাধস্তিও হয় দু'জনের মধ্যে । পরে গোপালপুরের খতিপোতার কাছে নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থাতেই গাড়ি ঠেলে থেকে ফেলে দেয় ।

সোমবার রাতে গড়িয়ার পঞ্চসায়র আবাসিক হোমের এক মৃগী রোগী তালা ভেঙে বাইরে চলে এসেছিলেন । হোমের সামনে থেকেই কয়েকজন ওই মহিলাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । মঙ্গলবার ভোরে সোনারপুর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । স্থানীয়রা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ট্রেনে তুলে দেন । ওই মহিলা বালিগঞ্জে নেমে কোনওরকমে গড়িয়াহাটে এক আত্মীয়ের বাড়ি যান । পরে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ । খতিয়ে দেখা হয় ওই হোমের CCTV ফুটেজ ।

উত্তমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

Intro:কলকাতা, ১৬ নভেম্বর: পঞ্চসায়র গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। গড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম উত্তম রাম। তিনি পেশায় ট্যাক্সিচালক। পুলিশের দাবি দোষ কবুল করে নিয়েছে উত্তম।
Body:পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় উত্তম জানিয়েছে বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে নির্যাতিতাকে ট্যাক্সিতে তুলে ছিল সে। নিজেই হাত দেখিয়ে ট্যাক্সি থামিয়ে ছিলেন নির্যাতিতা। উত্তম সেখান থেকে তাকে নিয়ে যায় নরেন্দ্রপুর। সেখানে ধর্ষণ করতে উদ্যত হওয়াতে ধস্তাধস্তিতে রক্তক্ষরণ হয়। তবে গণধর্ষণ হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। জেরায় উত্তম জানিয়েছে, গোপালপুর খতিপোতার কাছে নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থাতেই গাড়ি থেকে ফেলে দেয় সে। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে ট্রেনে তুলে দেয়। যে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।Conclusion:গত সোমবার রাতে পঞ্চসায়র আবাসিক হোমের এক মৃগীরোগী তালা ভেঙে বাইরে বেড়িয়ে আসেন। এমনটাই জানান নির্যাতিতা। ওই হোমের সামনে থেকেই কয়েকজন যুবক ওই যুবতীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার ভোরে সোনারপুর এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে প্রাথমিক শুশ্রূষা করে ট্রেনে তুলে দেন। তারপর ওই মহিলা বালিগঞ্জে নেমে কোনরকমে গড়িয়াহাটে এক আত্মীয় বাড়ি যান। পরে যান বেহালায় বোনের বাড়িতে। মঙ্গলবার পঞ্চসায়র থানায় দায়ের হয় অভিযোগ।


Last Updated : Nov 17, 2019, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.