ETV Bharat / state

6 অগাস্ট থেকে 72 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট

নিজেদের বিভিন্ন দাবি নিয়ে অনেক দিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে ট্যাক্সি ইউনিয়নগুলি ৷ কিন্তু সেই চেষ্টা বরাবর ব্যর্থ হয়েছে ৷ তাই 6 অগাস্ট থেকে রাজ্যজুড়ে 72 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷

ট্যাক্সি ইউনিয়নগুলি
author img

By

Published : Jul 25, 2019, 10:13 AM IST

কলকাতা, 25 জুলাই : আগামী মাসে রাজ্যজুড়ে 72 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷ পথে নামবে না প্রায় 27,000 ট্যাক্সি ৷ পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামজাত পণ্যের উপর উপর সেস প্রত্যাহার, ইনসুরেন্সের টাকা বৃদ্ধি, পুলিশি অত্যাচার বন্ধ ও আরও বেশ কয়েকটি দাবি নিয়ে বন্ধের ডাক দিয়েছে তারা ৷

6 অগাস্ট ভোর 6টা থেকে 9 অগাস্ট ভোর 6টা পর্যন্ত চলবে ধর্মঘট ৷ এই ধর্মঘটে সামিল হয়েছে রাজ্যের সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ যেসব ট্যাক্সি অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে যোগ দিয়েছে তার মধ্যে রয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ওয়েস্টবেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ট্রাক ও বাস অ্যাসোসিয়েশনও এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে । তাদের বক্তব্য, নানা দাবি নিয়ে অনেকদিন ধরেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি ৷ তাই আগামী মাসে পথে নামবে সব ইউনিয়নগুলি ৷

আরও পড়ুন : ট্য়াক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি 6টি সংগঠনের

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রককে আমাদের দাবিগুলি বার বার চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি, তাই আমরা ধর্মঘটের পথ বেছে নিয়েছি । ট্যাক্সির নূন্যতম ভাড়া না বাড়ালে আমাদের পক্ষে ট্যাক্সি চালনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ থেকে 10 দিন আগে আমরা আমাদের দাবিদাওয়াগুলি জানিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম কিন্তু কোনরকম লাভ হয়নি ৷ তাই এবার আমরা ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিলাম। "


তাঁরা আরও বলেন যে রাজ্য সরকার যেন অবিলম্বে তাদের সঙ্গে একটি বৈঠক করার ইতিবাচক সিদ্ধান্ত নেন ৷

উল্লেখ্য, এর আগেও ট্যাক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি নিয়ে 6টি সংগঠন সাংবাদিক বৈঠকও করেন ৷

কলকাতা, 25 জুলাই : আগামী মাসে রাজ্যজুড়ে 72 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷ পথে নামবে না প্রায় 27,000 ট্যাক্সি ৷ পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামজাত পণ্যের উপর উপর সেস প্রত্যাহার, ইনসুরেন্সের টাকা বৃদ্ধি, পুলিশি অত্যাচার বন্ধ ও আরও বেশ কয়েকটি দাবি নিয়ে বন্ধের ডাক দিয়েছে তারা ৷

6 অগাস্ট ভোর 6টা থেকে 9 অগাস্ট ভোর 6টা পর্যন্ত চলবে ধর্মঘট ৷ এই ধর্মঘটে সামিল হয়েছে রাজ্যের সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ যেসব ট্যাক্সি অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে যোগ দিয়েছে তার মধ্যে রয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ওয়েস্টবেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ট্রাক ও বাস অ্যাসোসিয়েশনও এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে । তাদের বক্তব্য, নানা দাবি নিয়ে অনেকদিন ধরেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি ৷ তাই আগামী মাসে পথে নামবে সব ইউনিয়নগুলি ৷

আরও পড়ুন : ট্য়াক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি 6টি সংগঠনের

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহন মন্ত্রককে আমাদের দাবিগুলি বার বার চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি, তাই আমরা ধর্মঘটের পথ বেছে নিয়েছি । ট্যাক্সির নূন্যতম ভাড়া না বাড়ালে আমাদের পক্ষে ট্যাক্সি চালনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে । বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ থেকে 10 দিন আগে আমরা আমাদের দাবিদাওয়াগুলি জানিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম কিন্তু কোনরকম লাভ হয়নি ৷ তাই এবার আমরা ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিলাম। "


তাঁরা আরও বলেন যে রাজ্য সরকার যেন অবিলম্বে তাদের সঙ্গে একটি বৈঠক করার ইতিবাচক সিদ্ধান্ত নেন ৷

উল্লেখ্য, এর আগেও ট্যাক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি নিয়ে 6টি সংগঠন সাংবাদিক বৈঠকও করেন ৷

Intro:পেট্রোল, ডিজেল ও পেট্রোলিয়াম জাত পণ্যের উপর সেস, ইন্স্যুরেন্সের টাকা বৃদ্ধি, পুলিশি অত্যাচার এগুলি ও আরও বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে আগামী মাসে রাজ্য জুড়ে 72 ঘন্টার ট্যাক্সি বন্ধের ডাক দিল সবকটি ট্যাক্সি এসসোসিয়েশন। পথে নামবে না প্রায় 27,000 ট্যাক্সি।


Body:আগামী মাসের 6 আগস্ট ভোর 6 টা থেকে 9 আগস্ট ভোর 6টা পর্যন্ত চলবে এই বন্ধ। রাজ্যের সবকটি ট্যাক্সি এসসোসিয়েশন এই বন্ধে সামিল হয়েছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রগ্রেসিভ ট্যাক্সি এসোসিয়েশন, ওয়েস্টবেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন তথা অন্যান্য ট্যাক্সি এসোসিয়েশন গুলিও এই ধর্মঘটে যোগ দিচ্ছে। পাশাপাশি লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ট্রাক ও বাস অ্যাসোসিয়েশন ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধি, পুলিশি অত্যাচার, ট্যাক্সির কোনও নির্দিষ্ট স্ট্যান্ড না থাকা, ইন্স্যুরেন্সের টাকা বৃদ্ধি এবং ট্যাক্সির জন্য আলাদা অ্যাপ চালু করা হোক, এইসব দাবিগুলি নিয়ে ট্যাক্সি ইউনিয়নগুলি অনেকদিন ধরেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েও কোনও ফল হয়নি, দাবি তাঁদের।

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল কুমার গুহ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পরিবহন মন্ত্রককে আমাদের দাবিগুলি বার বার চিঠির মাধ্যমে জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি, তাই আমরা অবশেষে ধর্মঘটের পথ বেছে নিয়েছি। ট্যাক্সির ন্যূনতম ভাড়া না বাড়ালে আমাদের পক্ষে ট্যাক্সিচালক প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ থেকে 10 দিন আগে আমরা আমাদের দাবিদাওয়াগুলি জানিয়ে মুখ্যমন্ত্রী তথা পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম কিন্তু কোনরকম লাভ হয়নি দেখেই এবার আমরা ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিলাম।"


Conclusion:তাঁরা বলেন যে রাজ্য সরকারের যেন অবিলম্বে তাদের সঙ্গে একটি বৈঠকে বসার ইতিবাচক সিদ্ধান্ত নেন পাশাপাশি তারা বলেন রাজ্য সরকার যেন একটি বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত পন্থার দ্বারা ভাড়া বৃদ্ধি করে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.