কলকাতা, 23 নভেম্বর: দিন কয়েক আগেই ‘বিদায়’ জানিয়েছিলেন বঙ্গ বিজেপিকে (West Bengal BJP) ৷ তাই বলে বঙ্গ বিজেপির সমালোচনা থেকে আপাতত বিরত থাকার কোনও ইঙ্গিতই দিচ্ছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Meghalaya Governor Tathagata Roy) ৷ ত্রিপুরার (Tripura Political Tension) প্রসঙ্গ টেনে এবার রাজ্য নেতৃত্বকে খোঁচা দিলেন তিনি ৷ তাঁর সাফ বক্তব্য, ত্রিপুরায় একজন কর্মীও মারা যায়নি তৃণমূলের ৷ অথচ তা নিয়ে বিস্তর হাঁকডাক চলছে ৷ কিন্তু বাংলায় 123 জন কর্মী মারা (BJP Workers' Death in Bengal) গেলেও, তার গুরুত্বই উপলব্ধি করতে পারেননি দলের রাজ্য নেতৃত্ব ৷
যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি (Saayoni Ghosh's Arrest), দলের কর্মীদের উপর দফায় দফায় হামলার অভিযোগ ঘিরে এই মুহূর্তে উত্তাল ত্রিপুরার রাজনীতি ৷ সোমবার রাতেও সেখানে এক তৃণমূল নেতার বাড়িতে গুলি চলেছে বলে অভিযোগ সামনে এসেছে ৷ এমন পরিস্থিতিতে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের (Biplab Deb Government) বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ দিল্লিতেও তার আঁচ কার্যত বয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন: TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের
-
BJP workers killed in West Bengal = 123
— Tathagata Roy (@tathagata2) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Trinamool workers killed in Tripura so far = zero
But count the decibels on the part of Trinamool including from Mamata herself! Almost the entire sky has been brought down!
PERCEPTION MATTERS! SHOUTING MAKES ALL THE DIFFERENCE!
">BJP workers killed in West Bengal = 123
— Tathagata Roy (@tathagata2) November 23, 2021
Trinamool workers killed in Tripura so far = zero
But count the decibels on the part of Trinamool including from Mamata herself! Almost the entire sky has been brought down!
PERCEPTION MATTERS! SHOUTING MAKES ALL THE DIFFERENCE!BJP workers killed in West Bengal = 123
— Tathagata Roy (@tathagata2) November 23, 2021
Trinamool workers killed in Tripura so far = zero
But count the decibels on the part of Trinamool including from Mamata herself! Almost the entire sky has been brought down!
PERCEPTION MATTERS! SHOUTING MAKES ALL THE DIFFERENCE!
এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ত্রিপুরা এবং বাংলার তুলনা টেনে টুইটারে সরব হন তথাগত ৷ তিনি লেখেন, ‘বাংলায় বিজেপির 123 জন জন কর্মী মারা গিয়েছেন ৷ ত্রিপুরায় এখনও পর্যন্ত নিহত তৃণমূল কর্মীর সংখ্যা শূন্য ৷ কিন্তু মমতা-সহ তৃণমূলের গগনভেদী তর্জন-গর্জন দেখুন ৷ এতেই বোঝা যায় যে, উপলব্ধি থাকাটা খুব জরুরি ৷ গলাবাজিতেও অনেক কিছু করতে পারে ৷’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব তথাগত ৷ এনিয়ে দলের অন্দরেই রোষের মুখে তিনি ৷ খুব সমস্যা হলে তথাগত দল ছেড়ে চলে যেতেই পারেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ সেই পরিস্থিতিতে সম্প্রতি বঙ্গ বিজেপিকে বিদায় জানান তথাগত ৷ তাই বাংলায় গেরুয়া শিবিরকে নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না বলেই ধরে নিয়েছিলেন অনেকে ৷ কিন্তু ত্রিপুরার ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে তুলনা টেনে ফের বুঝিয়ে দিলেন তথাগত যে, তাঁর আক্রমণের ধার অব্যাহতই থাকবে ৷
আরও পড়ুন: Locket Chatterjee on Tripura TMC : ত্রিপুরায় খেলা হবে না, বিকাশ হবে ; দাবি লকেটের