ETV Bharat / state

'নগরীর নটীরা' হেরে ভূত, দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ তথাগতর - BJP leader

ভোটে হেরে যাওয়া তারকা প্রার্থীদের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ এবিষয়ে তিনি একটি টুইট করেন ৷ পাশাপাশি দলের শীর্ষ নেতাদেরও একহাত নেন তিনি ৷

tathagata
তথাগত রায় (ফাইল ফোটো)
author img

By

Published : May 4, 2021, 3:04 PM IST

Updated : May 4, 2021, 3:17 PM IST

কলকাতা, 4 মে: ভোটে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া এবং তাঁদের হেরে যাওয়া নিয়ে এবার প্রকাশ্য়ে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায় ৷ সরাসরি তারকা প্রার্থী ও বিজেপির শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি ৷ হেরে যাওয়া অভিনেতা ও অভিনেত্রীদেরর "নগরীর নটী" বলে সম্বোধন করে তাঁর বক্তব্য়, দলের কাছ থেকে টাকা পেয়ে তাঁরা কেলি করে বেড়িয়েছেন ৷

বেহালা পূর্ব কেন্দ্র এবং বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ৷ শ্য়ামপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী ৷ কিন্তু আশানুরূপ ফল হয়নি ওই কেন্দ্র থেকে ৷ আর তাই তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তথাগত রায় ৷ তাঁদের নগরের নটী বলে কটাক্ষ করেন ৷ এবিষয়ে তিনি একটি টুইট করেন ৷

  • পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?

    — Tathagata Roy (@tathagata2) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তথাগত লিখেছেন, "পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?"

যদিও এর পরেই একটি সংশোধনী টুইট করেন তিনি ৷ সেখানে তিনি জানান, পার্নো নয়, নৌকাবিলাসে গিয়েছিলেন তনুশ্রী ৷

দোলের দিন সকালে মদন মিত্রের সঙ্গে গঙ্গাবক্ষে দোল খেলেন বিজেপির তিন অভিনেত্রী প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল ৷ দেখা যায়, লঞ্চে চলছে গান ৷ এবং সাদা জামা-কাপড় পরে আবির মেখে সেখানেই নাচে ব্য়স্ত তাঁরা ৷ নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় তাঁরা হেরে গেছেন ৷

  • It must not be forgotten that a BJP electoral ticket carries with it substantial money for running the election. Or for other purposes!

    — Tathagata Roy (@tathagata2) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তারপরেই ওই অভিনেত্রীদের টিকিট দেওয়া নিয়ে সরাসরি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেননের বিরুদ্ধে আঙুল তোলায় রাজ্য় রাজনীতিতে একপ্রকার তোলপাড় শুরু হয়েছে ৷ পাশাপাশি, বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে দলের তরফে প্রচুর অর্থ পাওয়া যায় ৷ এই দাবি করে তথাগত রায় প্রশ্ন তুলেছেন, দলের তরফে দেওয়া টাকা তাহলে কি অন্য়ভাবে খরচ করা হয়েছে ৷

কলকাতা, 4 মে: ভোটে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া এবং তাঁদের হেরে যাওয়া নিয়ে এবার প্রকাশ্য়ে মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায় ৷ সরাসরি তারকা প্রার্থী ও বিজেপির শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন তিনি ৷ হেরে যাওয়া অভিনেতা ও অভিনেত্রীদেরর "নগরীর নটী" বলে সম্বোধন করে তাঁর বক্তব্য়, দলের কাছ থেকে টাকা পেয়ে তাঁরা কেলি করে বেড়িয়েছেন ৷

বেহালা পূর্ব কেন্দ্র এবং বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ৷ শ্য়ামপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী ৷ কিন্তু আশানুরূপ ফল হয়নি ওই কেন্দ্র থেকে ৷ আর তাই তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তথাগত রায় ৷ তাঁদের নগরের নটী বলে কটাক্ষ করেন ৷ এবিষয়ে তিনি একটি টুইট করেন ৷

  • পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?

    — Tathagata Roy (@tathagata2) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই টুইটে তথাগত লিখেছেন, "পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?"

যদিও এর পরেই একটি সংশোধনী টুইট করেন তিনি ৷ সেখানে তিনি জানান, পার্নো নয়, নৌকাবিলাসে গিয়েছিলেন তনুশ্রী ৷

দোলের দিন সকালে মদন মিত্রের সঙ্গে গঙ্গাবক্ষে দোল খেলেন বিজেপির তিন অভিনেত্রী প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল ৷ দেখা যায়, লঞ্চে চলছে গান ৷ এবং সাদা জামা-কাপড় পরে আবির মেখে সেখানেই নাচে ব্য়স্ত তাঁরা ৷ নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় তাঁরা হেরে গেছেন ৷

  • It must not be forgotten that a BJP electoral ticket carries with it substantial money for running the election. Or for other purposes!

    — Tathagata Roy (@tathagata2) May 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর তারপরেই ওই অভিনেত্রীদের টিকিট দেওয়া নিয়ে সরাসরি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেননের বিরুদ্ধে আঙুল তোলায় রাজ্য় রাজনীতিতে একপ্রকার তোলপাড় শুরু হয়েছে ৷ পাশাপাশি, বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে দলের তরফে প্রচুর অর্থ পাওয়া যায় ৷ এই দাবি করে তথাগত রায় প্রশ্ন তুলেছেন, দলের তরফে দেওয়া টাকা তাহলে কি অন্য়ভাবে খরচ করা হয়েছে ৷

Last Updated : May 4, 2021, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.