ETV Bharat / state

Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে - রাজ্যের উপনির্বাচন

রাজ্য উপনির্বাচনে (Bengal Bypoll) হারের পর বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ টুইটে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷

Tathagata Roy attacks bjp leaders again blaming them for Bypoll defeat
বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ, ফের টুইট-বাণ তথাগতর
author img

By

Published : Nov 3, 2021, 2:14 PM IST

Updated : Nov 3, 2021, 3:30 PM IST

কলকাতা, 3 নভেম্বর: রাজ্যের উপনির্বাচনে (Bengal Bypoll) বিজেপির ভরাডুবির জন্য আবারও দলীয় নেতৃত্বকেই দায়ী করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্য কোনও সাফাই দেননি তিনি ৷ বরং উল্টে কোনও রকম রাখঢাক না-করে তিনি বলেছেন, তিনি প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছেন ৷

গতকালের পর আজও বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন । শুনে নিন । নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলিনি । দলের ভিতরে বলেছি । কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে যখন দেখা গেল কোনও বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে '3 থেকে 77' বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল ।"

  • আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন।

    নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই না-থেমে দিলীপ ঘোষের 'বারমুডা' মন্তব্য নিয়েও খোলাখুলি ক্ষোভপ্রকাশ করেছেন তথাগত রায় ৷ রাজ্যে বিজেপি নেতাদের নানা মন্তব্যই দলের ক্ষতি ডেকে এনেছে বলে মত তাঁর ৷ এ ব্যাপারে টুইটে তিনি লিখেছেন, "সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়, কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে । 'বারমুডা' কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল । নিচু স্তরের মাস্তানির সুরে 'পুঁতে দেব', 'শবদেহের লাইন লাগিয়ে দেব', এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে ।"

  • সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ’বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে। https://t.co/dsICfWau1y

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

চারটি আসনে উপনির্বাচনের মধ্যে তিনটি আসনেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ একে কটাক্ষ করে তথাগত লিখেছেন, "4টির মধ্যে তিনটিতেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ যাদের 2021 সালের সরকার গঠনের সম্ভাবনা ছিল ৷ পশ্চিমবঙ্গকে তৃণমূলের হাতে তুলে দিয়ে শুধু পশ্চিমবঙ্গে বিজেপিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, বাঙালি হিন্দুরাও জনতা হিসেবে ধ্বংস হয়ে গিয়েছে । তিনটি কেন্দ্রেই তারা নিচের দিকে নামছে, যেখান থেকে তারা আর ফিরে আসবে না ৷"

  • BJP forfeits deposits in 3 out of 4: a party with potential of forming a government in 2021!
    By handing over W Bengal to TMC not only is BJP doomed in W Bengal; also doomed are the state and Bengali Hindus as a people. All 3 on a downhill journey from which they’ll never return.

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার উপনির্বাচনের ফলপ্রকাশের পরই টুইটে দিলীপ ঘোষ-সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছিলেন তথাগত রায় ৷ প্রার্থী নির্বাচন ও দল পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।"

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

কলকাতা, 3 নভেম্বর: রাজ্যের উপনির্বাচনে (Bengal Bypoll) বিজেপির ভরাডুবির জন্য আবারও দলীয় নেতৃত্বকেই দায়ী করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্য কোনও সাফাই দেননি তিনি ৷ বরং উল্টে কোনও রকম রাখঢাক না-করে তিনি বলেছেন, তিনি প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছেন ৷

গতকালের পর আজও বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন । শুনে নিন । নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলিনি । দলের ভিতরে বলেছি । কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে যখন দেখা গেল কোনও বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে '3 থেকে 77' বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল ।"

  • আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন।

    নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই না-থেমে দিলীপ ঘোষের 'বারমুডা' মন্তব্য নিয়েও খোলাখুলি ক্ষোভপ্রকাশ করেছেন তথাগত রায় ৷ রাজ্যে বিজেপি নেতাদের নানা মন্তব্যই দলের ক্ষতি ডেকে এনেছে বলে মত তাঁর ৷ এ ব্যাপারে টুইটে তিনি লিখেছেন, "সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়, কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে । 'বারমুডা' কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল । নিচু স্তরের মাস্তানির সুরে 'পুঁতে দেব', 'শবদেহের লাইন লাগিয়ে দেব', এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে ।"

  • সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। ’বারমুডা’ কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল। নিচু স্তরের মাস্তানির সুরে “পুঁতে দেব”, “শবদেহের লাইন লাগিয়ে দেব”, এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে। https://t.co/dsICfWau1y

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

চারটি আসনে উপনির্বাচনের মধ্যে তিনটি আসনেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ একে কটাক্ষ করে তথাগত লিখেছেন, "4টির মধ্যে তিনটিতেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ যাদের 2021 সালের সরকার গঠনের সম্ভাবনা ছিল ৷ পশ্চিমবঙ্গকে তৃণমূলের হাতে তুলে দিয়ে শুধু পশ্চিমবঙ্গে বিজেপিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, বাঙালি হিন্দুরাও জনতা হিসেবে ধ্বংস হয়ে গিয়েছে । তিনটি কেন্দ্রেই তারা নিচের দিকে নামছে, যেখান থেকে তারা আর ফিরে আসবে না ৷"

  • BJP forfeits deposits in 3 out of 4: a party with potential of forming a government in 2021!
    By handing over W Bengal to TMC not only is BJP doomed in W Bengal; also doomed are the state and Bengali Hindus as a people. All 3 on a downhill journey from which they’ll never return.

    — Tathagata Roy (@tathagata2) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার উপনির্বাচনের ফলপ্রকাশের পরই টুইটে দিলীপ ঘোষ-সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছিলেন তথাগত রায় ৷ প্রার্থী নির্বাচন ও দল পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।"

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

Last Updated : Nov 3, 2021, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.