ETV Bharat / state

Tarun Majumdar: আগের থেকে অনেকটাই সুস্থ পরিচালক তরুণ মজুমদার

বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার উন্নতি(Tarun Majumdar)৷ মঙ্গল ও বুধবার শারীরিক অবস্থা এরকম থাকলে আইসিসিইউ থেকে উডবার্নে স্থানান্তরিত করা হতে পারে তাঁকে ৷

Tarun Majumdar
সুস্থতার পথে পরিচালক তরুণ মজুমদার
author img

By

Published : Jun 27, 2022, 8:20 PM IST

কলকাতা, 27 জুন: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পরিচালক ৷ আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তরুণ মজুমদার (Tarun Majumdar health update)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখের সব নল খুলে তা গলা দিয়ে করে দেওয়া হয়েছে । কথা বলার চেষ্টা করছেন তিনি । তবে এখনই কথা বলতে বারণ করেছেন চিকিৎসকরা । সাড়া ও ইশারায় কথা বলছেন । আর ডায়লিসিস করা হয়নি বর্ষীয়ান পরিচালকের । চিকিৎসকদের মতে ওষুধে কাজ হচ্ছে তাঁর । মঙ্গল ও বুধবার শারীরিক অবস্থা এরকমই থাকলে আইসিসিইউ থেকে উডবার্নে স্থানান্তরিত করা হতে পারে তরুণ মজুমদারকে ।

দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে ৷ তারপর থেকে কখনও উন্নতি, কখনও সংকটজনক পরিস্থিতিতে ছিলেন তরুণ মজুমদার ৷ তবে সোমবার তাঁর দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, পরিচালক ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷ এখন তিনি অনেকটাই ভালো রয়েছেন ৷ চিকিৎসকদের এই বার্তা সিনেপ্রেমীদের অনেকটাই স্বস্তি দিয়েছে ৷

কলকাতা, 27 জুন: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পরিচালক ৷ আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তরুণ মজুমদার (Tarun Majumdar health update)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখের সব নল খুলে তা গলা দিয়ে করে দেওয়া হয়েছে । কথা বলার চেষ্টা করছেন তিনি । তবে এখনই কথা বলতে বারণ করেছেন চিকিৎসকরা । সাড়া ও ইশারায় কথা বলছেন । আর ডায়লিসিস করা হয়নি বর্ষীয়ান পরিচালকের । চিকিৎসকদের মতে ওষুধে কাজ হচ্ছে তাঁর । মঙ্গল ও বুধবার শারীরিক অবস্থা এরকমই থাকলে আইসিসিইউ থেকে উডবার্নে স্থানান্তরিত করা হতে পারে তরুণ মজুমদারকে ।

দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ 92 বছর বয়সে এসে সেই সমস্যাই আরও জটিল আকার নিয়েছে ৷ সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা ৷ 21 জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে ভর্তি হতে হয় বর্ষীয়ান এই পরিচালককে ৷ তারপর থেকে কখনও উন্নতি, কখনও সংকটজনক পরিস্থিতিতে ছিলেন তরুণ মজুমদার ৷ তবে সোমবার তাঁর দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, পরিচালক ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷ এখন তিনি অনেকটাই ভালো রয়েছেন ৷ চিকিৎসকদের এই বার্তা সিনেপ্রেমীদের অনেকটাই স্বস্তি দিয়েছে ৷

আরও পড়ুন : তরুণ মজুমদারের ডকু-ফিচার 'অধিকার' বলছে শ্রমিকদের গল্প

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.