কলকাতা, 7 জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই অসুস্থ 'মহীনের ঘোড়াগুলি' (Moheener Ghoraguli) ব্যান্ডের অন্যতম শিল্পী তাপস 'বাপি' দাস (Tapas Das) । মারণরোগ ক্যানসারে আক্রান্ত হয়ে এসএসকেএম (IPGME&R and SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন মহীনের আদি ঘোড়া (Tapas Das alias Bapi Da) । শিল্পীর চিকিৎসার জন্য সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছিলেন সিধু, রূপম-সহ বহু শিল্পীরা । এবার তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিল রাজ্য সরকার ।
বাংলা ব্যান্ডের হাতেখড়ি 'মহীনের ঘোড়াগুলি'র দৌলতে । 1976 সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ডের অন্যতম সদস্য তাপস দাস। শিল্পী মহলে তাঁর পরিচিতি বাপি'দা নামেই । তবে মহান এই শিল্পী বহুদিন ধরেই কর্কট রোগে ভুগছেন । ক্যানসারের চিকিৎসা যথেষ্ট ব্যয়সাপেক্ষ । ফলে চিকিৎসা করার জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন তিনি । সেই খরব যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে । তিনি তাপস দাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে দায়িত্ব দেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে । তারপরেই এসএসকেএম হাসপাতালের শুরু হয় শিল্পীর চিকিৎসা ।
জানা গিয়েছে, মহীনের ঘোড়াগুলির শেষ স্তম্ভ ফুসফুস ক্যানসারে আক্রান্ত । মুখ্যমন্ত্রী তাপস দাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে দায়িত্ব দেন মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। তারপরেই এসএসকেএম হাসপাতালের শুরু হয় শিল্পীর চিকিৎসা। হাসপাতালে ভর্তির পর তাঁর জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয়েছে । প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ।
1976 সালে তৈরি হয়ে বাংলার প্রথম স্বাধীন রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলি । তারপর প্রায় 46 বছর পেরিয়ে গিয়েছে । তবে এখনও এতটুকুও জনপ্রিয়তা কমেনি এই ব্যান্ডের । সেই ব্যান্ডেরই শেষ স্তম্ভ তাপস দাস । শিল্পীর আরোগ্য কামনা করছেন প্রত্যেকে । একই সঙ্গে রাজ্য সরকারের এই পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে শিল্পীমহল ।
এই ঘটনাই রূপম ইসলাম সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "গত 1 জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপিদা-র অসুস্থতার ব্যাপারে । যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না । একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি থাকবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও রাজনৈতিক দল নয় । সেই পোস্ট দেখে ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছে, বাপিদা'র চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তাঁরা নিয়েছেন । এ জন্য তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন হলেন ।"
আরও পড়ুন: 'মহীনের ঘোড়াগুলি'-র রঞ্জন ঘোষালের বিরুদ্ধে মি টু অভিযোগ যুবতির
একই সঙ্গে তিনি লিখেছেন, "পাশাপাশি আমরা, বাংলার শিল্পী সম্প্রদায় আমাদের সামর্থ্য অনুযায়ী যে এগিয়ে আসতে পেরেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানালাম । আপাতত বাপিদা'র চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে । গত 3 তারিখ উনি এসএসকেএমে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে । ওখানেই ওঁর চিকিৎসা চলছে ।"