ETV Bharat / state

Mamata Banerjee on Tangra fire: ট্যাংরা থেকে শিক্ষা, ঘিঞ্জি এলাকায় অগ্নিসুরক্ষায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ মমতার

author img

By

Published : Mar 13, 2022, 1:52 PM IST

Updated : Mar 13, 2022, 2:48 PM IST

ট্যাংরার ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ড (Tangra fire update) নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Tangra fire)। পুরমন্ত্রীকে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি (Mamata Banerjee orders high power committee) ৷

tangra-fire-update-mamata-banerjee-orders-high-power-committee
ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মমতা, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

কলকাতা, 13 মার্চ: ট্যাংরার অগ্নিকাণ্ডে (Tangra fire update) উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে ভাবে শহরের ঘিঞ্জি এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে নিজের উদ্বেগ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Tangra fire)। রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি ।

শহরের ঘিঞ্জি এলাকায় এ ধরনের যে সমস্ত কারখানা রয়েছে, সেগুলি যথাযথ অগ্নি সুরক্ষা মেনে চলছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের (Mamata Banerjee orders high power committee) কথাও বলেছেন তিনি । এই কমিটিতে যেমন পুলিশ প্রশাসনের কর্তারা থাকবেন, একই ভাবে থাকবেন পৌরসভা এবং দমকলের কর্তারাও ।

আরও পড়ুন: Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল

এ দিন ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee news) তাঁকে একটি হাইপাওয়ার কমিটি গঠনের কথা বলেছেন । এই ফায়ার সেফটি কমিটি খতিয়ে দেখবে কলকাতায় এরকম ঘিঞ্জি এলাকায় কতগুলি গোডাউন বা কারখানা রয়েছে । সে গুলি চালানোর ক্ষেত্রে আদৌও অগ্নি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হবে ৷

ফিরহাদ আরও জানান, এই কমিটির মাথায় থাকবে অগ্নি-নির্বাপন বিভাগ । কমিটির অনুসন্ধানের ভিত্তিতে আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়া হবে । যদি দেখা যায়, ঘিঞ্জি এলাকায় কারখানা চালানোর ক্ষেত্রে অগ্নিসুরক্ষা মানা হয়নি, তাহলে মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হবে ৷ অগ্নিকাণ্ডের বিষয়টি যে একেবারেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন মেয়র ৷

আরও পড়ুন : Fire at Tangra : ট্যাংরা অগ্নিকাণ্ডে 12 ঘণ্টা পার, কিছুটা নিয়ন্ত্রণে আগুন

কলকাতা, 13 মার্চ: ট্যাংরার অগ্নিকাণ্ডে (Tangra fire update) উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যে ভাবে শহরের ঘিঞ্জি এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে নিজের উদ্বেগ চেপে রাখেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Tangra fire)। রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন তিনি ।

শহরের ঘিঞ্জি এলাকায় এ ধরনের যে সমস্ত কারখানা রয়েছে, সেগুলি যথাযথ অগ্নি সুরক্ষা মেনে চলছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের (Mamata Banerjee orders high power committee) কথাও বলেছেন তিনি । এই কমিটিতে যেমন পুলিশ প্রশাসনের কর্তারা থাকবেন, একই ভাবে থাকবেন পৌরসভা এবং দমকলের কর্তারাও ।

আরও পড়ুন: Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল

এ দিন ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee news) তাঁকে একটি হাইপাওয়ার কমিটি গঠনের কথা বলেছেন । এই ফায়ার সেফটি কমিটি খতিয়ে দেখবে কলকাতায় এরকম ঘিঞ্জি এলাকায় কতগুলি গোডাউন বা কারখানা রয়েছে । সে গুলি চালানোর ক্ষেত্রে আদৌও অগ্নি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হবে ৷

ফিরহাদ আরও জানান, এই কমিটির মাথায় থাকবে অগ্নি-নির্বাপন বিভাগ । কমিটির অনুসন্ধানের ভিত্তিতে আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়া হবে । যদি দেখা যায়, ঘিঞ্জি এলাকায় কারখানা চালানোর ক্ষেত্রে অগ্নিসুরক্ষা মানা হয়নি, তাহলে মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হবে ৷ অগ্নিকাণ্ডের বিষয়টি যে একেবারেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন মেয়র ৷

আরও পড়ুন : Fire at Tangra : ট্যাংরা অগ্নিকাণ্ডে 12 ঘণ্টা পার, কিছুটা নিয়ন্ত্রণে আগুন

Last Updated : Mar 13, 2022, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.