কলকাতা, 15 অক্টোবর: উৎসবের মরসুম কাটতে না কাটতে ফের শুরু হয়েছে বৃষ্টি ৷ তার জেরে দাম আগুন বাজারের জিনিসপত্রের ৷ খরচ সামলাতে মাথায় হাত গৃহস্থের। বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বাজারে মাছ, মাংস, ডিমের দাম (Kolkata Market Price) ৷
কাঁচা সবজি-
জ্যোতি আলু: 30 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 45 টাকা কিলো
আদা: প্রতি কিলো 120 টাকা
পেঁয়াজ: প্রতি কিলো 30 টাকা
উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
বেগুন: 80 টাকা কিলো
পটল: প্রতি কিলো 40 টাকা
কুঁদরি: প্রতি কিলো 20 টাকা
গাঁটি কচু: 20 টাকা কিলো
আরও পড়ুন: খুব সহজেই বানিয়ে ফেলুন নুডলস পকোড়া
কাঁকরোল: 30 টাকা কিলো
ঝিঙে: 60 টাকা কিলো
ঢ্যাঁড়স: প্রতি কিলো 50 টাকা
কুমড়ো: প্রতি কিলো 40 টাকা
লাউ: প্রতি কিলো 30 টাকা
টমেটো: প্রতি কিলো 80 টাকা
পেঁপে: 30 টাকা কিলো
চিচিঙ্গা: 25 টাকা প্রতি কিলো
শসা: 40 টাকা
মটরশুঁটি: 80 টাকা কিলো
এচোঁড়: 30 টাকা কিলো
শিম: প্রতি কিলো 150 টাকা
বাঁধাকপি: 50 টাকা কিলো
ফুলকপি: 40 টাকা পিস
বরবটি: 60 টাকা কিলো
ধনেপাতা: 5 টাকা আঁটি
পুই শাক: 10 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 10 টাকা আঁটি।
পালং শাকঃ 60 টাকা কিলো
কাঁচালঙ্কা: প্রতি কিলো 120 টাকা
পাতিলেবু: 3-5 টাকা পিস।
আরও পড়ুন: রেড মিট খাওয়া ভালো না খারাপ ? জানুন বিশেষজ্ঞদের অভিমত
মাছ-
রুই: প্রতি কিলো 250 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 350 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 300 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 450 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 600 টাকা
ইলিশ: (1 কেজি) 1800 টাকা কিলো।
তেলাপিয়া: প্রতি কিলো 200 টাকা
ভোলা : প্রতি কিলো 180 টাকা
আরও পড়ুন: শুধু বাদাম ভেজানো নয় ডুমুর, আখরোটও স্বাস্থ্যের জন্য উপকারী
ট্যাংরাঃ 500 টাকা কিলো
মৌরোলা: 400
পাবদা: 500 টাকা
পার্শে:450 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 600 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 800 টাকা
মাংস-
মুরগি: প্রতি কিলো 180 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 280 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 720-800 টাকা