কলকাতা, 24 জানুয়ারি : সম্প্রতি মেয়র পারিষদ বৈঠকের পর ফিরহাদ হাকিম জানিয়েছিলেন রাজ্য সরকার 42 কোটি টাকা দিয়েছে কলকাতা কর্পোরেশনকে । সেই অর্থ ব্যয়ে পৌরনিগমের নেটওয়ার্কিং সিস্টেম উন্নত করা থেকে শুরু করে আনা হবে আধুনিক কম্পিউটার (Kolkata Municipal Corporation Update) ৷ ধীরে ধীরে বন্ধ হবে কাগজের ফাইল । তার বদলে জায়গা নেবে ই-ফাইল ।
প্রথমে কেন্দ্রীয় ভবনে এই পরিকল্পনার বাস্তবায়ন হবে । জানা গিয়েছে, এবার মেয়র পরিষদ বৈঠকও হবে আধুনিক পদ্ধতিতে । প্রতি মেয়র পারিষদের জন্য কেনা হচ্ছে ট্যাব । আসছে আরও আধুনিক কম্পিউটার ব্যবস্থাও । তবে শুধু পারিষদ নয়, ট্যাব পাবেন আধিকারিকরাও । আগামী দিনে পৌনিগমের সকল কাজ পেপারলেস করার এটা প্রথম ধাপ বলেই মনে করছেন আধিকারিকরা ।
তবে ই-ফাইল ব্যবস্থা কিছু কিছু বিভাগে চালু হলেও তার পাশাপাশি কাগজের ফাইলের প্রচলনও আছে । ই-পরিকাঠামোকে আরও উন্নত করতে চাইছে কর্তৃপক্ষ । সেই উদ্দেশ্যে নতুন করে কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক আপগ্রেড করা হচ্ছে । আপাতত মেয়র পারিষদের বৈঠক পেপারলেস করার উদ্যোগ নেওয়া হয়েছে । এতে কাগজের খরচও কমবে ।
আরও পড়ুন : Department Distribution between MIC : শপথের পর মেয়র পারিষদদের বিভাগ বণ্টন কলকাতা পৌরনিগমে
এই বিষয়ে এক আধিকারিক জানান, যত দ্রুত সম্ভব পেপারলেস করে তোলা হবে কলকাতা পৌরনিগমকে । মেয়র পরিষদ বৈঠক দিয়ে সেই কাজ শুরু হচ্ছে । বৈঠকের সমস্ত কর্মসূচি এতদিন ফাইল আকারে প্রত্যেকের কাছে পৌঁছত । এখন প্রত্যেক মেয়র পারিষদকে তা ই-মেলে পাঠিয়ে দেওয়া হবে । পৌরকমিশনার ও সচিব থেকে শুরু করে সকল বিভাগীয় আধিকারিক, প্রত্যেকেই পাবেন সেই ই-মেইল । তারপর বৈঠকে ট্যাবের মাধ্যমে সেই তথ্য তাঁরা দেখতে পারবেন । বিস্তারিত বোঝার প্রয়োজন হলে সামনে থাকবে এলইডি স্ক্রিন । সেখানে প্রোজেক্টরে দেখানো হবে সবকিছু ।
মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি এ প্রসঙ্গে বলেন, "রাজ্য সরকার 42 কোটি টাকা দিয়েছে । 2006 সালের পর আবার কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম আপডেট করা হবে । এখন তথ্য প্রযুক্তির জন্য আলাদা মেয়র পারিষদ করা হয়েছে ।
আরও পড়ুন : KMC Election 2021 : বেহাল নিকাশি ব্যবস্থা, বেআইনি নির্মাণে জর্জরিত 1 নম্বর বরোর বাসিন্দারা