কলকাতা, 11 মে: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন টিএস শিবজ্ঞানম । গত 1 মে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হন তিনি ৷ বিচারপতি শিবজ্ঞানমের নাম চূড়ান্ত করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর থেকেই বিচারপতি শিবজ্ঞানম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ।
গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম । তারপর 30 মার্চ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর সেই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান টিএস শিবজ্ঞানম । 1 মে আইন মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত করা হচ্ছে । কিন্তু এতদিন পর্যন্ত তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান নানা কারণে সম্পন্ন হয়নি । যা বৃহস্পতিবার সম্পন্ন হল ৷
![T S Sivagnanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18475882_mamatatss_aspera.jpeg)
1986 সালে বিচারপতি শিবজ্ঞানাম মাদ্রাজ বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করে আইনজীবী হিসাবে প্র্যাক্টিস শুরু করেন । 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন । 2021 সালে সেখানকার স্থায়ী বিচারপতি হন । 2021 সালেই তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয় । টিএস শিবজ্ঞানম 2021 সালের 25 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন । বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন ৷ আজ তিনি স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ৷
![T S Sivagnanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18475882_mamatatss-1_aspera.jpeg)
এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একাধিক বিচারপতি, পুলিশ ও প্রশাসনের কর্তারা ৷
![T S Sivagnanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18475882_mamata_aspera.jpg)
প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণের বক্তৃতায় তিনি উল্লেখ করলেন, "এই রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, সংস্কৃতিতে সমৃদ্ধ এই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করে গর্ব অনুভব করছি । আশাকরি কলকাতা হাইকোর্ট বারের সহযোগিতা পাব । আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি যেন সুবিচার করতে পারি ।"
![T S Sivagnanam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18475882_tss_aspera.jpg)
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন টিএস শিবজ্ঞানম