কলকাতা, 30 মার্চ: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) হচ্ছেন টিএস শিবজ্ঞানম (T S Sivagnanam)। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করলেও কেন্দ্রের তরফে আজ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে । আগামিকাল থেকেই তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ করবেন । আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব । সেই পদেই নিযুক্ত হবেন তিনি ।
মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব 2021 সালের 11 অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন । অন্যদিকে, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম 2021 সালের 25 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের জায়গায় তাঁর নাম স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করা হলেও তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবেই দায়িত্ব দেওয়া হয়েছে ।
1986 সালে বিচারপতি শিবজ্ঞানম মাদ্রাজ বার অ্যাসোসিয়েশনে নাম নথিভুক্ত করে আইনজীবী হিসেবে প্র্যাক্টিস শুরু করেন । 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি । 2021 সালে সেখানকার স্থায়ী বিচারপতি হন । সে বছরই তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয় ।
আরও পড়ুন: আইনজীবী মুকুল রোহাতগির বিরুদ্ধে পালটা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন । গত বছর রামপুরহাটের বগটুই গ্রামের উপপ্রধান মৃত্যুর পর আগুন লাগিয়ে 10 জনকে পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি ।পাশাপাশি হাঁসখালি ধর্ষণ মামলা ও সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের সম্মতি ছাড়া উপাচার্য নিয়োগ অবৈধ বলে নির্দেশ দেন তিনি ।
এ দিন প্রধান বিচারপতি হিসেবে কার্যকালের শেষ দিনের বক্তব্য পেশের সময় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, "বিদায় বন্ধুরা ৷ আশা করি আমাকে এখানকার সবাই মনে রাখবেন ৷ আর সেটাই হবে আমার সাফল্য ৷"