ETV Bharat / state

Swasthya Bhawan: চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে পোস্টার ঘিরে বিতর্ক - স্বাস্থ্য় ভবন

Poster in Swasthya Bhawan: স্বাস্থ্য় ভবন জুড়ে এক চিকিৎসকের বিরুদ্ধে পোস্টার পড়েছে ৷ এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷

Swasthya Bhawan
Swasthya Bhawan
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 4:01 PM IST

কলকাতা, 11 অক্টোবর: বিতর্ক কাটছে না চিকিৎসকদের বদলির নোটিশকে কেন্দ্র করে । তবে এবার আরও বাড়ল সেই বিতর্ক । শ্যামাপদ দাস নামে এক চিকিৎসকের বিরুদ্ধে একাধিক পোস্টারের দেখা মিলল স্বাস্থ্য ভবনে । সেখানে লেখা রয়েছে, ‘আমিই স্বাস্থ্য ভবন । আমিই শেষ কথা ।’ এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে । যদিও স্বাস্থ্য ভবন সূত্রের খবর, তৃণমূলের‌ই একটি শিবিরের মদতে পড়েছে এই বেনামি পোস্টারগুলি ।

শ্যামাপদ দাস কে ? ইনি একজন শল্য চিকিৎসক । যিনি বেসরকারিভাবে চিকিৎসা করে থাকেন । সরকারি কোনও হাসপাতালের সঙ্গে জড়িত নন । তবে এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ চিকিৎসক মহলের বক্তব্য, স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের চোখে ধুলো দিয়ে এই হাড়ের চিকিৎসক‌ই বকলমে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন । সেই অভিযোগেই এবার কার্যত সিলমোহর দিল স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে পড়া পোস্টার । তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি চিকিৎসক শ্যামাপদ দাস ।

Swasthya Bhawan
স্বাস্থ্য ভবনে বিতর্কিত পোস্টার

প্রসঙ্গত, কিছুদিন ধরেই বদলি নিয়ে টানাপোড়েন চলছে স্বাস্থ্যভবনে । মেডিক্যাল বর্জ্য পাচার-সহ একাধিক অভিযোগ উঠেছিল আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে । তখন চিকিৎসক সনৎ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় । তবে সন্দীপবাবু হাসপাতাল ছাড়ার আগে ঘরে তালা লাগিয়ে চলে যান । যার কারণে নতুন অধ্যক্ষ হাসপাতালে পৌঁছেও নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি । সেই সময় উত্তাল হয়ে যায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।

Swasthya Bhawan
স্বাস্থ্য ভবনে বিতর্কিত পোস্টার

পরবর্তীকালে স্বাস্থ্যভবন থেকে ডেকে পাঠানো হয় তাঁকে । এরপরই জানা যায়, অর্ডার বাতিল হয়ে গিয়েছে । অর্থাৎ তিনি আর অধ্যক্ষ নন । তখন ফের বিরোধ দেখা যায় বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলির মাঝে । তবে এই বিতর্ক জারি এখনও । তার মাঝেই স্বাস্থ্যভবন জুড়ে পড়ল আরও ‘অস্বস্তির’ পোস্টার । যদিও ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি ৷

আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বেলেঘাটা আইডিতে মৃত্যু যুবকের

কলকাতা, 11 অক্টোবর: বিতর্ক কাটছে না চিকিৎসকদের বদলির নোটিশকে কেন্দ্র করে । তবে এবার আরও বাড়ল সেই বিতর্ক । শ্যামাপদ দাস নামে এক চিকিৎসকের বিরুদ্ধে একাধিক পোস্টারের দেখা মিলল স্বাস্থ্য ভবনে । সেখানে লেখা রয়েছে, ‘আমিই স্বাস্থ্য ভবন । আমিই শেষ কথা ।’ এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে । যদিও স্বাস্থ্য ভবন সূত্রের খবর, তৃণমূলের‌ই একটি শিবিরের মদতে পড়েছে এই বেনামি পোস্টারগুলি ।

শ্যামাপদ দাস কে ? ইনি একজন শল্য চিকিৎসক । যিনি বেসরকারিভাবে চিকিৎসা করে থাকেন । সরকারি কোনও হাসপাতালের সঙ্গে জড়িত নন । তবে এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ চিকিৎসক মহলের বক্তব্য, স্বাস্থ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের চোখে ধুলো দিয়ে এই হাড়ের চিকিৎসক‌ই বকলমে স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন । সেই অভিযোগেই এবার কার্যত সিলমোহর দিল স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে পড়া পোস্টার । তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি চিকিৎসক শ্যামাপদ দাস ।

Swasthya Bhawan
স্বাস্থ্য ভবনে বিতর্কিত পোস্টার

প্রসঙ্গত, কিছুদিন ধরেই বদলি নিয়ে টানাপোড়েন চলছে স্বাস্থ্যভবনে । মেডিক্যাল বর্জ্য পাচার-সহ একাধিক অভিযোগ উঠেছিল আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে । তখন চিকিৎসক সনৎ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় । তবে সন্দীপবাবু হাসপাতাল ছাড়ার আগে ঘরে তালা লাগিয়ে চলে যান । যার কারণে নতুন অধ্যক্ষ হাসপাতালে পৌঁছেও নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি । সেই সময় উত্তাল হয়ে যায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ।

Swasthya Bhawan
স্বাস্থ্য ভবনে বিতর্কিত পোস্টার

পরবর্তীকালে স্বাস্থ্যভবন থেকে ডেকে পাঠানো হয় তাঁকে । এরপরই জানা যায়, অর্ডার বাতিল হয়ে গিয়েছে । অর্থাৎ তিনি আর অধ্যক্ষ নন । তখন ফের বিরোধ দেখা যায় বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলির মাঝে । তবে এই বিতর্ক জারি এখনও । তার মাঝেই স্বাস্থ্যভবন জুড়ে পড়ল আরও ‘অস্বস্তির’ পোস্টার । যদিও ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি ৷

আরও পড়ুন: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বেলেঘাটা আইডিতে মৃত্যু যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.