ETV Bharat / state

Swapan Dasgupta: 'বিজেপির কর্মীদের গ্যারাজ করছে পুলিশ', স্বপনের টুইট-তোপ

রাজ্য পুলিশকে নিশানা করলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চাইছে রাজ্য পুলিশ। আর তাই বিজেপি কর্মীদের অকারণে গ্রেফতার করা হচ্ছে।

Swapan Dasgupta
স্বপন দাশগুপ্ত
author img

By

Published : Jun 10, 2023, 12:51 PM IST

Updated : Jun 10, 2023, 1:59 PM IST

কলকাতা, 10 জুন: সবেমাত্র পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ৷ শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া ৷ পাল্লা দিয়ে চড়ত শুরু করছে রাজনীতির পারদ ৷ এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হেনস্তা করার অভিযোগ তুললেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ শনিবার সকালে টুইটারে প্রাক্তন সাংসদ তথা বিজেপির এই নেতা লেখেন, "রাজ্য পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের গ্যারাজ করার চেষ্টা করছে ৷" অর্থাৎ প্রাক্তন সাংসদ বলতে চান, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ ৷

এদিন মোট দু'টি টুইট করেন স্বপন ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "গতকাল, শুক্রবার রাত থেকে হুগলি জেলার পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের গ্যারাজ করছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তারকেশ্বরের শ্য়ামসুন্দর নায়ক এবং শ্রীরামপুরের অশোক রামকে মগরাহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের কাজ থেকে সরে না-গেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এবং গুরুতর অপরাধে অভিযুক্ত করা হবে ৷ এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা ৷" এপরপরই সরাসরি রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেন স্বপন ৷ তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশন এখন তামাশায় পরিণত হয়েছে ৷ প্রসঙ্গত, এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন স্বপন। তবে তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয় তাঁকে।

  • If the IPS Officer’s in West Bengal have any sense of professionalism and propriety, they should stop this descent to arbitrary rule.

    — Swapan Dasgupta (@swapan55) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনই প্রস্তুত নয়', কটাক্ষ সেলিমের

অন্য একটি টুইটে রাজ্যের আইপিএস অফিসারদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিজেপির এই তাত্ত্বিক নেতা ৷ তাঁর কটাক্ষ, "আইপিএস অফিসারদের যদি নিজেদের কাজের প্রতি বিন্দুমাত্র পেশাদারিত্ব অবশিষ্ট থাকে তাহলে তাঁরা অবিলম্বে এই অন্যায় বন্ধ করবেন ৷" শুধু স্বপন নন বিজেপির অন্য নেতারাও রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব ৷ বিজেপির পাশাপাশি অন্যান্য বিরোধি দলগুলি পুলিশের এহেন ভূমিকায় প্রশ্ন তুলেছে ৷ তাছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে এসে পঞ্চায়েত নির্বাচন করার দাবিও তুুলেছে বিরোধি শিবির ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে ৷

কলকাতা, 10 জুন: সবেমাত্র পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ৷ শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া ৷ পাল্লা দিয়ে চড়ত শুরু করছে রাজনীতির পারদ ৷ এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হেনস্তা করার অভিযোগ তুললেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ শনিবার সকালে টুইটারে প্রাক্তন সাংসদ তথা বিজেপির এই নেতা লেখেন, "রাজ্য পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের গ্যারাজ করার চেষ্টা করছে ৷" অর্থাৎ প্রাক্তন সাংসদ বলতে চান, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ ৷

এদিন মোট দু'টি টুইট করেন স্বপন ৷ প্রথম টুইটে তিনি লেখেন, "গতকাল, শুক্রবার রাত থেকে হুগলি জেলার পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের গ্যারাজ করছে ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তারকেশ্বরের শ্য়ামসুন্দর নায়ক এবং শ্রীরামপুরের অশোক রামকে মগরাহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের কাজ থেকে সরে না-গেলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এবং গুরুতর অপরাধে অভিযুক্ত করা হবে ৷ এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা ৷" এপরপরই সরাসরি রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করেন স্বপন ৷ তাঁর দাবি, রাজ্য নির্বাচন কমিশন এখন তামাশায় পরিণত হয়েছে ৷ প্রসঙ্গত, এই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন স্বপন। তবে তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয় তাঁকে।

  • If the IPS Officer’s in West Bengal have any sense of professionalism and propriety, they should stop this descent to arbitrary rule.

    — Swapan Dasgupta (@swapan55) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনই প্রস্তুত নয়', কটাক্ষ সেলিমের

অন্য একটি টুইটে রাজ্যের আইপিএস অফিসারদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিজেপির এই তাত্ত্বিক নেতা ৷ তাঁর কটাক্ষ, "আইপিএস অফিসারদের যদি নিজেদের কাজের প্রতি বিন্দুমাত্র পেশাদারিত্ব অবশিষ্ট থাকে তাহলে তাঁরা অবিলম্বে এই অন্যায় বন্ধ করবেন ৷" শুধু স্বপন নন বিজেপির অন্য নেতারাও রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব ৷ বিজেপির পাশাপাশি অন্যান্য বিরোধি দলগুলি পুলিশের এহেন ভূমিকায় প্রশ্ন তুলেছে ৷ তাছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে এসে পঞ্চায়েত নির্বাচন করার দাবিও তুুলেছে বিরোধি শিবির ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে ৷

Last Updated : Jun 10, 2023, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.