ETV Bharat / state

Suvendu Attacks Mamata: 'আদানিকে গ্রেফতার করলে মমতাকে কেন নয়?', আক্রমণ শুভেন্দুর - Bengal Leader of Opposition

আদানির সংস্থায় 'বেনিয়মে'র অভিযোগ এবার সংসদে। এই ইস্যুতে গতকাল থেকে বিরোধীরা চাপে ফেলার চেষ্টা করে বিজেপিকে ৷ পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন (Bengal Leader of Opposition Slammed Mamata Banerjee) ৷

Suvendu Attacks Mamata
মমতাকেও আক্রমণ শুভেন্দুর
author img

By

Published : Feb 3, 2023, 10:56 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: আদানি এন্টারপ্রাইজকে কেন্দ্র করে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ। শুরু হয় তুমুল বিতর্ক। আদানি ইস্যুতে গতকাল থেকে বিরোধীরা চাপে ফেলার চেষ্টা করে বিজেপিকে। চূড়ান্ত হই-হট্টগোলের সূত্রপাত হয় সংসদের দুই কক্ষেই। শেষমেশ গতকাল দুুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করা হয় সংসদের অধিবেশন। ওইদিন বিরোধীরা একজোট হয়ে একটি যৌথ বৈঠক করেন। পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন (Suvendu Adhikari Attacks Mamata Banerjee) ৷

আদানি ইস্যুর আঁচ যে সংসদে পড়তে চলেছে সেটা অবশ্য আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে বিরোধী সাংসদদের বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত হয়, আদানি ইস্যুতে আলোচনার জন্য সরকারকে চাপ দেওয়া হবে। সেই অনুযায়ী একাধিক সাংসদ এই ইস্যু নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিসও দেন। বিরোধীদের বক্তব্য ছিল, হিন্ডেবার্গের রিপোর্ট সামনে আসার পর একটি বিশেষ সংস্থার শেয়ারে ধস নামা শুরু করেছে। যার ফলে অনেক সাধারণ মানুষের মাথায় হাত। জনতার কথা মাথায় রেখে এ বিষয়ে সংসদে আলোচনা প্রয়োজন। কিন্তু সরকারপক্ষ আলোচনায় রাজি না হওয়ায় বিরোধীরা হট্টগোল বাঁধিয়ে দেন। এরপরই মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।

এই বৈঠকে উপস্থিত ছিল ডিএমকে, তৃণমূল, সপা, জেডিইউ, শিবসেনা, সিপিএম, সিপিআই, এনসিপি, মুসলিম লিগ, আপ, এনসি এবং কেরল কংগ্রেস। বিরোধীদের দাবি যে আদানি এন্টারপ্রাইজের ইস্যুতে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনা হোক। এমনকী শিল্পপতি গৌতম আদানির যে কর রয়েছে তার বিরুদ্ধে তদন্তের দাবিতেও সরব হয় বিরোধীরা। এই বিষয়ে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, "আমি কোনও মন্তব্য করব না। যে বুজদার সে ইঙ্গিতেই বুঝে যাবেন।"

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় বগটুইয়ে আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

তিনি আরও বলেন, "আমার তাজপুরের কীহবে? আমার দেওচা পাচামির পাথর কে কিনবে? টাটা সেন্টারের কীহবে? ভাইপো এত বন্ধুত্ব করল, অর্থাৎ নতুন যে বন্ধু হল তার কীহবে? ইলেক্টোরাল বন্ড কী করে আসবে? আদানিকে গ্রেফতার করতে হলে তো ওনাকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) গ্রেফতার করতে হবে। তাহলে তো দু'জনকেই গ্রেফতার করতে হবে।" প্রসঙ্গত, 2021 সালে ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি। বৈঠক শেষে আদানি টুইট করে জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। তাঁদের মধ্যে রাজ্যের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। এমনকী ওই বছরের পরের বছর, 2022 সালে বেঙ্গল বিজনেস সমিটে অংশগ্রহণ করার বিষয়ও তিনি উৎসাহিত।

কলকাতা, 3 ফেব্রুয়ারি: আদানি এন্টারপ্রাইজকে কেন্দ্র করে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ। শুরু হয় তুমুল বিতর্ক। আদানি ইস্যুতে গতকাল থেকে বিরোধীরা চাপে ফেলার চেষ্টা করে বিজেপিকে। চূড়ান্ত হই-হট্টগোলের সূত্রপাত হয় সংসদের দুই কক্ষেই। শেষমেশ গতকাল দুুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করা হয় সংসদের অধিবেশন। ওইদিন বিরোধীরা একজোট হয়ে একটি যৌথ বৈঠক করেন। পালটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেন (Suvendu Adhikari Attacks Mamata Banerjee) ৷

আদানি ইস্যুর আঁচ যে সংসদে পড়তে চলেছে সেটা অবশ্য আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে বিরোধী সাংসদদের বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত হয়, আদানি ইস্যুতে আলোচনার জন্য সরকারকে চাপ দেওয়া হবে। সেই অনুযায়ী একাধিক সাংসদ এই ইস্যু নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিসও দেন। বিরোধীদের বক্তব্য ছিল, হিন্ডেবার্গের রিপোর্ট সামনে আসার পর একটি বিশেষ সংস্থার শেয়ারে ধস নামা শুরু করেছে। যার ফলে অনেক সাধারণ মানুষের মাথায় হাত। জনতার কথা মাথায় রেখে এ বিষয়ে সংসদে আলোচনা প্রয়োজন। কিন্তু সরকারপক্ষ আলোচনায় রাজি না হওয়ায় বিরোধীরা হট্টগোল বাঁধিয়ে দেন। এরপরই মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।

এই বৈঠকে উপস্থিত ছিল ডিএমকে, তৃণমূল, সপা, জেডিইউ, শিবসেনা, সিপিএম, সিপিআই, এনসিপি, মুসলিম লিগ, আপ, এনসি এবং কেরল কংগ্রেস। বিরোধীদের দাবি যে আদানি এন্টারপ্রাইজের ইস্যুতে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনা হোক। এমনকী শিল্পপতি গৌতম আদানির যে কর রয়েছে তার বিরুদ্ধে তদন্তের দাবিতেও সরব হয় বিরোধীরা। এই বিষয়ে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, "আমি কোনও মন্তব্য করব না। যে বুজদার সে ইঙ্গিতেই বুঝে যাবেন।"

আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় বগটুইয়ে আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

তিনি আরও বলেন, "আমার তাজপুরের কীহবে? আমার দেওচা পাচামির পাথর কে কিনবে? টাটা সেন্টারের কীহবে? ভাইপো এত বন্ধুত্ব করল, অর্থাৎ নতুন যে বন্ধু হল তার কীহবে? ইলেক্টোরাল বন্ড কী করে আসবে? আদানিকে গ্রেফতার করতে হলে তো ওনাকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) গ্রেফতার করতে হবে। তাহলে তো দু'জনকেই গ্রেফতার করতে হবে।" প্রসঙ্গত, 2021 সালে ডিসেম্বর মাসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি। বৈঠক শেষে আদানি টুইট করে জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। তাঁদের মধ্যে রাজ্যের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। এমনকী ওই বছরের পরের বছর, 2022 সালে বেঙ্গল বিজনেস সমিটে অংশগ্রহণ করার বিষয়ও তিনি উৎসাহিত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.