ETV Bharat / state

Suvendu Adhikari on Matua: 'মতুয়াদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী !' নবদ্বীপের প্রতিবাদ সভায় থাকছেন শুভেন্দু - মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার নবদ্বীপে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে মতুয়াদের পক্ষ থেকে ৷ সেই সভায় তিনিও থাকবেন ৷ শুক্রবার একথা জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Matua) ৷ কী কারণে এই আয়োজন ?

Suvendu Adhikari will be present at Matua Protest Rally in Nabadwip on Saturday
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 3, 2023, 3:43 PM IST

শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী

কলকাতা, 3 ফেব্রুয়ারি: "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মতুয়া সমাজের গুরুদের অপমান করেছেন !" বিজেপি সাংসদ তথা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের পর ফের একবার এই অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Matua) ৷ শুক্রবার এই প্রসঙ্গে তিনি জানান, "মুখ্যমন্ত্রী আচরণে ক্ষুব্ধ মতুয়া সমাজ ৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন মতুয়ারা ৷ একই ইস্যুকে সামনে রেখে শনিবার নদিয়াতেও বিরাট জমায়েত করা হবে ৷"

বিতর্কের কারণ কী ?

গত 31 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভামঞ্চ থেকে মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতভাবে উচ্চারণ করেন বলে অভিযোগ ৷ তিনি বলেন, "যতদিন মতুয়া মা বড়মা বেঁচে ছিলেন, তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন ? আমি নিয়েছিলাম ৷ তখন কেউ তাকিয়ে দেখেননি ৷ আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য ৷ বিশ্ববিদ্যালয় করা হয়েছে কৃষ্ণনগরে ৷" এরপরই মমতা জানান, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুররের নামেও তাঁর সরকার বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে ৷ কিন্তু, সেই সময়েই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান মুখ্যমন্ত্রী ৷ বিষয়টি তিনি নিজেও খেয়াল করেন ৷ যে কারণে তাঁকে বলতে শোনা যায়, "কিন্তু, নামটা ঠিক বললাম কি ? তাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে ৷"

এরপরই শুরু হয় বিতর্ক ৷ গত 1 ফেব্রুয়ারি টুইটারে এ নিয়ে সরব হন শান্তনু ঠাকুর ৷ একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তাঁর অভিযোগ, "পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নামকে এভাবেই ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ! মতুয়া সমাজ তথা সমগ্র নমঃশূদ্র সমাজ, আজ লজ্জিত এবং অপমানিত ৷" এই টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ট্যাগও করেন শান্তনু ৷ পরবর্তীতে মতুয়া সমাজের তৃণমূল নেত্রী তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও স্বীকার করে নেন যে মুখ্যমন্ত্রীর নামোচ্চারণে ভুল হয়েছিল ৷

  • পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নামকে এভাবেই ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী @MamataOfficial! মতুয়া সমাজ তথা সমগ্র নমঃশূদ্র সমাজ, আজ লজ্জিত এবং অপমানিত।

    1/2 pic.twitter.com/ILdDkaytxs

    — Shantanu Thakur (@Shantanu_bjp) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দুর তোপ:

এই প্রেক্ষাপটে শুভেন্দু শুক্রবার বলেন, "আমার কথা কিংবা শান্তনু ঠাকুরের কথা হয়তো শুনবেন না ৷ কারণ, আমরা বিজেপি ৷ কিন্তু, ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের) দলের প্রাক্তন সাংসদের কথা তো শুনুন ! মমতাবালা ঠাকুরের কথা তো শুনবেন ! তিনিও বলেছেন, ভুল হয়েছে ৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মতুয়াদের মধ্যে ব্যাপকভাবে বিক্ষোভ হচ্ছে ৷ ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ এবং বাংলাদেশ-সহ সর্বত্রই বিক্ষোভ হচ্ছে ৷ আগামী শনিবার মতুয়া সমাজ নবদ্বীপে ব্যাপক জমায়েতের ডাক দিয়েছে ৷ সেখানে আমি থাকব ৷ শান্তনু ঠাকুর থাকবেন ৷ মতুয়া সমাজের গুরু গুরুচাঁদ ঠাকুরের এই অপমান আমরা কেউ মেনে নেব না ৷"

আরও পড়ুন: মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শান্তনু-শুভেন্দু

শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী

কলকাতা, 3 ফেব্রুয়ারি: "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মতুয়া সমাজের গুরুদের অপমান করেছেন !" বিজেপি সাংসদ তথা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের পর ফের একবার এই অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on Matua) ৷ শুক্রবার এই প্রসঙ্গে তিনি জানান, "মুখ্যমন্ত্রী আচরণে ক্ষুব্ধ মতুয়া সমাজ ৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদে সামিল হয়েছেন মতুয়ারা ৷ একই ইস্যুকে সামনে রেখে শনিবার নদিয়াতেও বিরাট জমায়েত করা হবে ৷"

বিতর্কের কারণ কী ?

গত 31 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভামঞ্চ থেকে মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতভাবে উচ্চারণ করেন বলে অভিযোগ ৷ তিনি বলেন, "যতদিন মতুয়া মা বড়মা বেঁচে ছিলেন, তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন ? আমি নিয়েছিলাম ৷ তখন কেউ তাকিয়ে দেখেননি ৷ আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য ৷ বিশ্ববিদ্যালয় করা হয়েছে কৃষ্ণনগরে ৷" এরপরই মমতা জানান, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুররের নামেও তাঁর সরকার বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে ৷ কিন্তু, সেই সময়েই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান মুখ্যমন্ত্রী ৷ বিষয়টি তিনি নিজেও খেয়াল করেন ৷ যে কারণে তাঁকে বলতে শোনা যায়, "কিন্তু, নামটা ঠিক বললাম কি ? তাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে ৷"

এরপরই শুরু হয় বিতর্ক ৷ গত 1 ফেব্রুয়ারি টুইটারে এ নিয়ে সরব হন শান্তনু ঠাকুর ৷ একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তাঁর অভিযোগ, "পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নামকে এভাবেই ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ! মতুয়া সমাজ তথা সমগ্র নমঃশূদ্র সমাজ, আজ লজ্জিত এবং অপমানিত ৷" এই টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ট্যাগও করেন শান্তনু ৷ পরবর্তীতে মতুয়া সমাজের তৃণমূল নেত্রী তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরও স্বীকার করে নেন যে মুখ্যমন্ত্রীর নামোচ্চারণে ভুল হয়েছিল ৷

  • পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নামকে এভাবেই ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী @MamataOfficial! মতুয়া সমাজ তথা সমগ্র নমঃশূদ্র সমাজ, আজ লজ্জিত এবং অপমানিত।

    1/2 pic.twitter.com/ILdDkaytxs

    — Shantanu Thakur (@Shantanu_bjp) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দুর তোপ:

এই প্রেক্ষাপটে শুভেন্দু শুক্রবার বলেন, "আমার কথা কিংবা শান্তনু ঠাকুরের কথা হয়তো শুনবেন না ৷ কারণ, আমরা বিজেপি ৷ কিন্তু, ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের) দলের প্রাক্তন সাংসদের কথা তো শুনুন ! মমতাবালা ঠাকুরের কথা তো শুনবেন ! তিনিও বলেছেন, ভুল হয়েছে ৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মতুয়াদের মধ্যে ব্যাপকভাবে বিক্ষোভ হচ্ছে ৷ ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ এবং বাংলাদেশ-সহ সর্বত্রই বিক্ষোভ হচ্ছে ৷ আগামী শনিবার মতুয়া সমাজ নবদ্বীপে ব্যাপক জমায়েতের ডাক দিয়েছে ৷ সেখানে আমি থাকব ৷ শান্তনু ঠাকুর থাকবেন ৷ মতুয়া সমাজের গুরু গুরুচাঁদ ঠাকুরের এই অপমান আমরা কেউ মেনে নেব না ৷"

আরও পড়ুন: মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শান্তনু-শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.