কলকাতা, 12 ডিসেম্বর: ডিসেম্বর ডেডলাইনের তত্ত্ব সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে ৷ ফলে ডিসেম্বরের দিন যত এগোচ্ছে, ততই প্রশ্ন উঠেছে যে কবে মিলবে বিজেপির (BJP) ভবিষ্যদ্বাণী ? সোমবার কলকাতার হাজরা মোড়ের সভা থেকে ফের সেই প্রসঙ্গ উঠে এল শুভেন্দু অধিকারীর মুখে ৷ তিনি বললেন, ‘‘12 ডিসেম্বরটা 13 জানুয়ারি হতে পারে কিন্তু 14 ফেব্রুয়ারি হবে না । একথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা হিসেবে এত হাজার মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম ৷’’
এদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাজরা মোড়ে সভার ডাক দিয়েছিল বিজেপি ৷ সেই সভায় শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন ৷ সভার প্রধান বক্তা ছিলেন দু’জন ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
ওই সভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভেতরে যাবেই ৷ শুধু সময়ের অপেক্ষা ।’’ এর পরই তাঁর মুখে ডিসেম্বর ডেডলাইনের প্রসঙ্গ আসে ৷ তিনি বলেন, ‘‘12 ডিসেম্বরটা 13 জানুয়ারি হতে পারে কিন্তু 14 ফেব্রুয়ারি হবে না । একথা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা এত হাজার মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম ।’’
একই সঙ্গে তিনি দাবি করেন যে তিনি নিজে দায়িত্ব নিয়ে এই কথা বলছেন ৷ দলের পক্ষ থেকে বলছেন না ৷ তিনি বলেন, ‘‘এটা আমার পার্টির কথা নয় ৷ আমি নিজেই বলেছি যে ডিসেম্বরে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার চরম অত্যাচার, শিক্ষক নিয়েগে দুর্নীতির লড়াইতে আমরা অন্তিম জায়গায় পৌঁছে গিয়েছি ।’’ এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘আমি তিনটে তারিখ আপনাদের বলেছিলাম 12, 13 ও 14 তারিখ । এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি । তৃণমূলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে সরকার গড়ব, তা আমাদের দল চায় না ।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন শুভেন্দু ৷ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে বলেও জানান ৷ তিনি বলেন, "লোকসভা নির্বাচনের আগেই সিএএ (CAA) কার্যকর হবে । জাতীয় নেতারা একটি অনুষ্ঠানে বলেছেন সিএএ কার্যকর হবে । আমরা শুধু আইন করে বসে থাকি না । আইনকে কার্যকর করতে জানি । ঠিক একইভাবে এক দেশ এক আইন কার্যকর করবে বিজেপি । এই বিল যদি পাশ হয়ে যায়, তখন কোথায় যাবেন আপনারা । প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন । তিনি এমনটা করে দেখিয়েছেন ।’’
আরও পড়ুন: মর্নিংওয়াকে গিয়ে মন্তব্য করি না, যা বলি করে দেখাই, শুভেন্দুর নিশানায় কি দিলীপ !