কলকাতা, 13 অগস্ট: সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের শনিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সম্বর্ধনা দিলেন দলের সভাপতি জেপি নাড্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী-সহ দলের রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতারা ৷ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, "মঞ্চে ভাষণ দিয়ে কিছু হবে না। নিজের এলাকায় সংগঠনকে আরও মজবুত করতে হবে।"
এদিনের এই অনুষ্ঠানে জয়ী প্রার্থী ছাড়াও পরাজিত এবং আক্রান্ত প্রায় 1 হাজার জন প্রার্থী এবং তাঁদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নাড্ডা, শুভেন্দু ছাড়াও বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অনুপম হাজরা, দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য কর্মীদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোটের নামে শুধুমাত্র প্রহসন করেছে ৷ তা না হলে ব্যালট বক্স পুকুরে পাওয়া যায়! কোথাও আবারও বস্তা ভরতি ব্যালট পেপার পাওয়া গিয়েছে। তৃণমূল দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলে। অথচ দেশে রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের আধার কার্ড হচ্ছে এই বাংলা থেকে। গোটা দেশের সামনে রাজ্যের মাথা হেঁট হয়ে যাচ্ছে।"
পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় সতীর্থদের প্রতি স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, "মঞ্চে ভাষণ দিয়ে কিছু হবে না। বরং নিজের এলাকায় সংগঠনকে আরও মজবুত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের সময় জেপি নাড্ডা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি তিনটি প্রতিনিধি দল পর্যন্ত পাঠিয়েছিলেন। বঙ্গ বিজেপি আগামিদিনেও তাঁর নির্দেশ মেনেই কাজ করবে।"
আরও পড়ুন: বাংলায় 'জঙ্গল রাজ' চলছে বলে মমতাকে পালটা খোঁচা নাড্ডার