কলকাতা, 29 নভেম্বর: একুশের নির্বাচন পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল সরকার বহু মামলা দায়ের করেছে ৷ তা নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আর একটি বই প্রকাশ করবেন ৷ বইটির নাম '1956' ৷ এ কথা তিনি নিজেই জানালেন কলকাতায় একটি বিবাহ অনুষ্ঠানে ৷
সোমবার তিনটি দরিদ্র আদিবাসী পরিবারের তিন কন্যার বিয়ের আয়োজন করে বিজেপি ৷ এর প্রধান উদ্যোক্তা নেত্রী বৈশালী ডালমিয়া ৷ ভগবান রাম এবং দেবী সীতার শুভ বিবাহের তিথিতে ভগবান রামের পুজো করে এই গণবিবাহের আয়োজন করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক (Vaishali Dalmiya) ৷ কলকাতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যরা ৷ এই কাজের জন্য তিনি বৈশালী ডালমিয়ার প্রশংসা করে বলেন, "বৈশালী ডালমিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সত্যিকারের ভক্ত ৷ তিনি এবং আমি- দু'জনে মিলে পরিবর্তন আনব ৷ পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে যেতে দেব না ৷"
আরও পড়ুন: 'গোটা মন্ত্রিসভারই জেলে যাওয়া উচিত !' তোপ শুভেন্দুর
অনুষ্ঠানে পা রাখতেই বিজেপি নেতাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা ৷ শুভেন্দু বলেন, "5 মে থেকে আজ পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দোষে আমার বিরুদ্ধে যতগুলি মামলা করা হয়েছে, সেগুলি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করব । তা গোটা ভারতের সব সাংসদ, বিধায়ক, এমনকী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব ৷" এই পুস্তিকার মাধ্যমে তিনি ভারতের রাজনৈতিক মহলে জানাতে চান, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিস্থিতি ঠিক কেমন ৷ তাঁর দাবি, দেশের একটি ক্যাবিনেট অযোগ্যদের চাকরি পাওয়ার সুপারিশ করে, সেই ক্যাবিনেটের সব সদস্যের জেলে যাওয়া উচিত ।
নন্দীগ্রামে তৃণমূলের লাগাতার কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দুর আক্রমণ, "আরে মালিক ফেল করেছে, তাই খালাসি-কর্মচারীদের পাঠাচ্ছে । চাকর-বাকররা কী করবে ?" তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধী দলনেতার অভিযোগ, "একশো দিনের কাজ যবে থেকে শুরু হয়, তখন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার 40 হাজার কোটি টাকা পেয়েছে । এর মধ্যে 20 হাজার কোটি টাকা প্রথমে সিপিএম, তারপর তৃণমূল লুঠ করেছে ৷ আর এই চুরির কাজে অন্তত 10 হাজার চোর যুক্ত ।"
তাঁর দাবি, এই চুরিতে কয়েকজন নির্মাণ সহায়ক, কয়েকজন জব কার্ডের সুপারভাইজার, তৃণমূলের কয়েক হাজার পঞ্চায়েত সদস্য এবং প্রধান কয়েকজন বিডিও, জেলাশাসকের যোগ রয়েছে । শুভেন্দু বলেন, "এই সংবিধান স্বীকৃত কাজের টাকা চুরির জন্য তাঁদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক। এই তদন্ত চেয়ে আমি জনস্বার্থ মামলা করেছি ৷ পরের সপ্তাহে জল জীবন মিশনের ফেরুল এবং পাইপ কেনার জন্য যে চুরি হয়েছে, সেটা নিয়ে আরেকটা জনস্বার্থ মামলা করব ।"
আরও পড়ুন: 'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি