কলকাতা, 26 জানুয়ারি: রাজ্যপালের হাতেখড়ি (Hatey Khori) অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও থাকছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আগেই একথা কানাঘুষো শোনা গেলেও এবার তাতে সিলমোহর দিলেন নন্দীগ্রামের বিধায়ক। টুইট করে শুধু রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Gov CV Ananda Bose) হাতেখড়ি অনুষ্ঠানে না-থাকার কথাই তিনি জানাননি, তার পেছনে থাকা একগুচ্ছ কারণও ব্যাখ্যা করেছেন ।
টুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সেতুবন্ধনের কাজ করছেন রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী । তাঁর মাধ্যমেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের অফিসকে তাঁদের নোংরা রাজনৈতিক খেলায় ব্যবহার করতে চাইছে । যা রাজ্যের আরও খারাপ করছে বলেই মত শুভেন্দুর ।
গত কয়েকমাসে একের পর অভিযোগে বিদ্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । কয়লাকাণ্ড থেকে গরুপাচার, একের পর এক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে । ছাড় পায়নি শিক্ষা দফতরও । টাকার বিনিময়ে চাকরি করে দেওয়ার একাধিক মামলা এখন রাজ্যের অন্যতম মাথাব্যথা । একের পর এক মামলায় হাইকোর্টে প্রায়ই মুখ পুড়ছে রাজ্য সরকারের ।
-
The reason why I won't be attending the হাতে খড়ি "Hatey Khori" event at the Raj Bhavan today:- pic.twitter.com/5yJeQ2JmKP
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The reason why I won't be attending the হাতে খড়ি "Hatey Khori" event at the Raj Bhavan today:- pic.twitter.com/5yJeQ2JmKP
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 26, 2023The reason why I won't be attending the হাতে খড়ি "Hatey Khori" event at the Raj Bhavan today:- pic.twitter.com/5yJeQ2JmKP
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 26, 2023
বিরোধী দলনেতার অভিযোগ, এই অনুষ্ঠানের মূল হোতা রাজ্য সরকার । কারণ, এই অনুষ্ঠানের মাধ্যমে তারা জনসাধারণের নজর দুর্নীতি থেকে অন্যদিকে সরাতে চাইছে । দেখে মনে হচ্ছে, কোনও একটা অশ্লীল বইকে ঝকঝকে মলাটে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে । আমার মনে হয়, এই অনুষ্ঠান রাজ্যপালের চেয়ারের সম্মান বা মর্যাদা, কোনওটিই এক চুলও বাড়াবে না ।
আরও পড়ুন: 'গোটা শিক্ষা দফতরটা এখন জেলের ভিতর', সরস্বতী পুজোয় কটাক্ষ শুভেন্দুর