ETV Bharat / state

Suvendu to Visit Sangrami Mancha: মমতার আক্রমণের পরপরই সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চে যাচ্ছেন শুভেন্দু - সরকারি কর্মীদের সংগ্রামী

মহার্ঘভাতার দাবিতে রেড রোডের কাছে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সরকারি কর্মচারীরা ৷ এদিকে গতকাল রেড রোডে বসেছেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার তিনি আন্দোলনকারীদের একহাত নিয়েছেন ৷ এবার শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যাবেন (Suvendu to meet DA Agitators) ৷

Suvendu
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Mar 30, 2023, 9:23 AM IST

কলকাতা, 30 মার্চ: দুটি ধরনা চলছে কলকাতার বুকে। দূরত্বের বিচারে দু'টিই বেশ কাছাকাছি ৷ কিন্তু অভিঘাতের নিরিখে দূরত্বটা অনেক ৷ একে অপরের বিরোধীই বলা যায় ৷ বুধবার দুপুর 12টা থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধরনা মঞ্চে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর শহিদ মিনার ময়দানে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা ৷ বিক্ষুব্ধ এই সরকারি কর্মীদের সঙ্গে আজ দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একটি টুইট করে বুধবার রাতের দিকে তিনি বিষয়টি জানিয়েছেন (Suvendu Adhikari to meet DA Agitators in Sahid Minar Maidan) ৷

তার আগে বুধবার সকালে ধরনা মঞ্চে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিলেন ৷ পরে জানালেন এখানে তিনি একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো ৷ তাই এই ধরনা মঞ্চ বিজেপি সরকার-বিরোধী এবং একই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো দিনের কাজের প্রকল্পের টাকা, আবাস যোজনা, জিএসটি-সহ একাধিক খাতে প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার ৷ এই অভিযোগ বারে বারে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায় ৷ এছাড়া নতুন অর্থবর্ষে মোদি সরকার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প, রাস্তা তৈরির জন্য কোনও টাকা বরাদ্দ করেনি ৷ এই ক্ষোভে 21 মার্চ ওড়িশা যাওয়ার আগে বিমানবন্দর থেকে তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্রের বঞ্চনা-লাঞ্ছনার বিরুদ্ধে 29-30 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবেন ৷

  • আগামীকাল বিকেল ৩ টায় আমি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানাতে শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের মহাসমাবেশে উপস্থিত হবো। pic.twitter.com/NYdm2oCXI4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মহার্ঘভাতা-সহ কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা চেয়ে আসছেন ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে ৷ কর্মীদের এই দাবিতে রাজ্য সরকার 3 শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর কথা জানিয়েছে ৷ কিন্তু তাতে সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা ৷ এই পরিস্থিতিতে বুধবার ধরনা মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএম ও নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, বাম জমানা তো বটেই, এমনকী 'দলবদলু গদ্দার' কী ভাবে কাকে চাকরি দিয়েছেন, সে সব খুঁজে বার করবে তৃণমূল সরকার ৷ এমনকী ওই ধরনা মঞ্চ থেকেই তিনি সরকারি কর্মচারীদের একাংশকে 'চোর-ডাকাত' বলেও উল্লেখ করেন ৷ এরপর রাত সাড়ে ন'টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, "আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় আমি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানাতে শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের মহাসমাবেশে উপস্থিত হব ।" স্বভাবতই ডিএ ঘিরে চলতে থাকা রাজনৈতিক তরজা যে নতুন মাত্রা নেবে তা বলাই যায়।

আরও পড়ুন: 'চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত', ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ মমতার

কলকাতা, 30 মার্চ: দুটি ধরনা চলছে কলকাতার বুকে। দূরত্বের বিচারে দু'টিই বেশ কাছাকাছি ৷ কিন্তু অভিঘাতের নিরিখে দূরত্বটা অনেক ৷ একে অপরের বিরোধীই বলা যায় ৷ বুধবার দুপুর 12টা থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধরনা মঞ্চে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর শহিদ মিনার ময়দানে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনে বসেছেন সরকারি কর্মচারীরা ৷ বিক্ষুব্ধ এই সরকারি কর্মীদের সঙ্গে আজ দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একটি টুইট করে বুধবার রাতের দিকে তিনি বিষয়টি জানিয়েছেন (Suvendu Adhikari to meet DA Agitators in Sahid Minar Maidan) ৷

তার আগে বুধবার সকালে ধরনা মঞ্চে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিলেন ৷ পরে জানালেন এখানে তিনি একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূল সুপ্রিমো ৷ তাই এই ধরনা মঞ্চ বিজেপি সরকার-বিরোধী এবং একই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একশো দিনের কাজের প্রকল্পের টাকা, আবাস যোজনা, জিএসটি-সহ একাধিক খাতে প্রাপ্য টাকা পায়নি রাজ্য সরকার ৷ এই অভিযোগ বারে বারে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায় ৷ এছাড়া নতুন অর্থবর্ষে মোদি সরকার পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প, রাস্তা তৈরির জন্য কোনও টাকা বরাদ্দ করেনি ৷ এই ক্ষোভে 21 মার্চ ওড়িশা যাওয়ার আগে বিমানবন্দর থেকে তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্রের বঞ্চনা-লাঞ্ছনার বিরুদ্ধে 29-30 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসবেন ৷

  • আগামীকাল বিকেল ৩ টায় আমি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানাতে শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের মহাসমাবেশে উপস্থিত হবো। pic.twitter.com/NYdm2oCXI4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মহার্ঘভাতা-সহ কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা চেয়ে আসছেন ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে ৷ কর্মীদের এই দাবিতে রাজ্য সরকার 3 শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর কথা জানিয়েছে ৷ কিন্তু তাতে সন্তুষ্ট নন সরকারি কর্মচারীরা ৷ এই পরিস্থিতিতে বুধবার ধরনা মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএম ও নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, বাম জমানা তো বটেই, এমনকী 'দলবদলু গদ্দার' কী ভাবে কাকে চাকরি দিয়েছেন, সে সব খুঁজে বার করবে তৃণমূল সরকার ৷ এমনকী ওই ধরনা মঞ্চ থেকেই তিনি সরকারি কর্মচারীদের একাংশকে 'চোর-ডাকাত' বলেও উল্লেখ করেন ৷ এরপর রাত সাড়ে ন'টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, "আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় আমি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানাতে শহিদ মিনার ময়দানে ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের মহাসমাবেশে উপস্থিত হব ।" স্বভাবতই ডিএ ঘিরে চলতে থাকা রাজনৈতিক তরজা যে নতুন মাত্রা নেবে তা বলাই যায়।

আরও পড়ুন: 'চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাত', ডিএ আন্দোলনকারীদের কদর্য ভাষায় আক্রমণ মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.