ETV Bharat / state

Suvendu on Central Govt Fund: অডিট রিপোর্ট না দিলে রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র, দাবি শুভেন্দুর

বুধবার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ধরনা দেয় বিজেপি (BJPs Dharna against Mamata Government) ৷ সেই সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata) ৷

Suvendu on Central Govt Fund
Suvendu on Central Govt Fund
author img

By

Published : Mar 29, 2023, 8:28 PM IST

অডিট রিপোর্ট না দিলে রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র, দাবি শুভেন্দুর

কলকাতা, 29 মার্চ: 100 দিনের কাজের টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র । এই ইস্যুকে হাতিয়ার করে যেমন দু’দিনের ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে কেন্দ্র কেন টাকা দেবে রাজ্য হিসেব না দিলে, এই দাবিতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধরনা দিল বিজেপি । বুধবার সেই ধরনা মঞ্চ থেকে মমতাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বলেন, ‘‘আসলে স্টিকার পিসি বাংলার সর্বনাশ করেছে ।" কেন্দ্রকে অডিট রিপোর্ট না দিলে কোনও টাকাও কেন্দ্রীয় প্রকল্পে আসবে না বলেও তিনি দাবি করেন ৷

এদিন বিজেপির (BJP) ধরনায় শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকেই । এছাড়া বিজেপি কর্মী-সমর্থকরাও আজ এই ধরনায় যোগ দিতে এসেছেন । সেই ধরনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধরনায় বসেছেন । দু’দিনের এই ধরনা । সেখানে এয়ার কুলার থেকে শুরু করে ঠান্ডা জল, দুধ, চিনি ছাড়া লিকার চা, সমস্ত বন্দোবস্তই রয়েছে । আসলে তিনি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না ।’’

একই সঙ্গে তিনি বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) ৷ শহিদ মিনারে অভিষেকের সভা ও রেড রোডে মমতার ধরনা নিয়ে তিনি বলেন, ‘‘দুই জায়গায় দু’টি মঞ্চ । একটি ধরনা মঞ্চ আর একটি সভা মঞ্চ । তিনি দেখলেন ভাইপো একা কেন ফুটেজ খাবে ৷ তাই পিসিও ফুটেজ খেতে ধরনায় বসে পড়লেন ।’’

বিজেপির অভিযোগ, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে ধরনায় বসেন না । কাউকে এভাবে ধরনায় বসতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া । কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়ে এভাবে ধরনায় বসতে পারেন না । এটা বেআইনি । তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নিয়ম মানেন না । তিনি কোনও নিয়ম কানুনের পরোয়া করে না । তাই তিনি সরকারের বিরুদ্ধে ধরনায় বসেছেন ।

এই নিয়ে শুভেন্দু বলেন, "দিদির এক অনুগামী যখন তাঁকে এটা বলেন, তখন দিদি মাইক নিয়ে সবাইকে জানালেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনায় বসেছেন । আসলে এটা কোনও দলই নয় । এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি । ম্যানেজিং ডিরেক্টর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাঁদের আত্মসম্মান আছে, তাঁরা ওই দল ছেড়ে বেরিয়ে এসেছেন ।"

তিনি আরও বলেন, "আসিল বামও যা, এরাও তা । বাম আমলে বেকারত্বের ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা যা ছিল, তার চেয়ে বহু গুনে বেড়েছে সেই সংখ্যা । আসলে স্টিকার পিসি বাংলার সর্বনাশ করেছে ।" তাঁর আরও দাবি, একশো দিনে টাকা মুখ্যমন্ত্রী পেতে পারেন না । তাঁর কথায়, ‘‘আমার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । তিনি আমাকে সাফ জানিয়েছেন যে পশ্চিমবঙ্গকে আর একটিও টাকা দেওয়া হবে না । কেরালায় অডিট রিপোর্ট দেয়নি । বাংলা অডিট রিপোর্ট দেয়নি ৷ অডিট রিপোর্ট না পেলে আমি টাকা দেব না ।" একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, "এদের সময় ঘনিয়ে এসেছে । হাতে আর মাত্র ক’দিন ।’’

আরও পড়ুন: তৃণমূলের পালটা ধরনা বিজেপির, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের টাকার হিসেব দিতে বললেন অগ্নিমিত্রা

অডিট রিপোর্ট না দিলে রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র, দাবি শুভেন্দুর

কলকাতা, 29 মার্চ: 100 দিনের কাজের টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র । এই ইস্যুকে হাতিয়ার করে যেমন দু’দিনের ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে কেন্দ্র কেন টাকা দেবে রাজ্য হিসেব না দিলে, এই দাবিতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধরনা দিল বিজেপি । বুধবার সেই ধরনা মঞ্চ থেকে মমতাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বলেন, ‘‘আসলে স্টিকার পিসি বাংলার সর্বনাশ করেছে ।" কেন্দ্রকে অডিট রিপোর্ট না দিলে কোনও টাকাও কেন্দ্রীয় প্রকল্পে আসবে না বলেও তিনি দাবি করেন ৷

এদিন বিজেপির (BJP) ধরনায় শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকেই । এছাড়া বিজেপি কর্মী-সমর্থকরাও আজ এই ধরনায় যোগ দিতে এসেছেন । সেই ধরনা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধরনায় বসেছেন । দু’দিনের এই ধরনা । সেখানে এয়ার কুলার থেকে শুরু করে ঠান্ডা জল, দুধ, চিনি ছাড়া লিকার চা, সমস্ত বন্দোবস্তই রয়েছে । আসলে তিনি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না ।’’

একই সঙ্গে তিনি বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) ৷ শহিদ মিনারে অভিষেকের সভা ও রেড রোডে মমতার ধরনা নিয়ে তিনি বলেন, ‘‘দুই জায়গায় দু’টি মঞ্চ । একটি ধরনা মঞ্চ আর একটি সভা মঞ্চ । তিনি দেখলেন ভাইপো একা কেন ফুটেজ খাবে ৷ তাই পিসিও ফুটেজ খেতে ধরনায় বসে পড়লেন ।’’

বিজেপির অভিযোগ, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে ধরনায় বসেন না । কাউকে এভাবে ধরনায় বসতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া । কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়ে এভাবে ধরনায় বসতে পারেন না । এটা বেআইনি । তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নিয়ম মানেন না । তিনি কোনও নিয়ম কানুনের পরোয়া করে না । তাই তিনি সরকারের বিরুদ্ধে ধরনায় বসেছেন ।

এই নিয়ে শুভেন্দু বলেন, "দিদির এক অনুগামী যখন তাঁকে এটা বলেন, তখন দিদি মাইক নিয়ে সবাইকে জানালেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনায় বসেছেন । আসলে এটা কোনও দলই নয় । এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি । ম্যানেজিং ডিরেক্টর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর যাঁদের আত্মসম্মান আছে, তাঁরা ওই দল ছেড়ে বেরিয়ে এসেছেন ।"

তিনি আরও বলেন, "আসিল বামও যা, এরাও তা । বাম আমলে বেকারত্বের ও পরিযায়ী শ্রমিকের সংখ্যা যা ছিল, তার চেয়ে বহু গুনে বেড়েছে সেই সংখ্যা । আসলে স্টিকার পিসি বাংলার সর্বনাশ করেছে ।" তাঁর আরও দাবি, একশো দিনে টাকা মুখ্যমন্ত্রী পেতে পারেন না । তাঁর কথায়, ‘‘আমার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । তিনি আমাকে সাফ জানিয়েছেন যে পশ্চিমবঙ্গকে আর একটিও টাকা দেওয়া হবে না । কেরালায় অডিট রিপোর্ট দেয়নি । বাংলা অডিট রিপোর্ট দেয়নি ৷ অডিট রিপোর্ট না পেলে আমি টাকা দেব না ।" একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, "এদের সময় ঘনিয়ে এসেছে । হাতে আর মাত্র ক’দিন ।’’

আরও পড়ুন: তৃণমূলের পালটা ধরনা বিজেপির, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের টাকার হিসেব দিতে বললেন অগ্নিমিত্রা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.