কলকাতা, 7 ডিসেম্বর: গীতাপাঠের কর্মসূচির দিন টেট। সরকারের এই পদক্ষেপকে তুষ্টিকরণের রাজনীতি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করেন তিনি৷ সেখান থেকে তিনি এই ইস্যুতে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন। তিনি বলেন, ‘‘লক্ষ্য-কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি পূর্ব ঘোষিত। আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ আসবেন শংকরাচার্যও। এই অবস্থায় ওই দিন টেট পরীক্ষা ফেলা আসলে সরকারের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার প্রয়াস।’’
এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘10 তারিখে পশ্চিমবঙ্গের রানি সাহেবা (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সরকার স্পন্সর্ড বিয়ে বাড়িতে যাচ্ছেন ৷ তাই হেলিকপ্টার নিয়ে একবার তিনি আলিপুরদুয়ার ও বানারহাট ঘোরাঘুরি করবেন । তাই 10 তারিখে টেট হবে না । টেট হবে 24 তারিখ । শঙ্কর ঘোষ সঠিক বলেছেন, এই সরকার সনাতনী সংস্কৃতির বিরোধী সরকার । তাই এক বছর আগে থেকে ঘোষিত ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ সন্ত সমাজ দ্বারা আয়োজিত, সেদিন তিনি টেট ফেলছেন । প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আমন্ত্রিত৷ এখানে উপস্থিত থাকবেন জগৎগুরু শংকরাচার্য । সেদিন টেট পরীক্ষা দিয়ে এই সরকার প্রমাণ করেছে, তারা তুষ্টিকরণের রাজনীতি করে ।’’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে এই গীতাপাঠের আসর নিয়ে তরজা চড়েছে । শাসক থেকে বিরোধী, এই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে উভয়কে । কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গীতাপাঠের আসরের আমন্ত্রণ পেয়েছেন তিনিও । কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিশ্চিত হতে চান আয়োজক কারা । আসলে এর পিছনে কি বিজেপি রয়েছে !
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গীতাপাঠের আসরে উপস্থিত থাকতে পারেন, এই তথ্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন তিনিও চণ্ডীপাঠ করেন । এরপরেই দেখা যায় গীতাপাঠ বনাম চণ্ডীপাঠের আলোচনা । এই পরিস্থিতি শোনা যাচ্ছে, সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে কলকাতায় চণ্ডীপাঠেরও আয়োজন করা হচ্ছে । এখনও স্থান এবং কবে এই ঘটনা ঘটবে, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে ৷
তাই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী যখন গীতাপাঠের আসরে উপস্থিত থাকবেন, তখন কি এর পালটা হিসেবে চণ্ডীপাঠের আসরে উপস্থিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী ? কী হয় সেদিন, সেটাই এখন দেখার !
আরও পড়ুন: