ETV Bharat / state

Suvendu Slams Mamata: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকার বাংলায় আর বেশিদিন থাকবে না ৷ আবারও হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ৷ সোমবার কলকাতায় দলের মহিলা মোর্চার সভায় তৃণমূলের সরকার নিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে ।’’

suvendu-adhikari-slams-mamata-banerjee-government-and-trinamool-congress-on-various-issues
Suvenu Slams Mamata: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর
author img

By

Published : Nov 21, 2022, 6:40 PM IST

কলকাতা, 21 নভেম্বর: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহিলাদের অপমান করে ৷ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দিন ঘনিয়ে এসেছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ সোমবার কলকাতায় এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানেই তিনি একাধিক ইস্যুতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

তাঁর অভিযোগ, নবান্ন অভিযানের দিন বিজেপি (BJP) কাউন্সিলরকে মীনাদেবী পুরোহিত হেনস্তা করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেস মহিলাদের অপমান করে ৷ রাজ্যের শাসক দল নারী বিরোধী ৷ তাই তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে বাংলার মাতৃশক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান ৷

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

উল্লেখ্য এদিন, বঙ্গ বিজেপির মহিলা মোর্চার মিছিল কলেজ স্কোয়ার থেকে রাণী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল যায় । অন্যদিকে বিধানসভা থেকে একাধিক বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ওয়াই চ্যানেলে আসেন । তার পর সেখানে আয়োজিত সভায় বক্তৃতা করেন তিনি ৷ শুভেন্দু আরও একবার তৃণমূলের সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে । আর হাতে গোনা মাত্র ক’দিন । আপনারা দেখতে থাকুন ।’’

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

একই সঙ্গে তিনি এদিন আক্রমণ শানান নির্মল মাজি ও মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ৷ নির্মল মাজি কেন মমতাকে সারদা মা বলে উল্লেখ করেছিলেন, সেই প্রশ্ন তোলেন ৷ অন্যদিকে অভিযোগ করেন, মা কালী সম্পর্কে খারাপ কথা বলেছেন ৷ অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে দোকানে আর আলকাতরা থাকত না বলেও তিনি কটাক্ষ করেন ৷ সারদা কাণ্ডের (Saradha Chit Fund Scam) প্রসঙ্গও টানেন শুভেন্দু ৷ ওই দুর্নীতি কাণ্ডের জন্য মমতাকে জেলে যেতে হবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

কলকাতা, 21 নভেম্বর: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহিলাদের অপমান করে ৷ এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের দিন ঘনিয়ে এসেছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ সোমবার কলকাতায় এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানেই তিনি একাধিক ইস্যুতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

তাঁর অভিযোগ, নবান্ন অভিযানের দিন বিজেপি (BJP) কাউন্সিলরকে মীনাদেবী পুরোহিত হেনস্তা করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেস মহিলাদের অপমান করে ৷ রাজ্যের শাসক দল নারী বিরোধী ৷ তাই তিনি তৃণমূল কংগ্রেসকে হারাতে বাংলার মাতৃশক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান ৷

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

উল্লেখ্য এদিন, বঙ্গ বিজেপির মহিলা মোর্চার মিছিল কলেজ স্কোয়ার থেকে রাণী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল যায় । অন্যদিকে বিধানসভা থেকে একাধিক বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী ওয়াই চ্যানেলে আসেন । তার পর সেখানে আয়োজিত সভায় বক্তৃতা করেন তিনি ৷ শুভেন্দু আরও একবার তৃণমূলের সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি দেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের দিন ঘনিয়ে এসেছে । আর হাতে গোনা মাত্র ক’দিন । আপনারা দেখতে থাকুন ।’’

Suvendu Adhikari Slams Mamata Banerjee Government and Trinamool Congress on various Issues
বিজেপির কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

একই সঙ্গে তিনি এদিন আক্রমণ শানান নির্মল মাজি ও মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ৷ নির্মল মাজি কেন মমতাকে সারদা মা বলে উল্লেখ করেছিলেন, সেই প্রশ্ন তোলেন ৷ অন্যদিকে অভিযোগ করেন, মা কালী সম্পর্কে খারাপ কথা বলেছেন ৷ অন্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে দোকানে আর আলকাতরা থাকত না বলেও তিনি কটাক্ষ করেন ৷ সারদা কাণ্ডের (Saradha Chit Fund Scam) প্রসঙ্গও টানেন শুভেন্দু ৷ ওই দুর্নীতি কাণ্ডের জন্য মমতাকে জেলে যেতে হবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.