ETV Bharat / state

Suvendu Slams Amartya Sen: মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার টুপি পড়িয়েছেন অমর্ত্য সেন, কটাক্ষ শুভেন্দুর - Visva Bharati land controversy

বিশ্বভারতীর জমি বিতর্কে বৃহস্পতিবার অমর্ত্য সেনকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ নোবেলজয়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রিত্বের দাবিদার বলে টুপি পরিয়েছেন বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা (Suvendu Adhikari slams Amartya Sen over Visva Bharati land controversy) ৷

Suvendu Slams Amartya Sen
অমর্ত্য সেনকে কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Feb 2, 2023, 9:58 PM IST

Updated : Feb 2, 2023, 10:45 PM IST

অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 2 ফেব্রুয়ারি: অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার টুপি পরিয়েছেন ৷ আর মমতা সেই টুপি পরে বেশ আনন্দে রয়েছেন ৷ সবমিলিয়ে একটা 'ফিল গুড ফ্যাক্টর'। বিশ্বভারতীর জমি বিতর্কে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Amartya Sen over Visva Bharati land controversy) ৷

বিশ্বভারতীর জমি বিতর্ক এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে বিশ্বভারতীর প্রেস বিবৃতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিশ্বভারতীর উপাচার্য ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চরম মিথ্যেবাদী। অমর্ত্য সেন তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার একটা টুপি পরিয়েছেন। এটা তো বাস্তবে হবে না টেলিভিশনের পর্দায় দু'দিন প্রধানমন্ত্রী হয়ে গেলাম। লিজ জমি হস্তান্তর যোগ্য নয়। লিজটা ছিল আশুতোষ সেনের নামে। তিনি মারা যাওয়ার পরে সেই লিজ খতম। মমতা ব্যানার্জি মনোজ পন্থকে দিয়ে যে কাগজগুলো বের করিয়ে নিয়ে গিয়ে দেখিয়েছেন সেগুলো ভুয়ো। তাই রাজ্য সরকারকে সবাই ভুয়ো বলছে।"

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এই বাজেট দেশের সমস্ত মানুষকে ছুঁতে পেরেছে।" অথচ বাজেট নিয়ে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "উনি এরকমই আলটপকা মন্তব্য করেন। এই ধরনের দেশবিরোধী কথা বলার থেকে বিরত থাকুন। নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলে নিজের ভুলগুলো শুধরে নিতে পরামর্শ দেব। উনি এ ধরনের কথাবার্তা মাঝেমধ্যেই বলেন ৷ ওনার কথা কেউ বিশ্বাস করে না।"

আরও পড়ুন: রবীন্দ্রনাথ নয়, প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই চলছে বিশ্বভারতী; বিজ্ঞপ্তি কাণ্ডে তারই প্রমাণ মিলেছে: তৃণমূল

এদিকে বাজেটে মিড ডে মিলের বরাদ্দ কমা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মিড ডে মিলের টাকার বরাদ্দ হয় একটি স্কুলে কত ছাত্রছাত্রী রয়েছে তার উপর। কিন্তু মিড ডে মিলে এখন চোর ধর জেল ভর চলছে। শিক্ষার সব মাথারা এখন জেলে। তৃণমূলের নির্দেশে এখন আর শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বাড়িয়ে বলছে না। তাই বরাদ্দ কমেছে।"

অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 2 ফেব্রুয়ারি: অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার টুপি পরিয়েছেন ৷ আর মমতা সেই টুপি পরে বেশ আনন্দে রয়েছেন ৷ সবমিলিয়ে একটা 'ফিল গুড ফ্যাক্টর'। বিশ্বভারতীর জমি বিতর্কে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Amartya Sen over Visva Bharati land controversy) ৷

বিশ্বভারতীর জমি বিতর্ক এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে বিশ্বভারতীর প্রেস বিবৃতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বিশ্বভারতীর উপাচার্য ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চরম মিথ্যেবাদী। অমর্ত্য সেন তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার একটা টুপি পরিয়েছেন। এটা তো বাস্তবে হবে না টেলিভিশনের পর্দায় দু'দিন প্রধানমন্ত্রী হয়ে গেলাম। লিজ জমি হস্তান্তর যোগ্য নয়। লিজটা ছিল আশুতোষ সেনের নামে। তিনি মারা যাওয়ার পরে সেই লিজ খতম। মমতা ব্যানার্জি মনোজ পন্থকে দিয়ে যে কাগজগুলো বের করিয়ে নিয়ে গিয়ে দেখিয়েছেন সেগুলো ভুয়ো। তাই রাজ্য সরকারকে সবাই ভুয়ো বলছে।"

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এই বাজেট দেশের সমস্ত মানুষকে ছুঁতে পেরেছে।" অথচ বাজেট নিয়ে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "উনি এরকমই আলটপকা মন্তব্য করেন। এই ধরনের দেশবিরোধী কথা বলার থেকে বিরত থাকুন। নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলে নিজের ভুলগুলো শুধরে নিতে পরামর্শ দেব। উনি এ ধরনের কথাবার্তা মাঝেমধ্যেই বলেন ৷ ওনার কথা কেউ বিশ্বাস করে না।"

আরও পড়ুন: রবীন্দ্রনাথ নয়, প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই চলছে বিশ্বভারতী; বিজ্ঞপ্তি কাণ্ডে তারই প্রমাণ মিলেছে: তৃণমূল

এদিকে বাজেটে মিড ডে মিলের বরাদ্দ কমা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মিড ডে মিলের টাকার বরাদ্দ হয় একটি স্কুলে কত ছাত্রছাত্রী রয়েছে তার উপর। কিন্তু মিড ডে মিলে এখন চোর ধর জেল ভর চলছে। শিক্ষার সব মাথারা এখন জেলে। তৃণমূলের নির্দেশে এখন আর শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বাড়িয়ে বলছে না। তাই বরাদ্দ কমেছে।"

Last Updated : Feb 2, 2023, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.