ETV Bharat / state

Suvendu Sams Abhishek: দলের কর্মীদের লেলিয়ে দিয়ে নিজে চলে গিয়েছেন অভিষেক, কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari slams Abhishek Banerjee: দলের কর্মীদের লেলিয়ে দিয়ে নিজে বিদেশ চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কটাক্ষ করে এ কথা বললেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Sams Abhishek
Suvendu Sams Abhishek
author img

By

Published : Jul 27, 2023, 8:06 PM IST

Updated : Jul 27, 2023, 9:44 PM IST

অভিষেককে নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 27 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন ৷ এই কর্মসূচি ঘোষণার জন্য তাঁর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন যে, দলের কর্মচারীদের লেলিয়ে দিয়ে চলে গিয়েছেন অভিষেক ।

শ্যামবাজার মোড়ে রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে দু'দিন ব্যাপী ধর্না করছে গেরুয়া শিবির ৷ আজ সেখানেই উপস্থিত হয়ে একাধিক বিষয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, "আমরাও এক সময় তৃণমূলের কর্মচারী ছিলাম । আমরা খেটেখুটে পরিবর্তন এনেছিলাম । 2011 সালে পিসিকে ক্ষমতায় এনেছিলাম । পিসি তখন বলেছিলেন, আমার কোনও পরিবার নেই ।"

শুভেন্দুর অভিযোগ, অভিষেক 5 অগস্ট তাঁর কর্মীদের লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার জন্য ৷ এই 'অগণতান্ত্রিক কর্মসূচি' নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বিরোধী দলনেতা ।

তাঁর কথায়, "আমাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ৷ কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে কেউ নেই । তাঁদের অত্যাচারিত হতে হচ্ছে । তাঁদের সবার নিরাপত্তার স্বার্থে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছি । এই বিষয় আগামী সোমবার শুনানি রয়েছে । সে দিনই এই নিয়ে সিদ্ধান্ত হবে ।"

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি । 5 আগস্ট এর জন্য বিজেপি কী পদক্ষেপ করতে চলেছে, সেটা আগামী 2 অগস্ট জানানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: অভিষেককে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ রাহুলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির থেকে অনুমতি নিয়ে বিদেশে চোখ দেখাতে গিয়েছেন ।

এই বিষয়ে শুভেন্দু বলেন যে, "বিষয়টা পালিয়ে যাওয়ার নয় ৷ এর আগেও তিনি গিয়েছেন । তিনি শর্তাধীন অনুমতি নিয়ে চিকিৎসার জন্য কোথাও একটা গিয়েছেন । তবে তিনি ফিরবেন নাকি ফিরবেন না, নাকি তাঁর অতি প্রিয় বন্ধু বিনয় মিশ্রর সঙ্গে থেকে যাবেন ! তাঁর শ্যালিকা যেমন পালিয়ে গিয়েছেন ৷ এই প্রশ্নের উত্তর একমাত্র ভাইপোই দিতে পারবেন । গরিব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আলালের দুলাল ভাইপোকে আমেরিকায় পাঠাচ্ছেন ।"

এ জিন রাহুল গান্ধিকেও একহাত নেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন যে, "মানুষ রাহুল গান্ধিকে বাতিল করেছে ৷ তিনি কেরলের ওয়েনাড়ের গিয়ে ভোটে লড়েছেন কারণ সেখানে 60 শতাংশ সংখালঘু মানুষ বাস করেন । তিনি ইতালিয়ান ভাষায় কথা বলেন ৷ এটা ভারতীয় ভাষা নয় ।"

অভিষেককে নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 27 জুলাই: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন ৷ এই কর্মসূচি ঘোষণার জন্য তাঁর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন যে, দলের কর্মচারীদের লেলিয়ে দিয়ে চলে গিয়েছেন অভিষেক ।

শ্যামবাজার মোড়ে রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে দু'দিন ব্যাপী ধর্না করছে গেরুয়া শিবির ৷ আজ সেখানেই উপস্থিত হয়ে একাধিক বিষয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এ দিন তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, "আমরাও এক সময় তৃণমূলের কর্মচারী ছিলাম । আমরা খেটেখুটে পরিবর্তন এনেছিলাম । 2011 সালে পিসিকে ক্ষমতায় এনেছিলাম । পিসি তখন বলেছিলেন, আমার কোনও পরিবার নেই ।"

শুভেন্দুর অভিযোগ, অভিষেক 5 অগস্ট তাঁর কর্মীদের লেলিয়ে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার জন্য ৷ এই 'অগণতান্ত্রিক কর্মসূচি' নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বিরোধী দলনেতা ।

তাঁর কথায়, "আমাদের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে ৷ কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে কেউ নেই । তাঁদের অত্যাচারিত হতে হচ্ছে । তাঁদের সবার নিরাপত্তার স্বার্থে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছি । এই বিষয় আগামী সোমবার শুনানি রয়েছে । সে দিনই এই নিয়ে সিদ্ধান্ত হবে ।"

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি । 5 আগস্ট এর জন্য বিজেপি কী পদক্ষেপ করতে চলেছে, সেটা আগামী 2 অগস্ট জানানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: অভিষেককে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ রাহুলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির থেকে অনুমতি নিয়ে বিদেশে চোখ দেখাতে গিয়েছেন ।

এই বিষয়ে শুভেন্দু বলেন যে, "বিষয়টা পালিয়ে যাওয়ার নয় ৷ এর আগেও তিনি গিয়েছেন । তিনি শর্তাধীন অনুমতি নিয়ে চিকিৎসার জন্য কোথাও একটা গিয়েছেন । তবে তিনি ফিরবেন নাকি ফিরবেন না, নাকি তাঁর অতি প্রিয় বন্ধু বিনয় মিশ্রর সঙ্গে থেকে যাবেন ! তাঁর শ্যালিকা যেমন পালিয়ে গিয়েছেন ৷ এই প্রশ্নের উত্তর একমাত্র ভাইপোই দিতে পারবেন । গরিব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আলালের দুলাল ভাইপোকে আমেরিকায় পাঠাচ্ছেন ।"

এ জিন রাহুল গান্ধিকেও একহাত নেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন যে, "মানুষ রাহুল গান্ধিকে বাতিল করেছে ৷ তিনি কেরলের ওয়েনাড়ের গিয়ে ভোটে লড়েছেন কারণ সেখানে 60 শতাংশ সংখালঘু মানুষ বাস করেন । তিনি ইতালিয়ান ভাষায় কথা বলেন ৷ এটা ভারতীয় ভাষা নয় ।"

Last Updated : Jul 27, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.