ETV Bharat / state

Suvendu Adhikari: মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Apr 20, 2023, 7:20 PM IST

কলকাতা, 20 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সেই লড়াইয়ে জিতেছিলেন শুভেন্দু ৷ তার পরের দু’বছরে বারবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে ৷ বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করতে বসে সেই কথা আবারও বললেন তিনি ৷ সঙ্গে তাঁর সংযোজন, মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে তিনি রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন ৷

প্রসঙ্গত, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন বলে শুভেন্দু যে দাবি করেন, তা খণ্ডন করেন তিনি ৷ পাশাপাশি শুভেন্দু অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ৷ বৃহস্পতিবার তারই পালটা সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু ৷ সেখানে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি যে মমতাকে হারিয়েছিলেন, সেই প্রসঙ্গ তুলে আনেন ৷ এই নিয়ে কটাক্ষ করেন ৷ পাশাপাশি দাবি করেন, রাজ্যের পুলিশ-প্রশাসনকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ৷ তাঁর নামে একাধিক মামলা হওয়ার প্রসঙ্গ তুলেই এই দাবি করেন তিনি ৷ একই সঙ্গে জানান, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট, সর্বত্রই তাঁর কাছে হারতে হচ্ছে মমতার সরকারকে ৷ এখনও পর্যন্ত 6টি মামলার মধ্যে পাঁচটিতে হেরেছে রাজ্য বা রাজ্যের মদতে থাকা কোনও নেতা ৷ আর একটির নিয়ে এখনও কোনও নির্দেশ আদালত দেয়নি ৷

বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকে ফাঁদে ফেলতে চেয়েছিল পুলিশ ৷ সেই কারণেই সংখ্যালঘু মহিলা পুলিশ আধিকারিককে পাঠানো হয় ৷ সেদিন ধাক্কাধাক্কি হলে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হত, সংখ্যালঘুর অধিকার রক্ষা আইনেও মামলা হতে পারত বলে শুভেন্দুর দাবি ৷ সেই কারণেই তিনি মহিলা আধিকারিকদের তাঁকে না ধরার কথা বলেছিলেন ৷ অথচ সেটা নিয়েও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

শুভেন্দুর দাবি, সিপিএম নেতারা যখন মমতাকে নিয়ে কুৎসা করতেন, তখন বাংলার মানুষ মমতার পক্ষে দাঁড়িয়েছেন ৷ তাঁকে নিয়ে এখন মমতা কুৎসা করছেন ৷ এভাবে মমতাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন: শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

কলকাতা, 20 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনে মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সেই লড়াইয়ে জিতেছিলেন শুভেন্দু ৷ তার পরের দু’বছরে বারবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেওয়ার হুঁশিয়ারি শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে ৷ বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করতে বসে সেই কথা আবারও বললেন তিনি ৷ সঙ্গে তাঁর সংযোজন, মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে তিনি রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন ৷

প্রসঙ্গত, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন বলে শুভেন্দু যে দাবি করেন, তা খণ্ডন করেন তিনি ৷ পাশাপাশি শুভেন্দু অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ৷ বৃহস্পতিবার তারই পালটা সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু ৷ সেখানে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি যে মমতাকে হারিয়েছিলেন, সেই প্রসঙ্গ তুলে আনেন ৷ এই নিয়ে কটাক্ষ করেন ৷ পাশাপাশি দাবি করেন, রাজ্যের পুলিশ-প্রশাসনকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ৷ তাঁর নামে একাধিক মামলা হওয়ার প্রসঙ্গ তুলেই এই দাবি করেন তিনি ৷ একই সঙ্গে জানান, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট, সর্বত্রই তাঁর কাছে হারতে হচ্ছে মমতার সরকারকে ৷ এখনও পর্যন্ত 6টি মামলার মধ্যে পাঁচটিতে হেরেছে রাজ্য বা রাজ্যের মদতে থাকা কোনও নেতা ৷ আর একটির নিয়ে এখনও কোনও নির্দেশ আদালত দেয়নি ৷

বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকে ফাঁদে ফেলতে চেয়েছিল পুলিশ ৷ সেই কারণেই সংখ্যালঘু মহিলা পুলিশ আধিকারিককে পাঠানো হয় ৷ সেদিন ধাক্কাধাক্কি হলে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হত, সংখ্যালঘুর অধিকার রক্ষা আইনেও মামলা হতে পারত বলে শুভেন্দুর দাবি ৷ সেই কারণেই তিনি মহিলা আধিকারিকদের তাঁকে না ধরার কথা বলেছিলেন ৷ অথচ সেটা নিয়েও তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

শুভেন্দুর দাবি, সিপিএম নেতারা যখন মমতাকে নিয়ে কুৎসা করতেন, তখন বাংলার মানুষ মমতার পক্ষে দাঁড়িয়েছেন ৷ তাঁকে নিয়ে এখন মমতা কুৎসা করছেন ৷ এভাবে মমতাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন: শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.