কলকাতা, 18 নভেম্বর: রাজ্য বিজেপির (BJP) নেতারা বাংলার উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছেন ৷ কেন্দ্রের কাছে গিয়ে বিভিন্ন প্রকল্পের অর্থ না দেওয়ার আর্জি জানাচ্ছেন ৷ বারবার এই অভিযোগ শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) মুখে ৷ শুক্রবার মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর দাবি, বিজেপি রাজ্যের উন্নয়নের বিপক্ষে নয় ৷ বিজেপি বাংলার সরকারের স্টিকার রাজনীতির বিপক্ষে ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় (PMGSY) বাংলার সরকারকে প্রায় 500 কোটি বরাদ্দ করা হয়েছে ৷ সেই নিয়েই কথা বলতে গিয়ে শুভেন্দু এই মন্তব্য করেন ৷
তাঁর কথায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ৷ কেন্দ্রের প্রকল্পগুলিকে নিজেদের নামে চালাতে চাইছে রাজ্য ৷ বিজেপি এর বিরোধিতা করেছিল ৷ সেই কারণে তিনি ও বিজেপির অন্য নেতারা দিল্লির কাছে এই নিয়ে অভিযোগ করেছিলেন ৷
তাঁর আরও দাবি, কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে যে রাজ্য বিজেপির বাধা সত্ত্বেও নবান্নকে টাকা দিল কেন্দ্র ৷ কিন্তু তিনি জানিয়েছেন বিষয়টি তেমন নয় ৷ পাশাপাশি তাঁর দাবি, এবার টাকা দিয়ে কেন্দ্রের তরফে প্রকল্প সংক্রান্ত গাইডলাইনগুলি মেনে চলতে বলা হয়েছে ৷ যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার লোগোর ব্যবহার ৷
আরও পড়ুন: শুভেন্দু যা বলে, তা করে দেখায়, তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার