ETV Bharat / state

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু

Suvendu Adhikari on Meetings with BJPs Central Leadership: গত সোমবার থেকে দফায় দফায় বিজেপির জাতীয় শীর্ষ নেতৃত্ব বাংলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হল ? বুধবার কলকাতায় ফিরে সেই প্রশ্নের উত্তর দিতে চাইলেন না শুভেন্দু অধিকারী ৷ শুধু জানালেন, পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jul 26, 2023, 5:22 PM IST

Updated : Jul 26, 2023, 5:53 PM IST

পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু

কলকাতা, 26 জুলাই: দফায় দফায় বিজেপির জাতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বুধবার নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু দেশের রাজধানীতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঠিক কী আলোচনা হল, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না এই বিজেপি বিধায়ক ৷ শুধু বললেন, ‘‘আপনাদের বলার জন্য নয় ৷ আপনারা বৈঠকের ছবিও পাবেন না ।’’

তবে তিনি ও বঙ্গ বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে দলের জাতীয় নেতৃত্বের কী কথা হতে পারে, তার আভাস অবশ্য দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই রাজনীতিবিদের কথায়, ‘‘বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে । পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে ।’’

এ দিকে পদ্ম শিবিরে জল্পনা ছড়িয়েছে যে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় সভাপতি পদে বদল করতে পারে বিজেপি ৷ সুকান্ত মজুমদারের জায়গায় আনা হতে পারে শুভেন্দু অধিকারীকে ৷ কিন্তু দিল্লি থেকে ফিরে বৈঠক নিয়ে শুভেন্দু যা বলেছেন, তার মধ্যে এমন কোনও বিষয়ে কোনও ইঙ্গিতই তিনি দেননি ৷ বরং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিষয়ে তোপ দেগেছেন রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা ? সুকান্তর জায়গায় আসছেন শুভেন্দু !

পঞ্চায়েত মামলা প্রসঙ্গে কমিশনকে নিশানা শুভেন্দু অধিকারী: পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে কমিশনের হলফনামা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নির্বাচন কমিশন মানে, রাজ্য নির্বাচন কমিশন, মানে রাজীবা সিনহা ৷ ওতো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতা বাস্তবের উপর দাঁড়িয়ে যে অভিযোগ করেছিলেন, তা খণ্ডনই করবে ৷’’ তাঁর আরও দাবি, সংবাদমাধ্যম দেখিয়েছে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে । সেটাই সত্যি ৷ তাই বিরোধী দলনেতার অভিযোগও সঠিক ৷ এই নিয়ে কমিশন মিথ্যা কথা বলছে ৷

বাংলায় নারী নির্যাতন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী: বিরোধী দলনেতার অভিযোগ, বঙ্গে নারীশক্তি, নাবালিকারা অসুরক্ষিত এবং অত্যাচারিত । আজ বিধানসভায় বিজেপির মহিলা বিধায়করা ব্যাপক প্রতিবাদ করেছেন । পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার তরফে শ্যামবাজারে নেতাজি মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ শুরু করেছে । পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিও অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত । এই নিয়ে বিধানসভার বাইরে ও ভেতরে লড়াই হচ্ছে ।

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

পৌর দুর্নীতিতে সিবিআই তদন্ত: আদালতের নির্দেশে পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই ৷ এ দিনই কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভার আধিকারিকদের সিবিআই ডেকে পাঠায় ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘70টা পৌরসভায় চাকরি চুরি হয়েছে৷ বরানগর-কামারহাটি থেকে শুরু করে একেবারে সর্বত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এই চক্র বেশি সক্রিয় ছিল । পৌরপ্রধান এবং নিয়োগের সঙ্গে জড়িত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমার মনে হয় ।’’

এই নিয়ে পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, পৌর নিয়োগ তদন্ত নিয়ে সিবিআই যত এগোচ্ছে, ততই পৌরমন্ত্রী ভুল বকছেন । আগামিদিনে এই ভুল বকা, প্রলাপ বিলাপ সবই বাড়বে ।

আরও পড়ুন: পঞ্চায়েতে সন্ত্রাস-হিংসা-ভোট লুঠ, শ্যামবাজারে ধরনায় বিজেপি মহিলা মোর্চা

এছাড়া তিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে পঞ্চায়েতের হিংসা নিয়ে দিল্লি থেকে আসা বিজেপির তথ্য অনুসন্ধানকারী দলের রিপোর্টের যথার্থতা আছে ৷ কারণ, ওই দল বাস্তব পরিস্থিতি দেখে এই রিপোর্ট তৈরি করেছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিধানসভার বাদল অধিবেশনে বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা থেকে ডেঙ্গি পরিস্থিতি, সবকিছু নিয়েই সরব হবে ৷

পশ্চিমবঙ্গের ভালোর জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লি থেকে ফিরে জানালেন শুভেন্দু

কলকাতা, 26 জুলাই: দফায় দফায় বিজেপির জাতীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে বুধবার নয়াদিল্লি থেকে কলকাতায় ফিরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু দেশের রাজধানীতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঠিক কী আলোচনা হল, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না এই বিজেপি বিধায়ক ৷ শুধু বললেন, ‘‘আপনাদের বলার জন্য নয় ৷ আপনারা বৈঠকের ছবিও পাবেন না ।’’

তবে তিনি ও বঙ্গ বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে দলের জাতীয় নেতৃত্বের কী কথা হতে পারে, তার আভাস অবশ্য দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক ৷ বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই রাজনীতিবিদের কথায়, ‘‘বৈঠকে যা হয়েছে পশ্চিমবঙ্গের ভালোর জন্যই হয়েছে । পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই, সবাই মিলে আমরা চেষ্টা করছি, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবে ।’’

এ দিকে পদ্ম শিবিরে জল্পনা ছড়িয়েছে যে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় সভাপতি পদে বদল করতে পারে বিজেপি ৷ সুকান্ত মজুমদারের জায়গায় আনা হতে পারে শুভেন্দু অধিকারীকে ৷ কিন্তু দিল্লি থেকে ফিরে বৈঠক নিয়ে শুভেন্দু যা বলেছেন, তার মধ্যে এমন কোনও বিষয়ে কোনও ইঙ্গিতই তিনি দেননি ৷ বরং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক বিষয়ে তোপ দেগেছেন রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা ? সুকান্তর জায়গায় আসছেন শুভেন্দু !

পঞ্চায়েত মামলা প্রসঙ্গে কমিশনকে নিশানা শুভেন্দু অধিকারী: পঞ্চায়েত নির্বাচনে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে কমিশনের হলফনামা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘নির্বাচন কমিশন মানে, রাজ্য নির্বাচন কমিশন, মানে রাজীবা সিনহা ৷ ওতো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোষ্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লিখে দেওয়া হলফনামা দাখিল করবে এবং বিরোধী দলনেতা বাস্তবের উপর দাঁড়িয়ে যে অভিযোগ করেছিলেন, তা খণ্ডনই করবে ৷’’ তাঁর আরও দাবি, সংবাদমাধ্যম দেখিয়েছে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে । সেটাই সত্যি ৷ তাই বিরোধী দলনেতার অভিযোগও সঠিক ৷ এই নিয়ে কমিশন মিথ্যা কথা বলছে ৷

বাংলায় নারী নির্যাতন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী: বিরোধী দলনেতার অভিযোগ, বঙ্গে নারীশক্তি, নাবালিকারা অসুরক্ষিত এবং অত্যাচারিত । আজ বিধানসভায় বিজেপির মহিলা বিধায়করা ব্যাপক প্রতিবাদ করেছেন । পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার তরফে শ্যামবাজারে নেতাজি মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ শুরু করেছে । পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে ভারতীয় জনতা পার্টিও অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত । এই নিয়ে বিধানসভার বাইরে ও ভেতরে লড়াই হচ্ছে ।

আরও পড়ুন: নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে না পেরে বিধানসভায় বিজেপির ওয়াক আউট

পৌর দুর্নীতিতে সিবিআই তদন্ত: আদালতের নির্দেশে পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই ৷ এ দিনই কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভার আধিকারিকদের সিবিআই ডেকে পাঠায় ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘70টা পৌরসভায় চাকরি চুরি হয়েছে৷ বরানগর-কামারহাটি থেকে শুরু করে একেবারে সর্বত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এই চক্র বেশি সক্রিয় ছিল । পৌরপ্রধান এবং নিয়োগের সঙ্গে জড়িত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমার মনে হয় ।’’

এই নিয়ে পৌরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, পৌর নিয়োগ তদন্ত নিয়ে সিবিআই যত এগোচ্ছে, ততই পৌরমন্ত্রী ভুল বকছেন । আগামিদিনে এই ভুল বকা, প্রলাপ বিলাপ সবই বাড়বে ।

আরও পড়ুন: পঞ্চায়েতে সন্ত্রাস-হিংসা-ভোট লুঠ, শ্যামবাজারে ধরনায় বিজেপি মহিলা মোর্চা

এছাড়া তিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের পলিগ্রাফ টেস্ট করানোর দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে পঞ্চায়েতের হিংসা নিয়ে দিল্লি থেকে আসা বিজেপির তথ্য অনুসন্ধানকারী দলের রিপোর্টের যথার্থতা আছে ৷ কারণ, ওই দল বাস্তব পরিস্থিতি দেখে এই রিপোর্ট তৈরি করেছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিধানসভার বাদল অধিবেশনে বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা থেকে ডেঙ্গি পরিস্থিতি, সবকিছু নিয়েই সরব হবে ৷

Last Updated : Jul 26, 2023, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.