ETV Bharat / state

TMC on Suvendu: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের - Suvendu Adhikari

বিরোধী দলনেতার বিরুদ্ধে আদিবাসী এবং মহিলাদের প্রতি অসাংবিধানিক ভাষা ব্যবহারের অভিযোগ আনল তৃণমূল (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে সেই অভিযোগ করেছে রাজ্যের শাসকদল (TMC) ৷

Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman Allegation by TMC
Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman Allegation by TMC
author img

By

Published : Nov 14, 2022, 11:28 AM IST

Updated : Nov 14, 2022, 11:55 AM IST

কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী বিজেপি ৷ বিষয়টি আজ আদালত পর্যন্তও গড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করল তৃণমূল ৷ যেখানে বিরোধী দলনেতাকে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা বিধায়ক বীরবাহা হাঁসদাকে 'জুতোর তলায়' রাখা কথা বলতে শোনা যাচ্ছে (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ আর সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে, মহিলা এবং আদিবাসীদের উদ্দেশ্যে অসাংবিধানিক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ৷ ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

‘‘রাষ্ট্রপতিকে কেমন দেখতে ?’’ রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের জেরে গত 2 দিন ধরে তোলপাড় রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন হুগলির সাসংদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ আদালতেও অখিল গিরির বিরুদ্ধে দেশে সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, কেন অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ? এমন একাধিক প্রশ্নে শাসকদলকে বিঁধছে রাজ্য বিজেপির নেতারা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল গিরি ৷

এসবের মাঝেই এবার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজ এবং মহিলাদের অসম্মান ও অসাংবিধানিক কথা বলার অভিযোগ তুলল তৃণমূল ৷ এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে ঘাসফুল শিবির ৷ সেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওই গুলো শিশু ৷ ওই যে দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা, যেগুলো বসে আছে সব শিশু, আমার জুতোর তলায় থাকে ৷’’ এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছে, ‘‘মহিলা এবং জনজাতি সমাজকে হেয় করা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় স্বভাব হিসেবে উঠে এসেছে ৷ তিনি বিধায়ক বীরবাহা হাঁসদার বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছেন ৷ যিনি একজন গর্বিত আদিবাসী এবং মাটির সন্তান ৷’’

আরও পড়ুন: অখিল বিতর্কের মধ্যেই আদিবাসী মন পেতে বিধায়কদের চিঠি মমতার

তৃণমূলের এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ব্যবহারকারীরা ৷ যেখানে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অখিল গিরির রাষ্ট্রপতিকে কুমন্তব্য করার ইস্যুকে ধামাচাপা দিতে পুরনো ভিডিয়ো প্রকাশের অভিযোগ করা হয়েছে ৷ এমনও মন্তব্য করা হয়েছে যে, অখিল গিরি ইস্যুতে বিজেপি যেভাবে তৃণমূলকে চাপে ফেলেছে তার থেকে পালিয়ে বাঁচতে পাল্টা অভিযোগের পথে হাঁটছে তৃণমূল ৷ এমনই নানান মন্তব্যে ভরে গিয়েছে তৃণমূলের সেই পোস্ট ৷ কেউ কেউ আবার শুভেন্দুর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ।

কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী বিজেপি ৷ বিষয়টি আজ আদালত পর্যন্তও গড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করল তৃণমূল ৷ যেখানে বিরোধী দলনেতাকে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা বিধায়ক বীরবাহা হাঁসদাকে 'জুতোর তলায়' রাখা কথা বলতে শোনা যাচ্ছে (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ আর সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে, মহিলা এবং আদিবাসীদের উদ্দেশ্যে অসাংবিধানিক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ৷ ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

‘‘রাষ্ট্রপতিকে কেমন দেখতে ?’’ রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের জেরে গত 2 দিন ধরে তোলপাড় রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন হুগলির সাসংদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ আদালতেও অখিল গিরির বিরুদ্ধে দেশে সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, কেন অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ? এমন একাধিক প্রশ্নে শাসকদলকে বিঁধছে রাজ্য বিজেপির নেতারা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল গিরি ৷

এসবের মাঝেই এবার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজ এবং মহিলাদের অসম্মান ও অসাংবিধানিক কথা বলার অভিযোগ তুলল তৃণমূল ৷ এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে ঘাসফুল শিবির ৷ সেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওই গুলো শিশু ৷ ওই যে দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা, যেগুলো বসে আছে সব শিশু, আমার জুতোর তলায় থাকে ৷’’ এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছে, ‘‘মহিলা এবং জনজাতি সমাজকে হেয় করা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় স্বভাব হিসেবে উঠে এসেছে ৷ তিনি বিধায়ক বীরবাহা হাঁসদার বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছেন ৷ যিনি একজন গর্বিত আদিবাসী এবং মাটির সন্তান ৷’’

আরও পড়ুন: অখিল বিতর্কের মধ্যেই আদিবাসী মন পেতে বিধায়কদের চিঠি মমতার

তৃণমূলের এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ব্যবহারকারীরা ৷ যেখানে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অখিল গিরির রাষ্ট্রপতিকে কুমন্তব্য করার ইস্যুকে ধামাচাপা দিতে পুরনো ভিডিয়ো প্রকাশের অভিযোগ করা হয়েছে ৷ এমনও মন্তব্য করা হয়েছে যে, অখিল গিরি ইস্যুতে বিজেপি যেভাবে তৃণমূলকে চাপে ফেলেছে তার থেকে পালিয়ে বাঁচতে পাল্টা অভিযোগের পথে হাঁটছে তৃণমূল ৷ এমনই নানান মন্তব্যে ভরে গিয়েছে তৃণমূলের সেই পোস্ট ৷ কেউ কেউ আবার শুভেন্দুর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ।

Last Updated : Nov 14, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.