ETV Bharat / state

TMC on Suvendu: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের

বিরোধী দলনেতার বিরুদ্ধে আদিবাসী এবং মহিলাদের প্রতি অসাংবিধানিক ভাষা ব্যবহারের অভিযোগ আনল তৃণমূল (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে সেই অভিযোগ করেছে রাজ্যের শাসকদল (TMC) ৷

Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman Allegation by TMC
Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman Allegation by TMC
author img

By

Published : Nov 14, 2022, 11:28 AM IST

Updated : Nov 14, 2022, 11:55 AM IST

কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী বিজেপি ৷ বিষয়টি আজ আদালত পর্যন্তও গড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করল তৃণমূল ৷ যেখানে বিরোধী দলনেতাকে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা বিধায়ক বীরবাহা হাঁসদাকে 'জুতোর তলায়' রাখা কথা বলতে শোনা যাচ্ছে (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ আর সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে, মহিলা এবং আদিবাসীদের উদ্দেশ্যে অসাংবিধানিক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ৷ ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

‘‘রাষ্ট্রপতিকে কেমন দেখতে ?’’ রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের জেরে গত 2 দিন ধরে তোলপাড় রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন হুগলির সাসংদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ আদালতেও অখিল গিরির বিরুদ্ধে দেশে সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, কেন অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ? এমন একাধিক প্রশ্নে শাসকদলকে বিঁধছে রাজ্য বিজেপির নেতারা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল গিরি ৷

এসবের মাঝেই এবার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজ এবং মহিলাদের অসম্মান ও অসাংবিধানিক কথা বলার অভিযোগ তুলল তৃণমূল ৷ এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে ঘাসফুল শিবির ৷ সেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওই গুলো শিশু ৷ ওই যে দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা, যেগুলো বসে আছে সব শিশু, আমার জুতোর তলায় থাকে ৷’’ এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছে, ‘‘মহিলা এবং জনজাতি সমাজকে হেয় করা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় স্বভাব হিসেবে উঠে এসেছে ৷ তিনি বিধায়ক বীরবাহা হাঁসদার বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছেন ৷ যিনি একজন গর্বিত আদিবাসী এবং মাটির সন্তান ৷’’

আরও পড়ুন: অখিল বিতর্কের মধ্যেই আদিবাসী মন পেতে বিধায়কদের চিঠি মমতার

তৃণমূলের এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ব্যবহারকারীরা ৷ যেখানে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অখিল গিরির রাষ্ট্রপতিকে কুমন্তব্য করার ইস্যুকে ধামাচাপা দিতে পুরনো ভিডিয়ো প্রকাশের অভিযোগ করা হয়েছে ৷ এমনও মন্তব্য করা হয়েছে যে, অখিল গিরি ইস্যুতে বিজেপি যেভাবে তৃণমূলকে চাপে ফেলেছে তার থেকে পালিয়ে বাঁচতে পাল্টা অভিযোগের পথে হাঁটছে তৃণমূল ৷ এমনই নানান মন্তব্যে ভরে গিয়েছে তৃণমূলের সেই পোস্ট ৷ কেউ কেউ আবার শুভেন্দুর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ।

কলকাতা, 14 নভেম্বর: অখিল গিরির রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিরোধী বিজেপি ৷ বিষয়টি আজ আদালত পর্যন্তও গড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিয়ো টুইটারে পোস্ট করল তৃণমূল ৷ যেখানে বিরোধী দলনেতাকে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা বিধায়ক বীরবাহা হাঁসদাকে 'জুতোর তলায়' রাখা কথা বলতে শোনা যাচ্ছে (Suvendu Adhikari Used Unparliamentary Language to A Woman) ৷ আর সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে, মহিলা এবং আদিবাসীদের উদ্দেশ্যে অসাংবিধানিক ভাষা প্রয়োগের অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ৷ ইটিভি ভারত এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

‘‘রাষ্ট্রপতিকে কেমন দেখতে ?’’ রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের জেরে গত 2 দিন ধরে তোলপাড় রাজ্য তথা জাতীয় রাজনীতি ৷ তৃণমূলের এই মন্ত্রীর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন হুগলির সাসংদ লকেট চট্টোপাধ্যায় ৷ আজ আদালতেও অখিল গিরির বিরুদ্ধে দেশে সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী কেন চুপ রয়েছেন, কেন অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না ? এমন একাধিক প্রশ্নে শাসকদলকে বিঁধছে রাজ্য বিজেপির নেতারা ৷ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিরোধীরা ৷ চাপের মুখে রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন অখিল গিরি ৷

এসবের মাঝেই এবার পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদিবাসী সমাজ এবং মহিলাদের অসম্মান ও অসাংবিধানিক কথা বলার অভিযোগ তুলল তৃণমূল ৷ এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে ঘাসফুল শিবির ৷ সেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, ‘‘ওই গুলো শিশু ৷ ওই যে দেবনাথ হাঁসদা ও বীরবাহা হাঁসদা, যেগুলো বসে আছে সব শিশু, আমার জুতোর তলায় থাকে ৷’’ এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল অভিযোগ করেছে, ‘‘মহিলা এবং জনজাতি সমাজকে হেয় করা শুভেন্দু অধিকারীর দ্বিতীয় স্বভাব হিসেবে উঠে এসেছে ৷ তিনি বিধায়ক বীরবাহা হাঁসদার বিরুদ্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করেছেন ৷ যিনি একজন গর্বিত আদিবাসী এবং মাটির সন্তান ৷’’

আরও পড়ুন: অখিল বিতর্কের মধ্যেই আদিবাসী মন পেতে বিধায়কদের চিঠি মমতার

তৃণমূলের এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ব্যবহারকারীরা ৷ যেখানে তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অখিল গিরির রাষ্ট্রপতিকে কুমন্তব্য করার ইস্যুকে ধামাচাপা দিতে পুরনো ভিডিয়ো প্রকাশের অভিযোগ করা হয়েছে ৷ এমনও মন্তব্য করা হয়েছে যে, অখিল গিরি ইস্যুতে বিজেপি যেভাবে তৃণমূলকে চাপে ফেলেছে তার থেকে পালিয়ে বাঁচতে পাল্টা অভিযোগের পথে হাঁটছে তৃণমূল ৷ এমনই নানান মন্তব্যে ভরে গিয়েছে তৃণমূলের সেই পোস্ট ৷ কেউ কেউ আবার শুভেন্দুর মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ।

Last Updated : Nov 14, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.