ETV Bharat / state

দুর্নীতি ঢাকতেই কি পিএসসি-র 5 কর্মীকে বদলি, প্রশ্ন তুললেন শুভেন্দু

Suvendu Adhikari: সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পাঁচজন কর্মচারীকে বদলি করা হয়েছে ৷ এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, দুর্নীতি ঢাকতেই কি পিএসসি-র 5 কর্মীকে বদলি ?

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 3:30 PM IST

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পাঁচ কর্মচারীর বদলি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই কমিশনে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতি ঢাকতেই এই বদলি করা হল ৷ তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা ৷ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এই নিয়ে তিনি আন্দোলনে নামার ও আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷

শনিবার দুপুরে এই নিয়ে একটি পোস্ট সোশাল মিডিয়ায় করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই পোস্টে যে ছবিটি রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পাঁচজন কর্মচারী বদলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ পাবলিক সার্ভিস কমিশন থেকে তাঁদের বিভিন্ন জেলার জেলাশাসকের দফতরে বদলি করা হয়েছে ৷

এই নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতিতে প্রভাবশালীরা জড়িত রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে ৷ সেই কারণে এই দুর্নীতি ঢাকতে ওই পাঁচজন কর্মচারীকে বদলি করে দেওয়া হল ৷

  • Here's the Transfer Order of 5 employees of the WB Public Service Commission. There have been massive irregularities in the recruitment process in the last few years due to the involvement of a few influential persons of the State.
    The State Govt has something to hide and this… pic.twitter.com/yAx6pfJvZA

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই পোস্টে শুভেন্দু লিখেছেন, দেশের সংবিধানের 315 ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছে ৷ একটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা৷ তাই এই সংস্থাকে স্বাধীনভাবে করা উচিত ৷ আর এই ধরনের বদলি কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ ৷

সেই কারণে শুভেন্দু পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সচিব ও সদস্য়দের কাছে এই নিয়ে পদক্ষেপ করার অনুরোধ করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ৷ না হলে আন্দোলন হবে৷ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে ৷

আরও পড়ুন:

  1. 29 নভেম্বর বিজেপির বিশাল সমাবেশ, ভিডিয়ো বার্তায় যোগ দেওয়ার ডাক শুভেন্দুর
  2. মিড ডে মিল দুর্নীতিতে জেলে যাবেন মমতা, দাবি শুভেন্দুর
  3. মলয়ের সম্পত্তি আমি জানি, আর তদন্তকারীরা জানেন না ? প্রশ্ন শুভেন্দুর

কলকাতা, 25 নভেম্বর: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পাঁচ কর্মচারীর বদলি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, এই কমিশনে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতি ঢাকতেই এই বদলি করা হল ৷ তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা ৷ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এই নিয়ে তিনি আন্দোলনে নামার ও আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷

শনিবার দুপুরে এই নিয়ে একটি পোস্ট সোশাল মিডিয়ায় করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই পোস্টে যে ছবিটি রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পাঁচজন কর্মচারী বদলির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ৷ পাবলিক সার্ভিস কমিশন থেকে তাঁদের বিভিন্ন জেলার জেলাশাসকের দফতরে বদলি করা হয়েছে ৷

এই নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতিতে প্রভাবশালীরা জড়িত রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে ৷ সেই কারণে এই দুর্নীতি ঢাকতে ওই পাঁচজন কর্মচারীকে বদলি করে দেওয়া হল ৷

  • Here's the Transfer Order of 5 employees of the WB Public Service Commission. There have been massive irregularities in the recruitment process in the last few years due to the involvement of a few influential persons of the State.
    The State Govt has something to hide and this… pic.twitter.com/yAx6pfJvZA

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই পোস্টে শুভেন্দু লিখেছেন, দেশের সংবিধানের 315 ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছে ৷ একটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা৷ তাই এই সংস্থাকে স্বাধীনভাবে করা উচিত ৷ আর এই ধরনের বদলি কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ ৷

সেই কারণে শুভেন্দু পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সচিব ও সদস্য়দের কাছে এই নিয়ে পদক্ষেপ করার অনুরোধ করেছেন ৷ তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ৷ না হলে আন্দোলন হবে৷ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে ৷

আরও পড়ুন:

  1. 29 নভেম্বর বিজেপির বিশাল সমাবেশ, ভিডিয়ো বার্তায় যোগ দেওয়ার ডাক শুভেন্দুর
  2. মিড ডে মিল দুর্নীতিতে জেলে যাবেন মমতা, দাবি শুভেন্দুর
  3. মলয়ের সম্পত্তি আমি জানি, আর তদন্তকারীরা জানেন না ? প্রশ্ন শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.