ETV Bharat / state

Suvendu Adhikari: গরিবকে লুটতেই ডিয়ার লটারির রমরমা ! টুইটে সরব শুভেন্দু

'ডিয়ার লটারি' (Dear Lottery) নিয়ে আবারও সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একের পর এক টুইটে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের নেতা ও মন্ত্রীদের ৷

Suvendu Adhikari raised his voice against Dear Lottery
Suvendu Adhikari: গরিবকে লুটতেই ডিয়ার লটারির রমরমা ! টুইটে সরব শুভেন্দু
author img

By

Published : Oct 27, 2022, 7:24 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: ফের একবার 'ডিয়ার লটারি' (Dear Lottery) নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে পরপর বেশ কয়েকটি টুইট করেন শুভেন্দু ৷ যার মোদ্দা কথা হল, এই ডিয়ার লটারির মাধ্যমে আদতে প্রকাশ্যেই জনগণের টাকা লুট করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, এই ঘটনার সঙ্গেও সরাসরি 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু ৷ তাঁর ইঙ্গিত, ডিয়ার লটারির টাকা থেকে লাভবান হন অভিষেক স্বয়ং !

শুভেন্দুর যুক্তি, অন্য়ান্য সমস্ত বিশ্বাসযোগ্য লটারি সংস্থাকে কোণঠাসা করে দিয়ে শুধুমাত্র একটি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ৷ আর তার বদলে সুবিধা নিচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷ সাধারণ মানুষ পুরস্কারের আশায় লটারির টিকিট কিনতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন, অন্যদিকে সেই টাকা পুরস্কারের নামে জমা হচ্ছে শাসকদলের নেতা, মন্ত্রীদের সিন্দুকে ! সম্প্রতি এ নিয়ে সংবাদমাধ্যমেও বেশ কিছু চাঞ্চল্যকর খবর সম্প্রচার করা হয় ৷ টুইটে সেই প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: ফোঁটা নিতে 'দিদি'র কাছে হাজির মুকুল-কানন, নেই জেলবন্দি পার্থ

বিরোধী দলনেতা তাঁর একটি টুইটে লিখেছেন, "এই উদ্বেগজনক ইস্যুটি নিয়ে আমি অনেক দিন ধরেই আওয়াজ তুলছি ৷ পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে লটারির পুরস্কারের নামে সহজে মোটা টাকা পাওয়ার লোভ দেখানো হচ্ছে ৷ তাঁরা সহজেই তাঁদের কষ্টার্জিত টাকা খরচ করে এইসব লটারির টিকিট কাটছেন ৷ আর সেই টাকায় তৃণমূল নেতারা লাভবান হচ্ছেন ৷"

আর একটি টুইটে শুভেন্দু জানান, তিনি গত বছরই এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন ৷ টুইটে সেই চিঠিটিও পোস্ট করেছেন শুভেন্দু ৷ সেইসঙ্গে তুলে ধরেছেন বেশ কিছু তথ্য ৷ যেমন, ডিয়ার লটারিতে একবার অনুব্রত মণ্ডল নামে এক ব্যক্তির পুরস্কার জেতার খবর আসে ! সেই অনুব্রত আবার বীরভূমের বাসিন্দা ! এছাড়া, বিবেক গুপ্ত নামে এক তৃণমূল বিধায়কের স্ত্রীও ডিয়ার লটারির মাধ্যমে 1 কোটি টাকার পুরস্কার জেতেন ! এইসব ঘটনা কাকতালীয় নয় বলেই দাবি করেছেন শুভেন্দু ৷ তাঁর যুক্তি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে লটারি ব্যবসার নামে রাজ্যের দরিদ্র মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা ৷

নয়াদিল্লি, 27 অক্টোবর: ফের একবার 'ডিয়ার লটারি' (Dear Lottery) নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে পরপর বেশ কয়েকটি টুইট করেন শুভেন্দু ৷ যার মোদ্দা কথা হল, এই ডিয়ার লটারির মাধ্যমে আদতে প্রকাশ্যেই জনগণের টাকা লুট করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, এই ঘটনার সঙ্গেও সরাসরি 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু ৷ তাঁর ইঙ্গিত, ডিয়ার লটারির টাকা থেকে লাভবান হন অভিষেক স্বয়ং !

শুভেন্দুর যুক্তি, অন্য়ান্য সমস্ত বিশ্বাসযোগ্য লটারি সংস্থাকে কোণঠাসা করে দিয়ে শুধুমাত্র একটি সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ৷ আর তার বদলে সুবিধা নিচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷ সাধারণ মানুষ পুরস্কারের আশায় লটারির টিকিট কিনতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন, অন্যদিকে সেই টাকা পুরস্কারের নামে জমা হচ্ছে শাসকদলের নেতা, মন্ত্রীদের সিন্দুকে ! সম্প্রতি এ নিয়ে সংবাদমাধ্যমেও বেশ কিছু চাঞ্চল্যকর খবর সম্প্রচার করা হয় ৷ টুইটে সেই প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: ফোঁটা নিতে 'দিদি'র কাছে হাজির মুকুল-কানন, নেই জেলবন্দি পার্থ

বিরোধী দলনেতা তাঁর একটি টুইটে লিখেছেন, "এই উদ্বেগজনক ইস্যুটি নিয়ে আমি অনেক দিন ধরেই আওয়াজ তুলছি ৷ পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে লটারির পুরস্কারের নামে সহজে মোটা টাকা পাওয়ার লোভ দেখানো হচ্ছে ৷ তাঁরা সহজেই তাঁদের কষ্টার্জিত টাকা খরচ করে এইসব লটারির টিকিট কাটছেন ৷ আর সেই টাকায় তৃণমূল নেতারা লাভবান হচ্ছেন ৷"

আর একটি টুইটে শুভেন্দু জানান, তিনি গত বছরই এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন ৷ টুইটে সেই চিঠিটিও পোস্ট করেছেন শুভেন্দু ৷ সেইসঙ্গে তুলে ধরেছেন বেশ কিছু তথ্য ৷ যেমন, ডিয়ার লটারিতে একবার অনুব্রত মণ্ডল নামে এক ব্যক্তির পুরস্কার জেতার খবর আসে ! সেই অনুব্রত আবার বীরভূমের বাসিন্দা ! এছাড়া, বিবেক গুপ্ত নামে এক তৃণমূল বিধায়কের স্ত্রীও ডিয়ার লটারির মাধ্যমে 1 কোটি টাকার পুরস্কার জেতেন ! এইসব ঘটনা কাকতালীয় নয় বলেই দাবি করেছেন শুভেন্দু ৷ তাঁর যুক্তি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে লটারি ব্যবসার নামে রাজ্যের দরিদ্র মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.