ETV Bharat / state

Suvendu on Contractual Recruitment: লক্ষ টাকার বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ ! মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

author img

By

Published : Mar 20, 2023, 7:29 PM IST

মুখ্যমন্ত্রীর দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে 'থার্ড পার্টি' ৷ সংশ্লিষ্ট পদগুলিতে সর্বোচ্চ মাসিক বেতন 1 লক্ষ 25 হাজার টাকা ! নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ৷ তুললেন একাধিক প্রশ্ন (Suvendu on Contractual Recruitment) ৷

Suvendu Adhikari raise Question on Contractual Recruitment for CMO
ফাইল ছবি

কলকাতা, 20 মার্চ: মুখ্যমন্ত্রীর দফতরে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Contractual Recruitment) ৷ এই বিষয়ে একাধিক টুইট করেছেন তিনি ৷ তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷ এমনকী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর শ্রেণির বিরোধী বলেও কটাক্ষ করেছেন (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷ শুভেন্দুর নিশানা থেকে বাদ যাননি 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ কটাক্ষ করা করা হয়েছে বেসরকারি রাজনৈতিক বিশ্লেষণকারী সংস্থা আইপ্য়াককেও (IPAC) ৷

শুভেন্দুর প্রশ্ন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রবেশদ্বার আইপ্যাকের কর্মীদের জন্য হাট করে খুলে দিলেন ? নাকি ভাইপো এবার থেকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর কার্যালয় পরিচালনা করবেন ?" প্রসঙ্গত, রাজ্য়ের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে তিন ধরনের পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা অভিযোগ প্রতিকার বিভাগের (Grievance Redressal Cell) জন্য এই নিয়োগ করা হবে ৷ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন ধরনের পদের জন্য নিয়োগের প্রক্রিয়া সম্পাদন করবে কোনও 'থার্ড পার্টি' ৷ এই তিনটি পদ হল, চুক্তিভিত্তিক পরামর্শদাতা (Contractual Consultant), চুক্তিভিত্তিক জুনিয়র পরামর্শদাতা (Contractual Junior Consultant) এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী (Contractual Data Entry Operator) ৷ সংশ্লিষ্ট তিন ধরনের পদে মাসিক বেতন হবে যথাক্রমে 1 লক্ষ 25 হাজার টাকা, 75 হাজার টাকা এবং 25 হাজার টাকা ৷ প্রত্যেকটি ক্ষেত্রেই 2 বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ প্রথম দু'ধরনের পদে পাঁচজন করে এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী পদে 10 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  • @HomeBengal's Recruitment Notice violates the Indian Constitution:-
    # Hiring for Public Service without proper creation of posts.
    # Bypasses the Public Service Commission & won't be implementing Reservation Rules.@MamataOfficial has again proved that she's Anti-SC, ST & OBC. pic.twitter.com/COSkioWxxf

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থার্ড পার্টি'র মাধ্যমে সককারি জায়গায় চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তাঁর প্রশ্নগুলি হল, 1) স্থায়ী সরকারি কর্মীদের বদলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করবেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ৷ এতে কি গুরুত্বপূর্ণ ও গোপন তথ্যাবলীর নিরাপত্তা বিঘ্নিত হবে না ? 2) শূন্যপদ সৃষ্টি না করে এবং পাবলিক সার্ভিস কমিশনের মতো সংবিধান স্বীকৃত সংস্থাকে এড়িয়ে কেন এই নিয়োগ করা হবে ? তাতে সংরক্ষণের বিষয়টিকেও পাশ কাটানো হবে না কি ? আর এই কারণেই মুখ্যমন্ত্রীকে তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর শ্রেণির বিরোধী বলে তোপ দেগেছেন শুভেন্দু ৷ 3) কর্পোরেট সংস্থার মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের দায়বদ্ধতা নিয়ে কি প্রশ্ন থেকে যাবে না ?

  • Is @MamataOfficial bringing IPAC into the Chief Minister's Office (CMO) or Bhaipo taking over?

    CMO has asked the Home Dept to recruit Contractual Consultants, Junior Consultants & Data Entry Operators for State Public Grievance Redressal Cell (under the CMO) by 3rd Party Agency. pic.twitter.com/8t32KFFquR

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গরুপাচার মামলায় মমতা-অনুব্রতকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি শুভেন্দুর

শুভেন্দুর আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন বিভাগে প্রায় 3 হাজার কর্মী রয়েছেন ৷ যাঁরা একই ধরনের কাজ (Data Entry Operator) করেন ৷ কিন্তু, তাঁদের মাসিক বেতন মাত্র 13 হাজার টাকা ৷ অথচ, সংশ্লিষ্ট নিয়োগ চুক্তিতে বলা হয়েছে, নবনিযুক্তরা (সংশ্লিষ্ট পদে) মাসে 25 হাজার টাকা বেতন পাবেন ৷ এতে সমকাজে সমবেতনের ভাবনা উপেক্ষিত হবে বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি প্রশ্ন তুলেছেন, কেন প্রায় দ্বিগুন বেতন দেওয়ার কথা বলা হয়েছে ? বিরোধী দলনেতার আশঙ্কা, 'ভাইপো' নিজের পছন্দের লোকেদের সরকারি দফতরে বসাবেন ! তাঁদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেই অতিরিক্ত বেতনের বন্দোবস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷

কলকাতা, 20 মার্চ: মুখ্যমন্ত্রীর দফতরে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu on Contractual Recruitment) ৷ এই বিষয়ে একাধিক টুইট করেছেন তিনি ৷ তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক নিয়ম লঙ্ঘন-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷ এমনকী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর শ্রেণির বিরোধী বলেও কটাক্ষ করেছেন (Suvendu Adhikari slams Mamata Banerjee) ৷ শুভেন্দুর নিশানা থেকে বাদ যাননি 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ কটাক্ষ করা করা হয়েছে বেসরকারি রাজনৈতিক বিশ্লেষণকারী সংস্থা আইপ্য়াককেও (IPAC) ৷

শুভেন্দুর প্রশ্ন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রবেশদ্বার আইপ্যাকের কর্মীদের জন্য হাট করে খুলে দিলেন ? নাকি ভাইপো এবার থেকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর কার্যালয় পরিচালনা করবেন ?" প্রসঙ্গত, রাজ্য়ের স্বরাষ্ট্র দফতরের নির্দেশে তিন ধরনের পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা অভিযোগ প্রতিকার বিভাগের (Grievance Redressal Cell) জন্য এই নিয়োগ করা হবে ৷ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন ধরনের পদের জন্য নিয়োগের প্রক্রিয়া সম্পাদন করবে কোনও 'থার্ড পার্টি' ৷ এই তিনটি পদ হল, চুক্তিভিত্তিক পরামর্শদাতা (Contractual Consultant), চুক্তিভিত্তিক জুনিয়র পরামর্শদাতা (Contractual Junior Consultant) এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী (Contractual Data Entry Operator) ৷ সংশ্লিষ্ট তিন ধরনের পদে মাসিক বেতন হবে যথাক্রমে 1 লক্ষ 25 হাজার টাকা, 75 হাজার টাকা এবং 25 হাজার টাকা ৷ প্রত্যেকটি ক্ষেত্রেই 2 বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে ৷ প্রথম দু'ধরনের পদে পাঁচজন করে এবং চুক্তিভিত্তিক তথ্য লিপিবদ্ধকারী পদে 10 জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

  • @HomeBengal's Recruitment Notice violates the Indian Constitution:-
    # Hiring for Public Service without proper creation of posts.
    # Bypasses the Public Service Commission & won't be implementing Reservation Rules.@MamataOfficial has again proved that she's Anti-SC, ST & OBC. pic.twitter.com/COSkioWxxf

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থার্ড পার্টি'র মাধ্যমে সককারি জায়গায় চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ তাঁর প্রশ্নগুলি হল, 1) স্থায়ী সরকারি কর্মীদের বদলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করবেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ৷ এতে কি গুরুত্বপূর্ণ ও গোপন তথ্যাবলীর নিরাপত্তা বিঘ্নিত হবে না ? 2) শূন্যপদ সৃষ্টি না করে এবং পাবলিক সার্ভিস কমিশনের মতো সংবিধান স্বীকৃত সংস্থাকে এড়িয়ে কেন এই নিয়োগ করা হবে ? তাতে সংরক্ষণের বিষয়টিকেও পাশ কাটানো হবে না কি ? আর এই কারণেই মুখ্যমন্ত্রীকে তফসিলি জাতি ও উপজাতি এবং অন্য়ান্য অনগ্রসর শ্রেণির বিরোধী বলে তোপ দেগেছেন শুভেন্দু ৷ 3) কর্পোরেট সংস্থার মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের দায়বদ্ধতা নিয়ে কি প্রশ্ন থেকে যাবে না ?

  • Is @MamataOfficial bringing IPAC into the Chief Minister's Office (CMO) or Bhaipo taking over?

    CMO has asked the Home Dept to recruit Contractual Consultants, Junior Consultants & Data Entry Operators for State Public Grievance Redressal Cell (under the CMO) by 3rd Party Agency. pic.twitter.com/8t32KFFquR

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: গরুপাচার মামলায় মমতা-অনুব্রতকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের দাবি শুভেন্দুর

শুভেন্দুর আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন বিভাগে প্রায় 3 হাজার কর্মী রয়েছেন ৷ যাঁরা একই ধরনের কাজ (Data Entry Operator) করেন ৷ কিন্তু, তাঁদের মাসিক বেতন মাত্র 13 হাজার টাকা ৷ অথচ, সংশ্লিষ্ট নিয়োগ চুক্তিতে বলা হয়েছে, নবনিযুক্তরা (সংশ্লিষ্ট পদে) মাসে 25 হাজার টাকা বেতন পাবেন ৷ এতে সমকাজে সমবেতনের ভাবনা উপেক্ষিত হবে বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি প্রশ্ন তুলেছেন, কেন প্রায় দ্বিগুন বেতন দেওয়ার কথা বলা হয়েছে ? বিরোধী দলনেতার আশঙ্কা, 'ভাইপো' নিজের পছন্দের লোকেদের সরকারি দফতরে বসাবেন ! তাঁদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেই অতিরিক্ত বেতনের বন্দোবস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.