কলকাতা, 1 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ অমিত শাহের সভার দিন তৃণমূল কংগ্রেসের কালা দিবস পালনের ছবির একটি ব্যঙ্গচিত্র নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি ৷ আর সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করেছেন 'রানি মউ মাছি' হিসেবে ৷ ইংরেজিতে 'মউ' কথাটি শিল্প সম্মেলনের মউ স্বাক্ষরের সরকারি দাবিকে কটাক্ষ করে বলা হয়েছে ৷ দুর্নীতি প্রশ্নে শাসকদলকে কটাক্ষ করে চাঁছাছোলা ভাষায় একটি কবিতাও লিখেছেন শুভেন্দু ৷ তাঁর এই পোস্টের তীব্র নিন্দা করেছে তৃণমূল ৷ তাদের দাবি, 'মাতৃসমা মমতা'র বিরুদ্ধে এমন মন্তব্য করায় বাংলার মানুষ জবাব দেবে বিরোধী দলনেতাকে ৷
গত বুধবার অমিত শাহের ধর্মতলার সভার পালটা হিসেবে কালা দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ৷ বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় ব'সে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্লোগান তোলে তারা ৷ তাদের হাতের পোস্টারে 100 দিনের কাজ-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার জন্য দাবি জানানো হয় ৷ ধরনায় উপস্থিত সব তৃণমূল বিধায়ক এ দিন কালো পোশাক পরেছিলেন ৷ এ দিনের ধরনায় যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও ৷ তিনি সাদা শাড়ি পরলেও তাঁর কাঁধে ছিল কালো চাদর ৷ শুভেন্দু অধিকারী শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে সেই ধরনারই একটি ব্যঙ্গচিত্র তুলে ধরেছেন ৷ আর তার সঙ্গে একটি কবিতাও লিখেছেন, যার নাম দিয়েছেন সাদা-কালো ৷
শুভেন্দুর কবিতার শুরু থেকেই নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ বিরোধী দলনেতা লিখেছেন, "আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো; ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো/শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প; শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !" উল্লেখ্য, এই মউ চুক্তি সংক্রান্ত কটাক্ষ থেকেই শুভেন্দুর পোস্ট করা ব্যঙ্গচিত্রে মুখ্যমন্ত্রীর হাতে যে পোস্টারটি রাখা হয়েছে, সেখানে লেখা রয়েছে 'রানি মউ মাছি'৷
-
সাদা কালো
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
-----------
আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো;
ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।
শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প;
শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !
চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব;
চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা… pic.twitter.com/rbhaH5QzWh
">সাদা কালো
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2023
-----------
আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো;
ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।
শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প;
শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !
চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব;
চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা… pic.twitter.com/rbhaH5QzWhসাদা কালো
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 1, 2023
-----------
আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো;
ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।
শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প;
শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !
চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব;
চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা… pic.twitter.com/rbhaH5QzWh
এখানেই শেষ নয়, আরও চোখা ভাষায় এ দিন মমতাকে বিদ্ধ করেছেন বিরোধী দলনেতা ৷ তিনি লিখেছেন, "চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব; চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত/যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং; এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং ঝপাং !"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারীর এই এক্স পোস্টের তীব্র নিন্দা করেছে তৃণমূল ৷ দলের বিধায়ক তাপস রায় এ দিন বলেন, "ওর টুইটের প্রতিক্রিয়া জানাতে আমার রুচিতে বাঁধে ৷ ওদের দলে একটা দ্বন্দ্ব বাড়ছে ৷ ওদের বোধহয় চাপ হয়েছে, কে কত বড়, সেটা বোঝাতে কদর্য শব্দ ব্যবহার করো ৷ দিলীপ বড় না সুকান্ত বড় না শুভেন্দু বড়, সেটা জাহির করার প্রচেষ্টা চলছে । গত 20 বছর মাতৃসমা মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম করতেন দু'বেলা । তাঁকে আজ এ সব কথা বলতে রুচিতে বাঁধছে না । একটা মানুষের নিজের সংস্কৃতি থাকে ৷ মাতৃসমা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন শব্দ ৷ বাংলার মানুষ জবাব দিতে তৈরি হচ্ছে ।"
আরও পড়ুন: