ETV Bharat / state

কাল হেস্টিংসে বিজেপির সাংগঠনিক বৈঠক, থাকবেন শুভেন্দুও

গতকাল নিজের খাসতালুক কাঁথিতে রোড-শো... জনসভা । পদ্মফুল ফুটিয়ে তবেই ঘুমোতে যাওয়ার ডাক । এবার আগামীকাল বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে দিলীপ-মুকুলদের পাশে দেখা যেতে পারে শুভেন্দুবাবুকেও ।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 25, 2020, 4:53 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর :পাখির চোখ এখন একুশের বিধানসভা নির্বাচন। অমিত শাহর নির্দেশে বিধানসভা নির্বাচনের নীল-নকশা তৈরির জন্য প্রথম সাংগঠনিক বৈঠক আগামীকাল । বৈঠক হবে বিজেপির হেস্টিংসের অফিসে । সূত্রের খবর, আগামীকালের এই বৈঠকে থাকবেন সদ্য দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও ।

শুভেন্দু-দিলীপ-মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে 294 টি বিধানসভা আসন নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে আগামীকাল । বিজেপির 39 টি সাংগঠনিক জেলা সভাপতি উপস্থিত থাকবেন আগামীকালের বৈঠকে ।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহ কলকাতায় এসে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়ে গেছেন ৷ সেই কর্মসূচিগুলি নিয়েই আলোচনা হবে । প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হবে বলে জানা গেছে । বৈঠকে উঠে আসতে পারে সাম্প্রতিক বেশ কিছু ইশুও ।

বিজেপি 294 টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন বিস্তারক নিয়োগ করেছে । প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই বিস্তারকরাই কাজের নজরদারি করবেন । তাঁরাই সে এলাকার রিপোর্ট দেবেন রাজ্য নেতৃত্বকে ।

আরও পড়ুন : বঙ্গের বুথ কর্মীদের নিয়ে মোদির ভার্চুয়াল ক্লাসে 'ছাত্র' শুভেন্দুও

পাশাপাশি, বিধানসভা নির্বাচনের আগে দল কীভাবে কাজ করবে, সেই বিষয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলকে দিশা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা নির্বাচনের আগে এটি একটি সাংগঠনিক বৈঠক । এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে ।"

এদিকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর গতকালই নিজের খাসতালুক কাঁথিতে রোড-শো ও সভা করেন শুভেন্দুবাবু । কাঁথির জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়," দিলীপ ঘোষ আর আমি । একজন বঙ্গোপসাগরের বালি মাটি, আর একজন জঙ্গলমহলের লালমাটি । দু'জনে হাত মিলিয়েছি । যেতে তোমাদের হবেই । পদ্মফুল ফুটিয়ে ঘুমোতে যাব ।"

কলকাতা, 25 ডিসেম্বর :পাখির চোখ এখন একুশের বিধানসভা নির্বাচন। অমিত শাহর নির্দেশে বিধানসভা নির্বাচনের নীল-নকশা তৈরির জন্য প্রথম সাংগঠনিক বৈঠক আগামীকাল । বৈঠক হবে বিজেপির হেস্টিংসের অফিসে । সূত্রের খবর, আগামীকালের এই বৈঠকে থাকবেন সদ্য দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও ।

শুভেন্দু-দিলীপ-মুকুল ও কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে 294 টি বিধানসভা আসন নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে আগামীকাল । বিজেপির 39 টি সাংগঠনিক জেলা সভাপতি উপস্থিত থাকবেন আগামীকালের বৈঠকে ।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহ কলকাতায় এসে একাধিক কর্মসূচির নির্দেশ দিয়ে গেছেন ৷ সেই কর্মসূচিগুলি নিয়েই আলোচনা হবে । প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হবে বলে জানা গেছে । বৈঠকে উঠে আসতে পারে সাম্প্রতিক বেশ কিছু ইশুও ।

বিজেপি 294 টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন বিস্তারক নিয়োগ করেছে । প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই বিস্তারকরাই কাজের নজরদারি করবেন । তাঁরাই সে এলাকার রিপোর্ট দেবেন রাজ্য নেতৃত্বকে ।

আরও পড়ুন : বঙ্গের বুথ কর্মীদের নিয়ে মোদির ভার্চুয়াল ক্লাসে 'ছাত্র' শুভেন্দুও

পাশাপাশি, বিধানসভা নির্বাচনের আগে দল কীভাবে কাজ করবে, সেই বিষয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলকে দিশা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা নির্বাচনের আগে এটি একটি সাংগঠনিক বৈঠক । এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে ।"

এদিকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর গতকালই নিজের খাসতালুক কাঁথিতে রোড-শো ও সভা করেন শুভেন্দুবাবু । কাঁথির জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়," দিলীপ ঘোষ আর আমি । একজন বঙ্গোপসাগরের বালি মাটি, আর একজন জঙ্গলমহলের লালমাটি । দু'জনে হাত মিলিয়েছি । যেতে তোমাদের হবেই । পদ্মফুল ফুটিয়ে ঘুমোতে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.