কলকাতা, 7 সেপ্টেম্বর: রাজ্য সরকারের বাংলা দিবস পালনের বিরোধিতায় রাজ্যপালের সঙ্গে বৈঠকে খুশি শুভেন্দু অধিকারীরা । ফলে রাজ্যের সরকার যেকোনও দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করলে, তাদের কোন আপত্তি নেই । কারণ, রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীরা নিশ্চিত 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, যার ঐতিহাসিক গুরুত্ব আছে । দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ওই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন । ফলে ওই দিনটাকে খণ্ডন করার অধিকার রাজ্যপাল বা অন্য কোন কারও নেই, সেই বিষয়ে রাজ্যপাল সুনিশ্চিত করেছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করেন ।
বৃহস্পতিবার বিধানসভা থেকে 62 জন বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনের মিছিল করে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । নির্ধারিত সময়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকে নিজের বক্তব্য পেশ করেন শুভেন্দু অধিকারী ৷ পালটা রাজ্যপালও তাঁর বক্তব্য পেশ করেন বলে জানা গিয়েছে ।
রাজভবন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, "রাজ্যপাল বলেছেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (বর্তমানে এক্স) থেকে 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । মহামান্য রাজ্যপাল বলেছেন রাষ্ট্রপতিকে অমর্যাদা করার অধিকার বা ক্ষমতা কাউকে দিয়ে দেওয়া হয়নি । ম্যাটার ক্লোজড ।’’
বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজভবনকে যে সমস্ত ক্যালেন্ডার পাঠানো হয়েছে. সেখানে 20 জুন 1947 সাল-কে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে । ওইদিনের ঐতিহাসিক গুরুত্ব আছে । ফলে ওই দিনকে বদলে দেওয়ার ক্ষমতা পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়), ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বা তাঁর সাগরেদদের কারও নেই । আমরা খুশি ।"
এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনই পালন করেন । এবার তিনি পয়লা বৈশাখ হোক বা এপাং ওপাং ঝপাং, যে কোনও দিনই উনি পালন করতে পারেন ৷ আমাদের কোন আপত্তি নেই । বালির পয়সায়, গরুপাচারের পয়সায়, মদ বিক্রির পয়সায়, কয়লার টাকায় উনি যা খুশি করতে পারেন ।"
আরও পড়ুন: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায়
বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে পালাবদলের যে ইঙ্গিত দিয়েছেন, সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "26-এর আগেই 24-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা উলটে যাবে । লোকসভা, বিধানসভা ভোটটা একসঙ্গে হতে দিন ৷ তারপরেই বুঝতে পারবেন ।" এছাড়া এদিন মমতাকে তারকাটা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কেটে গিয়েছে এবং তার জন্যই বিজেপি বিধায়কদেরও তারকাটার জোগাড় হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ৷