কলকাতা, 16 ডিসেম্বর: আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে মৃত্যুর (Asansol Stampede Case) ঘটনায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশের উপর আপাতত কোনও অন্তর্বতী নির্দেশ দেওয়া হচ্ছে না । শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্য যথাযথ বেঞ্চে আবেদন করতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
আসানসোলের কম্বল বিতরণের অনুষ্ঠানে মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । মামলা দায়েরের পর উভয় পক্ষকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে । মামলার পরবর্তী শুনানি 10 জানুয়ারি বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে হবে ।
উল্লেখ্য, বিচারপতি রাজা শেখর মান্থা না থাকায়, তাঁর মামলাগুলি এখন শুনছেন বিচারপতি জয় সেনগুপ্ত । সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আসানসোলের ঘটনা সংক্রান্ত মামলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে রাজ্য । তারপরেই মামলা দায়ের হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে । শুক্রবার সেই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় বলেন, "রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল । সিঙ্গল বেঞ্চ বিরোধী দলনেতার বিরুদ্ধে সমস্ত এফআইআর-এ স্থগিতাদেশ দিয়েছে । নির্দেশে জানানো হয়েছে, কোনও এফআইআর করতে হলে আদালতের অনুমতি প্রয়োজন । এরপর বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের কাছে জানতে চান, "আপনারা প্রাথমিক কোনও তদন্ত করেছেন ? এফআইআর-এর আগে প্রাথমিক তদন্তের বিষয়টি শেষ হয়েছে কি না জানা প্রয়োজন ।" জবাবে রাজ্যের আইনজীবী জানান," অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে । প্রাথমিক তদন্তের বিষয়ে এখনও জানা নেই ।"
আরও পড়ুন: 'দিলীপ ঘোষ আমারও নেতা, তাঁর নেতৃত্বে বিজেপিতে যোগ দিই', শুভেন্দুর মুখে দিলীপের প্রশংসা
শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার এ দিন আদালতে বলেছেন, "রাজ্য সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছে । যেটা এখনও বিচারাধীন । তবে আবু সোহেল বলে এক আইনজীবী সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন । শুভেন্দু অধিকারীর আইনজীবীর আরও দাবি, আসানসোলে তিনি (শুভেন্দু) অতিথি হিসেবে গিয়েছিলেন । ঘটনার তিন ঘণ্টা আগেই তিনি ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন । ফলে ওই মৃত্যুর ঘটনার দায় তাঁর উপর বর্তায় না ।"
এরপর বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, "আপনারা কী চান? মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি মান্থাই মামলা শুনুন ? আমাদের কোনও বেঞ্চ নিয়েই সমস্যা নেই ।" এরপর বিচারপতি জানান, এই মামলার শুনানি বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চেই হবে ।