কলকাতা 17 মে: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ বুধবার শুভেন্দুর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতের দৃষ্টি আকর্ষণ করতে জানান, এগরার বিস্ফোরণে অন্তত 12-15 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় যথাযথ তদন্ত প্রয়োজন ৷ এমনকী এগরার ওই বাজি কারখানা যে বেআইনি তা প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে বলেও নিজের আবেদনে উল্লেখ করেন শুভেন্দুর আইনজীবী ৷
উল্লেখ্য, গতকাল সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার সাহাড়া এলাকা ৷ প্রশাসনের তরফে এবং নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে ৷ যে ঘটনায় সরকারি হিসেবে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷ কিন্তু, স্থানীয়দের দাবি মতো সংখ্যাটা আরও অনেক বেশি ৷ তবে, বিরোধী দলনেতা অভিযোগ করেছেন বাজি তৈরির বেআইনি কারখানা নয়, সেখানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বোমা সাপ্লাই করতে কারখানার তৈরি হয়েছিল ৷ এর যথাযথ তদন্তের জন্য তিনি এনআইএ-এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ৷ আজ সকালেই এগরায় গিয়ে একথা জানিয়েছিলেন শুভেন্দু ৷
এ কথা বলার ঘণ্টা খানেকের মধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করেন শুভেন্দুর আইনজীবী ৷ প্রধান বিচারপতির বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ সেই মতো এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে শুভেন্দুর তরফে ৷ দ্রুত সেই মামলার শুনানি শুরু হবে ৷ তবে, গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷
আরও পড়ুন: তৃণমূলের জন্যই বোমা তৈরি হচ্ছিল, এগরায় গিয়ে অভিযোগ শুভেন্দুর
কিন্তু, সিআইডি-র তদন্তে আস্থা নেই বিরোধী দল ও মৃতদের পরিবারের ৷ উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত তথা তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ভানু বাগকে আগেও পুলিশ গ্রেফতার করেছিল বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 5 জনের মৃত্যুর ঘটনায় ৷ তখন তিনি জামিন পেয়ে যান ৷ তাই এ দিন শুভেন্দু জানিয়েছেন, তিনি পুরো বিষয়টি আদালতের সামনে তুলে ধরবেন এবং এনাইএ তদন্তের দাবি জানাবেন ৷