ETV Bharat / state

Suvendu Adhikari Filed PIL: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর - কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী (Seeking Central Forces for Panchayat Elections) ৷

suvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-elections
suvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-electionssuvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-elections
author img

By

Published : Dec 12, 2022, 10:18 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তত্ত্বাবধানের জন্য হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আর্জি জানিয়েছেন তিনি (Seeking Central Forces for Panchayat Elections) ৷ চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনও অভিযোগ ওঠে যে, মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় প্রার্থীকে মারধর করা হয় ৷ কিন্তু সেবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আশ্বাসে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নির্বাচন হয়েছিল ৷ কিন্তু এবার বিরোধী দলনেতার উদ্যোগে অনেক আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে গেল বিজেপি ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

উল্লেখ্য, এর আগে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বাচন চেয়েছিল বিজেপি ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও দায়ের হয় ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ না-দিলেও পর্যাপ্ত পুলিশ এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফেরাতে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ আপাতত দেখার এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয় ৷

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তত্ত্বাবধানের জন্য হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আর্জি জানিয়েছেন তিনি (Seeking Central Forces for Panchayat Elections) ৷ চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনও অভিযোগ ওঠে যে, মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় প্রার্থীকে মারধর করা হয় ৷ কিন্তু সেবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আশ্বাসে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নির্বাচন হয়েছিল ৷ কিন্তু এবার বিরোধী দলনেতার উদ্যোগে অনেক আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে গেল বিজেপি ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

উল্লেখ্য, এর আগে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বাচন চেয়েছিল বিজেপি ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও দায়ের হয় ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ না-দিলেও পর্যাপ্ত পুলিশ এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফেরাতে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ আপাতত দেখার এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.