ETV Bharat / state

Suvendu Adhikari Filed PIL: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী (Seeking Central Forces for Panchayat Elections) ৷

suvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-elections
suvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-electionssuvendu-adhikari-files-pil-in-calcutta-hc-seeking-central-forces-for-panchayat-elections
author img

By

Published : Dec 12, 2022, 10:18 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তত্ত্বাবধানের জন্য হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আর্জি জানিয়েছেন তিনি (Seeking Central Forces for Panchayat Elections) ৷ চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনও অভিযোগ ওঠে যে, মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় প্রার্থীকে মারধর করা হয় ৷ কিন্তু সেবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আশ্বাসে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নির্বাচন হয়েছিল ৷ কিন্তু এবার বিরোধী দলনেতার উদ্যোগে অনেক আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে গেল বিজেপি ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

উল্লেখ্য, এর আগে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বাচন চেয়েছিল বিজেপি ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও দায়ের হয় ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ না-দিলেও পর্যাপ্ত পুলিশ এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফেরাতে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ আপাতত দেখার এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয় ৷

কলকাতা, 12 ডিসেম্বর: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তত্ত্বাবধানের জন্য হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Files PIL in Calcutta HC) ৷ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু ৷ পাশাপাশি নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আর্জি জানিয়েছেন তিনি (Seeking Central Forces for Panchayat Elections) ৷ চলতি সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গায় বিরোধী দলের সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল ৷ শেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷ অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না ৷ এমনও অভিযোগ ওঠে যে, মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় প্রার্থীকে মারধর করা হয় ৷ কিন্তু সেবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের আশ্বাসে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই নির্বাচন হয়েছিল ৷ কিন্তু এবার বিরোধী দলনেতার উদ্যোগে অনেক আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে গেল বিজেপি ৷

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি, জখম একাধিক

উল্লেখ্য, এর আগে পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বাচন চেয়েছিল বিজেপি ৷ এই দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলাও দায়ের হয় ৷ যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ না-দিলেও পর্যাপ্ত পুলিশ এবং সাধারণ মানুষের আত্মবিশ্বাস ফেরাতে রাজ্যকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ আপাতত দেখার এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.