কলকাতা, 26 মে: দলীয় ভোটে পুলিশকে কেন ব্যবহার ? এই অভিযোগ তুলে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় । অভিযোগ, সেই কর্মসূচিতে যে ভোটের ব্যবস্থা করা হয়েছে সেখানে আগাগোড়া রাজ্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে । আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা ।
রাজ্যে আসন্ন পঞ্চায়েতে নির্বাচনে কাকে প্রার্থী দেখতে চান এলাকার মানুষ, তা জানতে প্রতি জেলায় ভোটের আয়োজন করেছে রাজ্যের শাসকদল । আর তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দেয়ের করলেন শুভেন্দু অধিকারী । যদিও মামলায় তৃণমূলের নাম না-করে রাজ্যের আঞ্চলিক দল হিসাবে দেখানো হয়েছে বলে জানা গিয়েছে । মামলাকারীর অভিযোগ, তৃণমূলের দলীয় কর্মসূচিতে প্রতি জেলাতেই বহু পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে কোনও টাকা জমা করেছে ওই রাজনৈতিক দল ?
এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি'কে চিঠি দিয়ে জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সে কারণেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । জনস্বার্থ মামলা দায়ের করে শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী সূর্যনীল দাস বলেন, "তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলায় দলের ভিতরেই প্রাথমিক নির্বাচন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্তিত থাকছেন। তার জন্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। কিন্তু ব্যক্তিগত কারণে পুলিশ মোতায়েন করতে গেলে টাকা জমা করতে হয় সরকারি খাতে।" আইনজীবীর দাবি, "বিরোধী দলনেতা রাজ্য পুলিশের ডিজির কাছে বিষয়টি চিঠি লিখে জানতে চেয়েছিলেন। তার কোনও সদুত্তর পাননি তিনি। এর অর্থ পুলিশ-প্রশাসনকে অপব্যবহার করা হচ্ছে। এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।"
আরও পড়ুন: 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ, অভিষেককে সিবিআই-জেরার নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়েই রাজ্যের বিভিন্ন জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করছেন। সেখানে পুলিশের অনুমতি না নিয়ে একাধিক জায়গায় জাতীয় সড়ক অবরুদ্ধ করে জমায়েত, মিছিল করছেন বলেও অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবারই আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। গ্রীষ্মকালীন অবকাশ শেষ হলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাগুলির শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।