কলকাতা, 5 জুলাই: রাজ্যে নিত্যদিন বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে ৷ পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী জানালেন, পশ্চিমবঙ্গ তো বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে ৷ কেবল মন্তব্য করে থেমে থাকা নয়, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিলেন রাজ্যের বিরেধী দলনেতা (Suvendu Adhikari Demands NIA Investigation on Bombing Incidents in WB) ৷ শাহী চিঠিতে এনআইএ (NIA) তদন্তেরও আবেদন জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনার পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিস্ফোরণ ঘটনার কথাও এদিন তাঁর মন্তব্যে উল্লেখ করেন শুভেন্দু।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে সিরাজুল নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বোমা বাঁধতে গিয়ে মৃত্যু ঘটে। সিরাজুল ছাড়াও তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি তাঁর চিঠিতে লিখেছেন যে, এই ধরনের ঘটনা দেখতে রাজ্যবাসী অভ্যস্ত হয়ে উঠছে।
আরও পড়ুন : বাংলায় সাংবিধানিক নৈরাজ্য চলছে, ফের মমতাকে নিশানা ধনকড়ের
চিঠিতে আরও এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যাঁর নাম আয়াসুদ্দিন শেখ। যিনি গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মারা যান। শুভেন্দু অধিকারী চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে এই সমস্ত কার্যকলাপ। পাশাপাশি গত জুলাই মাসেও বীরভূমের নলহাটি গ্রাম থেকে 300 কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যা বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করেই বিরোধী দলনেতা অমিত শাহকে চিঠি দেন এবং এনআইএ (NIA)তদন্তের আবেদন জানান।