ETV Bharat / state

Suvendu on Hatuganj Clash: হটুগঞ্জে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি শুভেন্দুর, হাজরা মোড়ে প্রতিবাদ সভা বিজেপির - BJP

শনিবার দুপুরে কুলপির হটুগঞ্জে বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Demands Impartial Investigation in Hatuhanj Clash) ৷ সেই সঙ্গে এর প্রতিবাদে হাজরা মোড়া পালটা সভার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা ৷

Shuvendu Adhikari Demands Impartial Investigation in Hatuhanj Clash
Shuvendu Adhikari Demands Impartial Investigation in Hatuhanj Clash
author img

By

Published : Dec 5, 2022, 7:11 PM IST

Updated : Dec 5, 2022, 8:15 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: হটুগঞ্জে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার জবাবে পালটা সভা করার ডাক দিল বিজেপি ৷ সোমবার বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, হাজরা মোড়ে এই সভা হবে ৷ তবে কবে এই সভা হবে, সে সম্পর্কে কিছু জানাননি বিরোধী দলনেতা ৷ শনিবার শুভেন্দু অধিকারীর সভার দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কুলপি বিধানসভার হটুগঞ্জ (Hatuhanj Clash) এলাকা ৷ এরপর রাতভর পুলিশি অভিযান চলেছে সেখানে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 51 জনকে গ্রেফতার করেছে ৷

বিরোধী দলনেতার দাবি, হটুগঞ্জে বিজেপি কর্মীদের উপরে তৃণমূলের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে (Suvendu Adhikari Demands Impartial Investigation) ৷ প্রসঙ্গত, গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লাইট হাউস মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় (Suvendu Adhikari Rally) যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন ৷ সেই সময় কুলপি বিধানসভার হটুগঞ্জ এলাকার কাছে তৃণমূল কর্মীর সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন । বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর ও মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে ।

এদিন হটুগঞ্জের অশান্তি নিয়ে শাসকদলের নেতাদের তোপ দাগেন শুভেন্দু ৷ অভিযোগ করেছেন, তাঁর সভা বানচাল করতে তৃণমূলই অশান্তি করেছিল ৷ তাতে সহযোগিতা করেছিল পুলিশ ৷ এরপরই শুভেন্দু বলেন, ‘‘আমি কোর্টের কাছে আবেদন করব, তদন্ত নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়া হোক ৷’’ একইসঙ্গে এ দিন, ভূপতিনগরের বিস্ফোরণ নিয়েও শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: শুভেন্দুর সভাকে ঘিরে রণক্ষেত্র হটুগঞ্জ, পুলিশি ধরপাকড়ে গ্রেফতার 44

তিনি বলেন, ‘‘বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল ৷ বোমার মশলা গিয়েছিল দক্ষিণ কলকাতার নেতার বাড়িতে ৷ আমি ইতিমধ্যেই এনআইএ তদন্ত চেয়েছি ৷ আদালতে যাব ৷ ওখানে বাজি তৈরি হচ্ছিল না ল্যান্ডমাইন, সেটা আগে দেখা হোক ৷’’ এদিকে শুভেন্দুর দাবির পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘ভূপতিনগরে অনেক দিন ধরেই অশান্তি চলছে ৷ আমাদের নেতাকে রাস্তায় ফেলে মেরেছে ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ৷ দোষীদের ধরতে গেলে বিজেপি বাধা দিচ্ছে ৷’’ শনিবারের উত্তপ্ত পরিস্থিতির পর থেকে থমথমে হয়ে রয়েছে হটুগঞ্জ ৷ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷

কলকাতা, 5 ডিসেম্বর: হটুগঞ্জে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার জবাবে পালটা সভা করার ডাক দিল বিজেপি ৷ সোমবার বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, হাজরা মোড়ে এই সভা হবে ৷ তবে কবে এই সভা হবে, সে সম্পর্কে কিছু জানাননি বিরোধী দলনেতা ৷ শনিবার শুভেন্দু অধিকারীর সভার দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কুলপি বিধানসভার হটুগঞ্জ (Hatuhanj Clash) এলাকা ৷ এরপর রাতভর পুলিশি অভিযান চলেছে সেখানে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 51 জনকে গ্রেফতার করেছে ৷

বিরোধী দলনেতার দাবি, হটুগঞ্জে বিজেপি কর্মীদের উপরে তৃণমূলের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে (Suvendu Adhikari Demands Impartial Investigation) ৷ প্রসঙ্গত, গত শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লাইট হাউস মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় (Suvendu Adhikari Rally) যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন ৷ সেই সময় কুলপি বিধানসভার হটুগঞ্জ এলাকার কাছে তৃণমূল কর্মীর সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন । বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর ও মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে ।

এদিন হটুগঞ্জের অশান্তি নিয়ে শাসকদলের নেতাদের তোপ দাগেন শুভেন্দু ৷ অভিযোগ করেছেন, তাঁর সভা বানচাল করতে তৃণমূলই অশান্তি করেছিল ৷ তাতে সহযোগিতা করেছিল পুলিশ ৷ এরপরই শুভেন্দু বলেন, ‘‘আমি কোর্টের কাছে আবেদন করব, তদন্ত নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়া হোক ৷’’ একইসঙ্গে এ দিন, ভূপতিনগরের বিস্ফোরণ নিয়েও শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: শুভেন্দুর সভাকে ঘিরে রণক্ষেত্র হটুগঞ্জ, পুলিশি ধরপাকড়ে গ্রেফতার 44

তিনি বলেন, ‘‘বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল ৷ বোমার মশলা গিয়েছিল দক্ষিণ কলকাতার নেতার বাড়িতে ৷ আমি ইতিমধ্যেই এনআইএ তদন্ত চেয়েছি ৷ আদালতে যাব ৷ ওখানে বাজি তৈরি হচ্ছিল না ল্যান্ডমাইন, সেটা আগে দেখা হোক ৷’’ এদিকে শুভেন্দুর দাবির পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘ভূপতিনগরে অনেক দিন ধরেই অশান্তি চলছে ৷ আমাদের নেতাকে রাস্তায় ফেলে মেরেছে ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ৷ দোষীদের ধরতে গেলে বিজেপি বাধা দিচ্ছে ৷’’ শনিবারের উত্তপ্ত পরিস্থিতির পর থেকে থমথমে হয়ে রয়েছে হটুগঞ্জ ৷ মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী ৷

Last Updated : Dec 5, 2022, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.