ETV Bharat / state

Suvendu Adhikari: দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর - Suvendu Adhikari demands cbi probe

শুক্রবার গুলি করে খুনের অভিযোগ ওঠে দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়াকে ৷ এই ঘটনার পর রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷ করেছেন সিবিআই তদন্তের দাবিও ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 2, 2023, 5:47 PM IST

Updated : Jun 2, 2023, 5:57 PM IST

কলকাতা, 2 জুন: শুক্রবার দুপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া ৷ অভিযোগ, বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় ওই বিজেপি নেতাকে ৷ এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় দলের কোনও যোগ নেই ৷

এদিন এক টুইট বার্তায় শুভেন্দু লেখেন,"বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়াকে গুলি করে খুন করা হয়েছে দিনহাটায় ৷ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁকে খুন করে ৷ রাজ্য পুলিশ শাসকদলের দ্বারা প্রভাবিত তাই এই ঘটনায় তাদের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় ৷ ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ৷" রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালনে ব্যর্থ বলে তাঁর পদত্যাগও দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷

এই টুইট বার্তায় শুভেন্দু জানিয়েছেন, দিনহাটায় বহু তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ তাই এইরকম রাজনৈতিক হত্যার পথে নেমেছে রাজ্যের শাসকদল ৷ প্রতিদিন রাজ্যে হয় বিস্ফোরণে, নয় দুষ্কৃতীদের হাতে মানুষের প্রাণ যাচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর ৷ টার্গেট করা হচ্ছে বিরোধী নেতাদের ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারীর টুইট

আরও পড়ুন: দিনহাটায় বাড়িতে ঢুকে গুলি করে খুন বিজেপি নেতাকে, এলাকায় উত্তেজনা

উল্লেখ্য, এদিন দুপুরে প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী ৷ পরে হাসপাতাল তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও, রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক উদয়ন গুহর দাবি মৃত ব্যক্তি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও যোগ নেই ৷ এদিন ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা ৷ এলাকায় যান বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, দীপক বর্মন প্রমুখ ৷

কলকাতা, 2 জুন: শুক্রবার দুপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া ৷ অভিযোগ, বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় ওই বিজেপি নেতাকে ৷ এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় দলের কোনও যোগ নেই ৷

এদিন এক টুইট বার্তায় শুভেন্দু লেখেন,"বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়াকে গুলি করে খুন করা হয়েছে দিনহাটায় ৷ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁকে খুন করে ৷ রাজ্য পুলিশ শাসকদলের দ্বারা প্রভাবিত তাই এই ঘটনায় তাদের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় ৷ ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ৷" রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালনে ব্যর্থ বলে তাঁর পদত্যাগও দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷

এই টুইট বার্তায় শুভেন্দু জানিয়েছেন, দিনহাটায় বহু তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ তাই এইরকম রাজনৈতিক হত্যার পথে নেমেছে রাজ্যের শাসকদল ৷ প্রতিদিন রাজ্যে হয় বিস্ফোরণে, নয় দুষ্কৃতীদের হাতে মানুষের প্রাণ যাচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর ৷ টার্গেট করা হচ্ছে বিরোধী নেতাদের ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারীর টুইট

আরও পড়ুন: দিনহাটায় বাড়িতে ঢুকে গুলি করে খুন বিজেপি নেতাকে, এলাকায় উত্তেজনা

উল্লেখ্য, এদিন দুপুরে প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী ৷ পরে হাসপাতাল তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও, রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক উদয়ন গুহর দাবি মৃত ব্যক্তি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও যোগ নেই ৷ এদিন ঘটনার প্রতিবাদে এলাকায় পথ অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা ৷ এলাকায় যান বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, দীপক বর্মন প্রমুখ ৷

Last Updated : Jun 2, 2023, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.