কলকাতা, 22 এপ্রিল: রেড রোডে শনিবার ঈদের নমাজ পাঠ অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি ৷ এই প্রসঙ্গ তুলে এবার মুখ্যমন্ত্রীকে 'নির্লজ্জ সাম্প্রদায়িক' বলে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
এদিন এক টুইট বার্তায় শুভেন্দু লেখেন, "এটা ঈদ-উল-ফিতরের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানানোর ধরন? আপনার কী নূন্যতম সম্মানবোধ আছে তাঁদের জন্য, নাকি আপনি তাঁদের শুধু নিজের ভোট ব্যাঙ্ক হিসেবে দেখেন ৷ আপনি ওদের উৎসবকে এভাবে বিষাক্ত করছেন ৷ আপনার এই সাম্প্রদায়িক রাজনীতির ফল আপনাকে ভুগতে হবে ৷ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসে বিশ্বাস করে ৷ কিন্তু আপনি সবাইকে উসকে দিতে, লড়াইয়ে ইন্ধন দেওয়ার কাজ করেন ৷ যাতে তাঁরা আপনার অযোগ্যতা, অনুন্নয়ন, বেকারত্ব ও আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলতে না পারেন ৷ " এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়োও টুইট করেন শুভেন্দু ৷
-
Shameless Communal CM @MamataOfficial, is this the way to greet the Muslim Community on Eid-ul-Fitr?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Do you have any iota of respect towards them or do you consider them to be only your votebank?
You poisoned their festivities in the morning itself. Sooner or later you will be… pic.twitter.com/EsJYH4jVjd
">Shameless Communal CM @MamataOfficial, is this the way to greet the Muslim Community on Eid-ul-Fitr?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 22, 2023
Do you have any iota of respect towards them or do you consider them to be only your votebank?
You poisoned their festivities in the morning itself. Sooner or later you will be… pic.twitter.com/EsJYH4jVjdShameless Communal CM @MamataOfficial, is this the way to greet the Muslim Community on Eid-ul-Fitr?
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 22, 2023
Do you have any iota of respect towards them or do you consider them to be only your votebank?
You poisoned their festivities in the morning itself. Sooner or later you will be… pic.twitter.com/EsJYH4jVjd
আরও পড়ুন: 'রাজ্যে এনআরসি করতে দেব না', রেড রোড থেকে বার্তা মমতার
উল্লেখ্য, এদিন রেড রোডের অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ৷ জানান, কেন্দ্রের বিজেপি সরকার আবার এনআরসি নিয়ে আসছে ৷ এরাজ্যে কোনও ভাবেই এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না ৷ প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে তিনি দেশভাগ রুখবেন ও বিভাজনকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলেও এদিন জানিয়েছেন মমতা ৷
এদিন তিনি বলেন,"বিজেপির থেকে কেউ কেউ টাকা নিয়ে মুসলিম ভোট ভাগ করার কথা বলছে ৷ এত সহজ না ভোট ভাগ করা ৷ একবছরের মধ্যে দেশে নির্বাচন, আপনারা ঠিক করুন দেশে কে ক্ষমতায় আসবে কে আসবে না ৷ 2024 এর ভোটে সবাইকে একজোট হয়ে গণতন্ত্র রক্ষার জন্য লড়তে হবে ৷ কেন্দ্রের সরকার সংবিধান, ইতিহাস সব বদলে দিচ্ছে ৷ যা খুশি করছে, ফের এনআরসি নিয়ে আসছে ৷ আমি এনআরসি করতে দেব না ৷ ভাঙচুর করে কেউ নেতা হয় না ৷ আমরা একজোট হলে, ক্ষমতার বদল হবেই ৷"