কলকাতা, 11 এপ্রিল : আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে ভুয়ো সম্মেলন বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari criticises BGBS) ৷ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করার পর তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি শ্মশানে পরিণত হয়েছে । গত 10 বছরে সম্মেলন করে ক'টা টাকার বিনিয়োগ এসেছে তার হিসাব সরকার এখনও দেয়নি । 50 কোটি টাকা খরচ করে দুই দিনের মচ্ছোপ করবে সরকার, নাচ, গান হবে ৷ 100 রকমের খাবার থাকবে । পশ্চিমবঙ্গের জনগণের করার টাকায় এই কাজ চলছে । "
আরও পড়ুন : শুভেন্দুর নালিশ পেয়েই হাঁসখালি নিয়ে রিপোর্ট তলব রাজ্যপালের
আগামী 20 ও 21 এপ্রিল নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই দাবি করেছেন 14টি দেশ এই সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে এদিন কটাক্ষ করেছেন শুভেন্দু ৷ বলেছেন, "এই মুখ্যমন্ত্রী 5 মে শপথ নেওয়ার পর ডানকুনিতে কারখানা বন্ধ হয়েছে । ডাবরের কারখানা অন্য রাজ্য চলে গিয়েছে । ভদ্রেশ্বর ও চন্দননগরেও জুটমিল বন্ধ হয়েছে । এবার সরকারে আসার পর এখনও পর্যন্ত কোনও বিনিয়োগ আনতে পারেননি মুখ্যমন্ত্রী । এই আমলে রাজ্য কোনও বিমানবন্দর ও সুমদ্রবন্দর হয়নি । দেউচা পাচামি জীবনে হবে না । তাজপুরে সমুদ্র বন্দর হবে না । এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কতগুলি সংস্থার সঙ্গে মৌ চুক্তি করেছে তার স্বেতপত্রের দাবি করছি ।"