ETV Bharat / state

Suvendu Adhikari: কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর - তৃণমূল কংগ্রেস

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) সম্পর্কে তৃণমূলের অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেখানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেখানেই তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে ৷’’

Suvendu Adhikari claims Kolkata Police formed Biting Squad
Suvendu Adhikari: কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর
author img

By

Published : Nov 21, 2022, 4:02 PM IST

Updated : Nov 21, 2022, 5:17 PM IST

কলকাতা, 21 নভেম্বর: টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীকে কামড়ানো ইস্যুতে কলকাতা পুলিশকে (Kolkata Police) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশে একটা কামড়ানো বাহিনী তৈরি হয়েছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷

সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ টেট চাকরি প্রার্থী অরুণিমা পালকে কলকাতা পুলিশের এক কনস্টেবলের কামড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন ৷

শুভেন্দুর দাবি, কলকাতা পুলিশে একটি কামড়ানো বাহিনী তৈরি করা হয়েছে ৷ গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকে ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) কামড়াতে এসেছিলেন ওই বাহিনীর সদস্যরা ৷ কিন্তু তাঁরা তা হতে দেননি ৷ তবে অরুণিমা রাজনীতির মারপ্যাঁচ না জানায় আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে হেস্টিংসে আটকে পড়েন শুভেন্দু ৷ তখন তাঁর সঙ্গে লকেটও ছিলেন ৷ সেই সময় কলকাতা পুলিশের মহিলা কর্মীরা তাঁর সামনেই ছিলেন ৷ তাঁকে প্রিজন ভ্যানের চেষ্টা হতেই শুভেন্দু বলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যাম মেল ৷’’ অর্থাৎ তিনি একজন পুরুষ ৷ তাই মহিলা পুলিশ কর্মীরা যেন তাঁকে না ধরেন ৷ পরে কলকাতা পুলিশের কয়েকজন পুরুষ আধিকারিক এলে তিনি প্রিজন ভ্যানে উঠে যান ৷

এই নিয়ে সেই সময় বিতর্ক হয় ৷ তৃণমূল কংগ্রেসের তরফে অনেক কটাক্ষও করা হয় শুভেন্দু সম্পর্কে ৷ পরে যেদিন অরুণিমা পালকে কামড়ে দেওয়ার ঘটনা ঘটল, সেদিনও এই প্রসঙ্গ আবার ফিরে এসেছিল ৷ এবার স্বয়ং শুভেন্দুই তা নিয়ে সরব হলেন ৷ সমালোচনা করলেন কলকাতা পুলিশের ৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

কলকাতা, 21 নভেম্বর: টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীকে কামড়ানো ইস্যুতে কলকাতা পুলিশকে (Kolkata Police) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, কলকাতা পুলিশে একটা কামড়ানো বাহিনী তৈরি হয়েছে ৷

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷

সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ টেট চাকরি প্রার্থী অরুণিমা পালকে কলকাতা পুলিশের এক কনস্টেবলের কামড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন ৷

শুভেন্দুর দাবি, কলকাতা পুলিশে একটি কামড়ানো বাহিনী তৈরি করা হয়েছে ৷ গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকে ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) কামড়াতে এসেছিলেন ওই বাহিনীর সদস্যরা ৷ কিন্তু তাঁরা তা হতে দেননি ৷ তবে অরুণিমা রাজনীতির মারপ্যাঁচ না জানায় আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার পথে হেস্টিংসে আটকে পড়েন শুভেন্দু ৷ তখন তাঁর সঙ্গে লকেটও ছিলেন ৷ সেই সময় কলকাতা পুলিশের মহিলা কর্মীরা তাঁর সামনেই ছিলেন ৷ তাঁকে প্রিজন ভ্যানের চেষ্টা হতেই শুভেন্দু বলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷ আই অ্যাম মেল ৷’’ অর্থাৎ তিনি একজন পুরুষ ৷ তাই মহিলা পুলিশ কর্মীরা যেন তাঁকে না ধরেন ৷ পরে কলকাতা পুলিশের কয়েকজন পুরুষ আধিকারিক এলে তিনি প্রিজন ভ্যানে উঠে যান ৷

এই নিয়ে সেই সময় বিতর্ক হয় ৷ তৃণমূল কংগ্রেসের তরফে অনেক কটাক্ষও করা হয় শুভেন্দু সম্পর্কে ৷ পরে যেদিন অরুণিমা পালকে কামড়ে দেওয়ার ঘটনা ঘটল, সেদিনও এই প্রসঙ্গ আবার ফিরে এসেছিল ৷ এবার স্বয়ং শুভেন্দুই তা নিয়ে সরব হলেন ৷ সমালোচনা করলেন কলকাতা পুলিশের ৷

আরও পড়ুন: তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে, বার্তা শুভেন্দুর

Last Updated : Nov 21, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.